সুপ্রিম কোর্টে জয়লাভ কেজরিওয়ালের, সীমিত উপরাজ্যপালের ক্ষমতা

Last Updated:

সুপ্রিম কোর্টে জয়লাভ কেজরীওয়াল সরকারের, পেলেন দিল্লির শাসনক্ষমতা ।

#নয়াদিল্লি: অবশেষে অনিল বালাজি বনাম অরবিন্দ কেজরিওয়াল যুদ্ধের ফলাফল জানাল শীর্ষ আদালত । উপরাজ্যপাল অনিল বালাজি নন , দিল্লির প্রশাসনিক নেতা মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালই, এমনটাই জানিয়ে দিল প্রধান বিচারপতি দীপক মিশ্রের  নেতৃত্বাধীন বেঞ্চ।
এর আগে ২০১৬ সালে আগস্ট মাসে দিল্লি হাইকোর্ট উপরাজ্যপালকে  প্রশাসনিক  শাসক হিসেবে অগ্রাধিকার দেয় । সেই রায়ের বিরুদ্ধেই শীর্ষ আদালতে আপিল করে কেজরিওয়াল সরকার ।
advertisement
advertisement
অরবিন্দ কেজরিওয়ালের নেতৃত্বাধীন আপ সরকারকে অতিরিক্ত ক্ষমতা দেওয়ার পাশাপাশি, উপরাজ্যপালের ক্ষমতা  সীমিত করেছে শীর্ষ আদালত । এখন থেকে আইনসভার সঙ্গে পরামর্শ করে চলতে হবে উপরাজ্যপালকে । ভূমি, পুলিশ ও পাবলিক অর্ডারের মত কিছু বিষয় বাদ দিয়ে আর সব বিষয়েই প্রশাসনিক ক্ষমতা থাকবে দিল্লি সরকারের । প্রসঙ্গত ওই বিষয়গুলির উপর সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আছে কেন্দ্রের । এছাড়াও দিল্লি একটি কেন্দ্রশাসিত অঞ্চল,সুতরাং অন্যান্য রাজ্যের আইন ও দিল্লিতে সম্পূর্ণভাবে কার্যকর নয়, জানিয়ে দিয়েছেন প্রধান বিচারপতি ।
advertisement
এমনকী সমস্ত বিষয়ে হস্তক্ষেপ করতে পারেন না উপরাজ্যপাল । প্রধান বিচারপতি দীপক মিশ্র জানিয়ে দেন সংবিধান মেনে চলা প্রত্যেকের কর্তব্য ও উপরাজ্যপাল কোনো ভাবেই সরকারি কাজে বাধা হতে পারেন না।জাস্টিস চন্দ্রচূড় জানিয়েছেন, কেজরিওয়াল সরকার নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতায় এসেছে ও সেই কারণেই  তাঁরা জনসাধারণের কাছে জবাবদিহী করতে বাধ্য । অযথা মতবিরোধের কারণে প্রশাসনিক কাজকর্ম ব্যাহত হওয়া কখনোই কাম্য নয় । আর একান্তই মতভেদ এড়ানো না গেলে রাষ্ট্রপতির কাছে বিষয়টি পাঠানোর পরামর্শ দেন প্রধান বিচারপতি ।
advertisement
বাংলা খবর/ খবর/রাজনীতি/
সুপ্রিম কোর্টে জয়লাভ কেজরিওয়ালের, সীমিত উপরাজ্যপালের ক্ষমতা
Next Article
advertisement
BCCI New President: দৌড়ে ছিলেন সৌরভ, হরভজন! শেষ পর্যন্ত বিসিসিআই-এর নতুন সভাপতি কে? বড় চমক
দৌড়ে ছিলেন সৌরভ, হরভজন! শেষ পর্যন্ত বিসিসিআই-এর নতুন সভাপতি কে? বড় চমক
  • সৌরভ, হরভজনের মতো হেভিওয়েটদের পিছনে ফেলে বিসিসিআই-এর শীর্ষ পদে বসছেন প্রাক্তন ক্রিকেটার মিঠুন মানহাস৷ আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের প্রতিনিধিত্ব না করলেও কয়েক বছর আগেও ঘরোয়া ক্রিকেট পরিচিত মুখ ছিলেন মিঠুন৷

VIEW MORE
advertisement
advertisement