Bankura News: মেষ পালক থেকে জমিদার, ভোল বদলের কাণ্ডারি মা দুর্গা! রইল ৩২৫ বছরের ইতিহাস

Last Updated:

বাঁকুড়ার কোষ্ঠিয়া গ্রামের শীট পরিবারের ৩২৫ বছরের দুর্গাপুজো আজও আয়োজিত হয়ে চলেছে, এর পড়তে পড়তে জড়িয়ে আছে অলৌকিক কাহিনী

+
title=

বাঁকুড়া: এ যেন জিরো থেকে হিরো হ‌ওয়ার ৩২৫ বছরের ইতিহাস, যা আজও প্রতি দুর্গাপুজোয় সমানভাবে উদযাপিত হয়ে চলেছে। বাঁকুড়া-২ ব্লকের কোষ্টিয়া গ্রামে ঢোকার মুখেই দেখতে পাবেন শীট পরিবারের দাপটের চিহ্ন। দু’পাশে সবুজ ধানক্ষেত, মাঝখানে আঁকি-বুকি দেওয়া কাঁচা রাস্তা দিয়ে গিয়ে সোজা প্রবেশ করতে হয় এই কোষ্টিয়া গ্রামে। পুজোর চারটে দিন গ্রামবাসীদের একটাই আবেগ- শীটেদের দুর্গাপুজো।
কথিত আছে আজ থেকে ৩২৫ সার্থক শীট ভেড়া চড়াতে চড়াতে বাঁকুড়ার বেলিয়াতোড় থেকে এসে উপস্থিত হন এই কোষ্টিয়া গ্রামে। একসময় ক্লান্ত হয়ে একটি বট গাছের তলায় তিনি ঘুমিয়ে পড়েন। এরপর তাঁর সঙ্গে কিছু দৈবিক ঘটনা ঘটে, স্বপ্নে ঈশ্বরের নির্দেশ পান। তারপরই চালা তৈরি করে কোনরকমে মা দুর্গার পুজো করেন। ব্যস, তারপরই নাকি ভাগ্যের চাকা ঘুরে যায়, রাতারাতি বিশাল সম্পত্তির মালিক হয়ে ওঠেন সার্থক শীট। এরপর বিস্তীর্ণ এলাকাজুড়ে একের পর এক জমিদারি ক্রয় করতে শুরু করেন।মালিক হয়ে ওঠেন কয়েক হাজার হেক্টর বনভূমির। সার্থক শীটের অর্থনৈতিক অবস্থার উন্নতি হওয়ায় তিনি আড়ম্বর করে চালু করেন মা দুর্গার পুজো।
advertisement
advertisement
প্রতিষ্ঠিত হয় মা দুর্গার বিশাল নাটমন্দির। এই পুজোর বিশেষ বৈচিত্র ছিল আরেকটি। এই পুজোকে কেন্দ্র করে একসময় দিনের বেলায় যাত্রা হত। দিনের বেলায় যাত্রা শুনে অবাক হচ্ছেন তো? এই দিনের বেলার যাত্রার পিছনে একটা কারণ ছিল। বন-জঙ্গলে ঘেরা এই কোষ্টিয়া গ্রামে বুনো হাতির উপদ্রব প্রায়শই লেগে থাকত। তাই বিভিন্ন গ্রাম-গ্রামান্তর থেকে আসা প্রজারা যাতে দিনের আলো থাকতে থাকতে বাড়ি ফিরে যেতে পারেন তার জন্যই অমন ব্যবস্থা ছিল। এখন যাত্রাপালা বন্ধ হয়ে গেলেও বিজয়ার দিনে চলে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান।
advertisement
শীটদের সেই জমিদারি আর নেই। অনেক সম্পত্তি সরকারের হাতে চলে গেছে। জৌলুস আগের থেকে অনেকটা ফিকে হয়ে গেলেও ৩২৫ বছর ধরে চলে আসছে এই পুজো। রুজির টানে গ্রামের যে সমস্ত মানুষ বাইরে থাকে তারা আজও ছুটে আসেন এই পুজোকে উপভোগ করতে। পুজোর চারটে দিন আনন্দে মেতে ওঠে গোটা গ্রাম।
নীলাঞ্জন ব্যানার্জি
বাংলা খবর/ খবর/বাঁকুড়া/
Bankura News: মেষ পালক থেকে জমিদার, ভোল বদলের কাণ্ডারি মা দুর্গা! রইল ৩২৫ বছরের ইতিহাস
Next Article
advertisement
Suvendu Adhikari Challenges Mamata Banerjee: 'নন্দীগ্রামের থেকেও বেশি ভোটে ভবানীপুরে মমতাকে হারাবো', ছাব্বিশের আগে হুঙ্কার শুভেন্দুর
'নন্দীগ্রামের থেকেও বেশি ভোটে ভবানীপুরে মমতাকে হারাবো', ছাব্বিশের আগে হুঙ্কার শুভেন্দুর
  • এবার ভবানীপুরে শুভেন্দু বনাম মমতা?

  • ভবানীপুরেও মমতাকে হারানোর হুঙ্কার শুভেন্দুর৷

  • নন্দীগ্রামের থেকেও বেশি ভোটে হারানোর চ্যালেঞ্জ৷

VIEW MORE
advertisement
advertisement