#কলকাতা: মামলা-মোকদ্দমা, বিরোধী দলগুলির বিরোধীতা, বিক্ষিপ্ত অশান্তি-হিংসা-রক্তপাত ৷ সবকিছুর শেষে অবশেষে মিটল পঞ্চায়েত নির্বাচন ৷ আর তাতে অপ্রতিরোধ্য হয়ে জয় ছিনিয়ে নিল তৃণমূল ৷ কিন্তু এই নির্বাচন আদতে সঠিক নির্বাচন নয় ৷ পঞ্চায়েত নির্বাচনের প্রতিটি পর্বেই সন্ত্রাসের আবহের ছবি দেখা গিয়েছে ৷ এই নিয়েই বিরোধী দলগুলির তোপের মুখে পড়ে তৃণমূল কংগ্রেস ৷ আর এরপরেই সাংবাদিক বৈঠক করলেন পার্থ চট্টোপাধ্যায় ৷
শুক্রবার সাংবাদিক বৈঠকে বিরোধী দলগুলিকে একহাত নিলেন তিনি ৷ বলেন,
একইসঙ্গে এদিন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় এই জয়ের পিছনে উন্নয়নকেই মূল চাবিকাঠি হিসেবে তুলে ধরলেন ৷ কেষ্টর সুরেই তাল মিলিয়ে তিনি বলেন,
পঞ্চায়েত নির্বাচনের ফল ঘোষণার পর যে চিত্রটা উঠে এসেছে ৷ তাতে একটি বিষয় স্পষ্ট ৷ বাংলার রাজনীতিতে বিজেপি দ্বিতীয় রাজনৈতিক দল হিসেবে উঠে এলেও বাম কিন্তু একেবারে নিশ্চিহ্ন হওয়ার পথে বাংলা থেকে ৷ পাশাপাশি এবারের পঞ্চায়েত নির্বাচনে খুব একটা সুবিধে করতে পারেনি কংগ্রেসও ৷ এই প্রসঙ্গেই পার্থবাবু বলেন,
অন্যদিকে, ঝাড়গ্রাম এবং পুরুলিয়ার ফল ভাবাচ্ছে শাসক দলকে ৷ গোটা রাজ্যে যখন অপ্রতিরোধ্য শাসক দল তখন জঙ্গলমহলে যেন আচমকাই থমকে গেল তৃণমূলের বিজয়রথ ৷ এই বিষয়টি নিয়েও মুখ খুললেন তৃণমূলের মহাসচিব ৷ তিনি বলেন,