East Bardhaman News: স্কুলেও দূষণ যন্ত্র! এই শহরে ব্যতিক্রমী ঘটনা

Last Updated:

বর্ধমান শহরে বায়ু দূষণের মাত্রা ক্রমবর্ধমান। তা নিয়ন্ত্রণে রাখতে শহরের তিনটি স্কুলে বসানো হল দূষণ পরিমাপক যন্ত্র

পূর্ব বর্ধমান: সম্প্রতি বর্ধমান শহরের বায়ু দূষণ সূচক উর্ধগামী বলে জানা গিয়েছে। তারপরই বায়ু দূষণ কমাতে তৎপরতা শুরু হয়েছে। সুইচ অন ফাউন্ডেশন নামের একটি বেসরকারি সংস্থা বায়ুর গুণমান পরিমাপক যন্ত্র বসাচ্ছে বর্ধমান শহরের তিনটি স্কুলে। যার মধ্যে আছে মিউনিসিপ্যাল স্কুল, উদয়পল্লি শিক্ষানিকেতন এবং সেমফোর্ড স্কুল।
বায়ু দূষণ পরিমাপক যন্ত্র স্কুলে বসানো প্রসঙ্গে বর্ধমান মিউনিসিপ্যাল স্কুলের ভারপ্রাপ্ত সহ প্রধান শিক্ষক বলেন, আমরা মিউনিসিপ্যাল স্কুলের তরফ থেকে সুইচ অন ফাউন্ডেশনের কর্মকর্তাদের অভ্যর্থনা জানাচ্ছি। ওনারা একটা যন্ত্র আজ আমাদের হাতে তুলে দিয়ে গেলেন। যে যন্ত্রের সাহায্যে আমরা বুঝতে পারব স্কুলের এলাকার মধ্যে বাতাসে কোনও দূষণ আছে কিনা। সবটাই আমরা জানতে পারব মোবাইল অ্যাপের সাহায্যে। এটা খুবই ভাল একটা উদ্যোগ, আমি সাধুবাদ জানাচ্ছি।
advertisement
advertisement
যে যন্ত্রটি বেসরকারি সংস্থাটি স্কুলগুলোকে দিয়েছে তার এক একটির দাম ১৫,০০০ টাকা করে। এই যন্ত্রগুলি কী ভাবে কাজ করবে সেই বিষয়ে স্কুলের ছাত্রছাত্রীদের প্রশিক্ষণও দেওয়া হয়। উপস্থিত ছিলেন বিশেষজ্ঞ প্রদীপ রাউত। তিনি বলেন, বর্ধমান বিশ্ববিদ্যালয়ে এইরকম যন্ত্র থাকলেও স্কুল স্তরে এমন বায়ু গুণমান পরিমাপক যন্ত্র ছিল না। এই যন্ত্র দিয়ে সহজেই ছাত্রছাত্রীরা তাদের স্কুল চত্বর সহ আশপাশের পরিবেশের বায়ু দূষণের মাত্রা পরীক্ষা করতে পারবে। এই নিয়ে পড়ুয়াদের মধ্যে সচেতনতাও বাড়বে।
advertisement
বনোয়ারীলাল চৌধুরী
view comments
বাংলা খবর/ খবর/পূর্ব বর্ধমান/
East Bardhaman News: স্কুলেও দূষণ যন্ত্র! এই শহরে ব্যতিক্রমী ঘটনা
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement