বাংলার মানুষকে অর্থ দিয়ে কেনার চেষ্টা করছে বিজেপি: পার্থ চট্টোপাধ্যায়

Last Updated:

মামলা-মোকদ্দমা, বিরোধী দলগুলির বিরোধীতা, বিক্ষিপ্ত অশান্তি-হিংসা-রক্তপাত ৷ সবকিছুর শেষে অবশেষে মিটল পঞ্চায়েত নির্বাচন ৷ আর তাতে অপ্রতিরোধ্য হয়ে জয় ছিনিয়ে নিল তৃণমূল ৷

#কলকাতা: মামলা-মোকদ্দমা, বিরোধী দলগুলির বিরোধীতা, বিক্ষিপ্ত অশান্তি-হিংসা-রক্তপাত ৷ সবকিছুর শেষে অবশেষে মিটল পঞ্চায়েত নির্বাচন ৷ আর তাতে অপ্রতিরোধ্য হয়ে জয় ছিনিয়ে নিল তৃণমূল ৷ কিন্তু এই নির্বাচন আদতে সঠিক নির্বাচন নয় ৷ পঞ্চায়েত নির্বাচনের প্রতিটি পর্বেই সন্ত্রাসের আবহের ছবি দেখা গিয়েছে ৷ এই নিয়েই বিরোধী দলগুলির তোপের মুখে পড়ে তৃণমূল কংগ্রেস ৷ আর এরপরেই সাংবাদিক বৈঠক করলেন পার্থ চট্টোপাধ্যায় ৷
শুক্রবার সাংবাদিক বৈঠকে বিরোধী দলগুলিকে একহাত নিলেন তিনি ৷ বলেন,
রাজ্যে সংগঠন নেই বিরোধীদের ৷ বাংলার মানুষকে অর্থ দিয়ে কেনার চেষ্টা ৷ কেউ মানুষকে স্মার্ট ফোনের টোপ দেখাচ্ছে ৷ বিজেপিকে অক্সিজেন দিচ্ছে সিপিএম-কংগ্রেস ৷ বিরোধীদের গোপন বোঝাপড়া বোঝা যাচ্ছে ৷’
advertisement
একইসঙ্গে এদিন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় এই জয়ের পিছনে উন্নয়নকেই মূল চাবিকাঠি হিসেবে তুলে ধরলেন ৷ কেষ্টর সুরেই তাল মিলিয়ে তিনি বলেন,
উন্নয়নের জন্যই এই জয় পেয়েছে তৃণমূল ৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের ধারা অব্যাহত ৷ উন্নয়ন ধারা ধরে রাখতে দায়িত্ব বাড়ল ৷ আমাদের কর্মীদের মৃত্যু হয়েছে ৷ আজও আমাদের জয়ী প্রার্থীর মৃত্যু হয়েছে ৷ কিন্তু এই জয় মা-মাটি-মানুষের জয় ৷ মা-মাটি-মানুষকে এই জয় উৎসর্গ করলাম ৷ মানুষের এই সমর্থন আমাদের উৎসাহ বাড়াবে ৷
advertisement
পঞ্চায়েত নির্বাচনের ফল ঘোষণার পর যে চিত্রটা উঠে এসেছে ৷ তাতে একটি বিষয় স্পষ্ট ৷ বাংলার রাজনীতিতে বিজেপি দ্বিতীয় রাজনৈতিক দল হিসেবে উঠে এলেও বাম কিন্তু একেবারে নিশ্চিহ্ন হওয়ার পথে বাংলা থেকে ৷ পাশাপাশি এবারের পঞ্চায়েত নির্বাচনে খুব একটা সুবিধে করতে পারেনি কংগ্রেসও ৷ এই প্রসঙ্গেই পার্থবাবু বলেন,
সিপিএম-কংগ্রেসের পার্টি অফিস লোপ পাবে ৷ সিপিএম-কংগ্রেস বিজেপিকে ভোট দিচ্ছে ৷ মানুষ দমল না, তৃণমূলকে ঠেকানো গেল না ৷
advertisement
অন্যদিকে, ঝাড়গ্রাম এবং পুরুলিয়ার ফল ভাবাচ্ছে শাসক দলকে ৷ গোটা রাজ্যে যখন অপ্রতিরোধ্য শাসক দল তখন জঙ্গলমহলে যেন আচমকাই থমকে গেল তৃণমূলের বিজয়রথ ৷ এই বিষয়টি নিয়েও মুখ খুললেন তৃণমূলের মহাসচিব ৷ তিনি বলেন,
জঙ্গলমহলে আশানুরূপ ফল হয়নি ৷ কেন ভাল ফল হয়নি আমরা দেখব ৷ জঙ্গলমহলে মুখ্যমন্ত্রী অনেকবার গিয়েছেন ৷ এতবার কেউ জঙ্গলমহলে যাননি ৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
বাংলার মানুষকে অর্থ দিয়ে কেনার চেষ্টা করছে বিজেপি: পার্থ চট্টোপাধ্যায়
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement