World Largest Office Building : সবচেয়ে বড় অফিস ভবন! সুরাতের চালে মাত পেন্টাগন

Last Updated:

World Largest Office Building : চলতি বছরের নভেম্বরেই এর উদ্বোধন হয়ে যাবে। এই ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

সবচেয়ে বড় অফিস ভবন! সুরাতের চালে মাত পেন্টাগন
সবচেয়ে বড় অফিস ভবন! সুরাতের চালে মাত পেন্টাগন
সুরাত: এবার বিশ্বের বৃহত্তম অফিস ভবনের শিরোপা আসতে চলেছে ভারতে। গুজরাতের সুরাতে বিশ্বের বৃহত্তম এক কার্যালয় ভবন ইতিমধ্যেই প্রস্তুত। আসলে একটি একটি হিরে ব্যবসা কেন্দ্র হিসেবে কাজ করবে। চলতি বছরের নভেম্বরেই এর উদ্বোধন হয়ে যাবে। এই ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
বিশ্বের সবচেয়ে বড় অফিস ভবনের স্বীকৃতি এখনযও পর্যন্ত রয়েছে পেন্টাগনের দখলে। এটি মার্কিন প্রতিরক্ষা বিভাগের সদর দফতর। সাম্প্রতিক এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, এই বিশেষ স্বীকৃতি এবার আদায় করে নিতে চলেছে গুজরাতের সুরাতে অবস্থিত একটি ভবন। এই বিরাট ভবনটির নির্মাণ কাজ শেষ করতে সময় লেগেছে চার বছর।
advertisement
advertisement
সুরাত বিশ্বের রত্ন ভাণ্ডার হিসাবে পরিচিত। যেখানে পৃথিবীর ৯০ শতাংশ হিরে কাটা হয়। বলা হচ্ছে এই ভবনে ৬৫ হাজারেরও বেশি মানুষ কাজ করতে পারবেন এক সঙ্গে, যাঁরা হিরে সংক্রান্ত পেশাদার। এর মধ্যে থাকবেন হিরে পলিশ এবং কাটার কর্মীরা। সেই একই ছাতার তলায় থাকবেন ব্যবসায়ীরাও। এটিকে ‘ওয়ান স্টপ ডেস্টিনেশন’ হিসেবে তৈরি করা হয়েছে। এই ভবনের নাম দেওয়া হয়েছে ‘সুরাত ডায়মন্ড বোর্স’।
advertisement
সূত্রের খবর, ১৫ তলা এই ভবনটি তৈরি হয়েছে ৩৫ একর জমির উপর। নয়টি আয়তাকার ভবন নিয়ে গঠিত এই কমপ্লেক্স কেন্দ্রীয় ভাবে এক জায়গায় যুক্ত থাকবে।
advertisement
যে সংস্থা এই বিশাল ভবন তৈরি করেছে, তারা জানিয়েছে, প্রায় ৭.১ মিলিয়ন বর্গফুট এলাকা নিয়ে (ফ্লোর স্পেস) গঠিত হচ্ছে এটি। এর মধ্যে ২০ লক্ষ বর্গফুট এলাকা জুড়ে তৈরি করা হয়েছে একটি বিনোদন এলাকা এবং পার্কিং এলাকা।
সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে প্রকল্পের সিইও মহেশ গাধভি বলেন, ‘নতুন এই ভবন হাজার হাজার মানুষকে ব্যবসা করার দুর্দান্ত সুযোগ দেবে।’
advertisement
হিরে সংস্থাগুলি ইতিমধ্যেই তাদের জায়গা কিনে ফেলেছে। এই ভবন তৈরি করার জন্য এর আগে একটি আন্তর্জাতিক নকশা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিলে। ভারতীয় স্থাপত্য সংস্থা ‘মরফোজেনেসিস’ এই ভবনের নকশা তৈরি করেছে। গাধভি বলেন, ‘‘পেন্টাগনের সঙ্গে প্রতিযোগিতা করতে চাইনি আমরা। বরং চাহিদার উপর ভিত্তি করেই প্রকল্পের আকার নির্ধারণ করা হয়েছিল। ইতিমধ্যেই সমস্ত অফিস বিক্রি হয়ে গিয়েছে।’’
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
World Largest Office Building : সবচেয়ে বড় অফিস ভবন! সুরাতের চালে মাত পেন্টাগন
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement