সুপ্রিম কোর্টে জয়লাভ কেজরিওয়ালের, সীমিত উপরাজ্যপালের ক্ষমতা

Last Updated:

সুপ্রিম কোর্টে জয়লাভ কেজরীওয়াল সরকারের, পেলেন দিল্লির শাসনক্ষমতা ।

#নয়াদিল্লি: অবশেষে অনিল বালাজি বনাম অরবিন্দ কেজরিওয়াল যুদ্ধের ফলাফল জানাল শীর্ষ আদালত । উপরাজ্যপাল অনিল বালাজি নন , দিল্লির প্রশাসনিক নেতা মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালই, এমনটাই জানিয়ে দিল প্রধান বিচারপতি দীপক মিশ্রের  নেতৃত্বাধীন বেঞ্চ।
এর আগে ২০১৬ সালে আগস্ট মাসে দিল্লি হাইকোর্ট উপরাজ্যপালকে  প্রশাসনিক  শাসক হিসেবে অগ্রাধিকার দেয় । সেই রায়ের বিরুদ্ধেই শীর্ষ আদালতে আপিল করে কেজরিওয়াল সরকার ।
advertisement
advertisement
অরবিন্দ কেজরিওয়ালের নেতৃত্বাধীন আপ সরকারকে অতিরিক্ত ক্ষমতা দেওয়ার পাশাপাশি, উপরাজ্যপালের ক্ষমতা  সীমিত করেছে শীর্ষ আদালত । এখন থেকে আইনসভার সঙ্গে পরামর্শ করে চলতে হবে উপরাজ্যপালকে । ভূমি, পুলিশ ও পাবলিক অর্ডারের মত কিছু বিষয় বাদ দিয়ে আর সব বিষয়েই প্রশাসনিক ক্ষমতা থাকবে দিল্লি সরকারের । প্রসঙ্গত ওই বিষয়গুলির উপর সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আছে কেন্দ্রের । এছাড়াও দিল্লি একটি কেন্দ্রশাসিত অঞ্চল,সুতরাং অন্যান্য রাজ্যের আইন ও দিল্লিতে সম্পূর্ণভাবে কার্যকর নয়, জানিয়ে দিয়েছেন প্রধান বিচারপতি ।
advertisement
এমনকী সমস্ত বিষয়ে হস্তক্ষেপ করতে পারেন না উপরাজ্যপাল । প্রধান বিচারপতি দীপক মিশ্র জানিয়ে দেন সংবিধান মেনে চলা প্রত্যেকের কর্তব্য ও উপরাজ্যপাল কোনো ভাবেই সরকারি কাজে বাধা হতে পারেন না।জাস্টিস চন্দ্রচূড় জানিয়েছেন, কেজরিওয়াল সরকার নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতায় এসেছে ও সেই কারণেই  তাঁরা জনসাধারণের কাছে জবাবদিহী করতে বাধ্য । অযথা মতবিরোধের কারণে প্রশাসনিক কাজকর্ম ব্যাহত হওয়া কখনোই কাম্য নয় । আর একান্তই মতভেদ এড়ানো না গেলে রাষ্ট্রপতির কাছে বিষয়টি পাঠানোর পরামর্শ দেন প্রধান বিচারপতি ।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/রাজনীতি/
সুপ্রিম কোর্টে জয়লাভ কেজরিওয়ালের, সীমিত উপরাজ্যপালের ক্ষমতা
Next Article
advertisement
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
  • দুর্গাপুর স্টেশনে ২৪ ঘণ্টা ভেন্ডিং মেশিনে স্বাস্থ্যকর খাবার ও পানীয় পাওয়া যাবে

  • UPI-দিয়ে সহজেই পেমেন্ট করা যাবে

  • দুর্গাপুর স্টেশন স্মার্ট, পরিষ্কার এবং যাত্রী-সহযোগী স্টেশন হয়ে উঠছে

VIEW MORE
advertisement
advertisement