Purba Bardhaman News: কেন্দ্রের অফিসার পরিচয় দিয়ে টাকা আদায়! তারপরের ঘটনা শুনলে অবাক হবে
- Written by:Saradindu Ghosh
- Published by:Sayani Rana
Last Updated:
Purba Bardhaman News: কেন্দ্রীয় আধিকারিক পরিচয় দিয়ে টাকা চাওয়ার অভিযোগের গ্রেফতার এক ব্যক্তি। তিনি টিটাগড় থানা এলাকার বাসিন্দা।
কেন্দ্রীয় আধিকারিক পরিচয় দিয়ে টাকা চাওয়ার অভিযোগের গ্রেফতার এক ব্যক্তি। তিনি টিটাগড় থানা এলাকার বাসিন্দা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ১৯ নম্বর জাতীয় সড়কের জামালপুরের আঝাপুর এলাকার একটি ওজন সেতুর অফিসে চারচাকা গাড়ি নিয়ে আসেন দুই ব্যক্তি। তাঁদের মধ্যে একজন নিজেকে সিইবির অফিসার বলে পরিচয় দেয়।
তাঁরা ওজন সেতু ম্যানেজারের কাছ থেকে ৬০ হাজার টাকা দাবি করেন। টাকা দিতে না চাইলে ওই ব্যক্তিকে হেনস্তা করা হয় বলে অভিযোগ। ঘটনাস্থলে পুলিশ পৌঁছলে এক ব্যক্তি পালিয়ে যায়। অন্য এক ব্যক্তিকে ধরে ফেলে পুলিশ। জিজ্ঞাসাবাদ করলে ধৃত ব্যক্তি তার দোষ স্বীকার করে নেয়।
advertisement
advertisement
ধৃতকে রবিবার বর্ধমান আদালতে পেশ করে জামালপুর থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে,কেন্দ্রীয় সরকারের দুর্নীতি দমন শাখার (CEB) অফিসারের পরিচয় দিয়ে ব্যবসায়িক সংস্থার কাছ থেকে বেআইনিভাবে টাকা চাওয়ায় অভিযোগে পূর্ব বর্ধমানের জামালপুর থানার পুলিশ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। তাঁর বাড়ি ব্যারাকপুরের টিটাগড় থানা এলাকার নোনাচন্দনপুকুরে।
আরও পড়ুন: শেষ মুহূর্তে গুলিয়ে যাচ্ছে সব? রইল মাধ্যমিকে ইতিহাসে দারুণ নম্বর পাওয়ার সহজ উপায়, দেখে নিন
advertisement
পুলিশ সূত্রে জানা গিয়েছে, একটি অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্তে নেমে শনিবার জামালপুরের ১৯ নম্বর জাতীয় সড়কের আঝাপুর এলাকার একটি ওজন সেতুর অফিস থেকে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। আর এক ব্যক্তি পলাতক।
তার খোঁজে তল্লাশি চলছে। অভিযোগকারী ব্যবসায়ী পুলিশ কে জানিয়েছে, একটি গাড়ি নিয়ে দুই ব্যক্তি তাদের অফিসে আসেন। তাঁদের মধ্যে একজন নিজেকে সিইবির অফিসার বলে পরিচয় দিয়ে ব্রিজটির ম্যানেজারের কাছ থেকে ৬০হাজার টাকা দাবি করেন।
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
Jan 21, 2024 5:28 PM IST
বাংলা খবর/ খবর/পূর্ব বর্ধমান/
Purba Bardhaman News: কেন্দ্রের অফিসার পরিচয় দিয়ে টাকা আদায়! তারপরের ঘটনা শুনলে অবাক হবে










