বাংলার মানুষকে অর্থ দিয়ে কেনার চেষ্টা করছে বিজেপি: পার্থ চট্টোপাধ্যায়

Last Updated:

মামলা-মোকদ্দমা, বিরোধী দলগুলির বিরোধীতা, বিক্ষিপ্ত অশান্তি-হিংসা-রক্তপাত ৷ সবকিছুর শেষে অবশেষে মিটল পঞ্চায়েত নির্বাচন ৷ আর তাতে অপ্রতিরোধ্য হয়ে জয় ছিনিয়ে নিল তৃণমূল ৷

#কলকাতা: মামলা-মোকদ্দমা, বিরোধী দলগুলির বিরোধীতা, বিক্ষিপ্ত অশান্তি-হিংসা-রক্তপাত ৷ সবকিছুর শেষে অবশেষে মিটল পঞ্চায়েত নির্বাচন ৷ আর তাতে অপ্রতিরোধ্য হয়ে জয় ছিনিয়ে নিল তৃণমূল ৷ কিন্তু এই নির্বাচন আদতে সঠিক নির্বাচন নয় ৷ পঞ্চায়েত নির্বাচনের প্রতিটি পর্বেই সন্ত্রাসের আবহের ছবি দেখা গিয়েছে ৷ এই নিয়েই বিরোধী দলগুলির তোপের মুখে পড়ে তৃণমূল কংগ্রেস ৷ আর এরপরেই সাংবাদিক বৈঠক করলেন পার্থ চট্টোপাধ্যায় ৷
শুক্রবার সাংবাদিক বৈঠকে বিরোধী দলগুলিকে একহাত নিলেন তিনি ৷ বলেন,
রাজ্যে সংগঠন নেই বিরোধীদের ৷ বাংলার মানুষকে অর্থ দিয়ে কেনার চেষ্টা ৷ কেউ মানুষকে স্মার্ট ফোনের টোপ দেখাচ্ছে ৷ বিজেপিকে অক্সিজেন দিচ্ছে সিপিএম-কংগ্রেস ৷ বিরোধীদের গোপন বোঝাপড়া বোঝা যাচ্ছে ৷’
advertisement
একইসঙ্গে এদিন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় এই জয়ের পিছনে উন্নয়নকেই মূল চাবিকাঠি হিসেবে তুলে ধরলেন ৷ কেষ্টর সুরেই তাল মিলিয়ে তিনি বলেন,
উন্নয়নের জন্যই এই জয় পেয়েছে তৃণমূল ৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের ধারা অব্যাহত ৷ উন্নয়ন ধারা ধরে রাখতে দায়িত্ব বাড়ল ৷ আমাদের কর্মীদের মৃত্যু হয়েছে ৷ আজও আমাদের জয়ী প্রার্থীর মৃত্যু হয়েছে ৷ কিন্তু এই জয় মা-মাটি-মানুষের জয় ৷ মা-মাটি-মানুষকে এই জয় উৎসর্গ করলাম ৷ মানুষের এই সমর্থন আমাদের উৎসাহ বাড়াবে ৷
advertisement
পঞ্চায়েত নির্বাচনের ফল ঘোষণার পর যে চিত্রটা উঠে এসেছে ৷ তাতে একটি বিষয় স্পষ্ট ৷ বাংলার রাজনীতিতে বিজেপি দ্বিতীয় রাজনৈতিক দল হিসেবে উঠে এলেও বাম কিন্তু একেবারে নিশ্চিহ্ন হওয়ার পথে বাংলা থেকে ৷ পাশাপাশি এবারের পঞ্চায়েত নির্বাচনে খুব একটা সুবিধে করতে পারেনি কংগ্রেসও ৷ এই প্রসঙ্গেই পার্থবাবু বলেন,
সিপিএম-কংগ্রেসের পার্টি অফিস লোপ পাবে ৷ সিপিএম-কংগ্রেস বিজেপিকে ভোট দিচ্ছে ৷ মানুষ দমল না, তৃণমূলকে ঠেকানো গেল না ৷
advertisement
অন্যদিকে, ঝাড়গ্রাম এবং পুরুলিয়ার ফল ভাবাচ্ছে শাসক দলকে ৷ গোটা রাজ্যে যখন অপ্রতিরোধ্য শাসক দল তখন জঙ্গলমহলে যেন আচমকাই থমকে গেল তৃণমূলের বিজয়রথ ৷ এই বিষয়টি নিয়েও মুখ খুললেন তৃণমূলের মহাসচিব ৷ তিনি বলেন,
জঙ্গলমহলে আশানুরূপ ফল হয়নি ৷ কেন ভাল ফল হয়নি আমরা দেখব ৷ জঙ্গলমহলে মুখ্যমন্ত্রী অনেকবার গিয়েছেন ৷ এতবার কেউ জঙ্গলমহলে যাননি ৷
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
বাংলার মানুষকে অর্থ দিয়ে কেনার চেষ্টা করছে বিজেপি: পার্থ চট্টোপাধ্যায়
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement