South Dinajpur News: ব্রেক আপ হয়ে গিয়েছে, শেষে এ কী করল প্রেমিক তার প্রাক্তন প্রেমিকার সঙ্গে!
- Published by:Siddhartha Sarkar
- hyperlocal
- Reported by:SUSMITA GOSWAMI
Last Updated:
প্রেমে প্রত্যাখ্যাত হয়ে প্রেমিকার পিছনে খরচ বাবদ ২ লক্ষ টাকা দাবি প্রেমিকের।
দক্ষিণ দিনাজপুর: প্রেমে প্রত্যাখ্যান হয়ে ধর্নায় বসেছেন অনেক প্রেমিক-প্রেমিকাই। কিন্তু এই ঘটনায় যেন চক্ষু চড়ক গাছ। প্রেমে প্রত্যাখ্যাত হয়েই প্রেমিকার পিছনে খরচ বাবদ ২ লক্ষ টাকা দাবি প্রেমিকের। টাকা না পেয়ে অবশেষে প্রাক্তন প্রেমিকার মোবাইল-সহ ব্যাগ ছিনতাই করে পালাল এক যুবক। ফলস্বরূপ, নিরুপায় হয়ে কলেজ পড়ুয়া যুবতী বালুরঘাট থানার দ্বারস্থ হয়েছে। থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে বলে জানা গিয়েছে। বৃহস্পতিবার দুপুরে বালুরঘাট শহরের আত্রেয়ীর সদরঘাটে ওই ছিনতাইয়ের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
স্থানীয়রাও ওই কাণ্ড দেখে ছুঁটে আসতে আসতেই পালায় যুবক। ওই ব্যাগে যুবতীর মোবাইল থেকে শুরু করে জন্মের শংশাপত্র ও শিক্ষাগত শংশাপত্র ছিল। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বালুরঘাট কলেজের প্রথম বর্ষের ওই যুবতীর বাড়ি বুনিয়াদপুরে। কয়েক মাস আগে ওই যুবতী বৃন্দাবনে বেড়াতে গেলে ভ্রমণকারী সংস্থার এজেন্ট তথা এক যুবকের সঙ্গে পরিচয় হয়।
advertisement
advertisement
তাদের দু’জনের প্রেমের সম্পর্ক চলাকালীন অনেক দামি উপহার দিয়েছিল সেই যুবক। এমনকী, বাড়ির অমতে গিয়ে তারা রেজিস্ট্রি ম্যারেজের জন্য আদালতে আবেদনও করেছিলেন। সূত্রের খবর অনুযায়ী, ওই যুবতীর অভিযোগ, সেই যুবক মিথ্যা তথ্য দিয়েছিল তাকে। তার নির্দিষ্ট বাড়িঘর নেই। তাই পরিবার না মানতে চাওয়ায় সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চেয়েছিল। তাতেই ক্ষিপ্ত প্রেমিক নানাভাবে হুমকি দিতে শুরু করে।
advertisement
ইতিমধ্যেই প্রেমিকার সন্ধানে সম্প্রতি বালুরঘাটে এসে সেই প্রেমিক মেয়েটির কাছে খরচ বাবদ ২ লক্ষ টাকা দাবি করেন। সেই টাকা দিতে না পারায় এদিন ছিনতাই করার পরিকল্পনা করে। পাশাপাশি ওই ছাত্রী বলেন, ‘‘আমি বন্ধুবান্ধবদের সঙ্গে আড্ডা দিচ্ছিলাম। সেই সময় পিছন থেকে এসে আমার ব্যাগ ও মোবাইল কেড়ে নিয়ে পালায়। ওই ব্যাগে আমার মোবাইল ও অনেক সার্টিফিকেট আছে। আমি আমার ব্যাগ, মোবাইল ও সার্টিফিকেট ফিরে পেতেই থানায় এসেছি।’’ পুলিশ সূত্রে জানা গিয়েছে, এরপরে ওই ছাত্রীর মা এসেছিলেন। পুলিশ ওই যুবকের সন্ধানে তল্লাশি চালাচ্ছে। অন্যদিকে, পুরো বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে বালুরঘাট থানার আইসি শান্তিনাথ পাঁজা।
advertisement
সুস্মিতা গোস্বামী
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
July 20, 2023 2:23 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণ দিনাজপুর/
South Dinajpur News: ব্রেক আপ হয়ে গিয়েছে, শেষে এ কী করল প্রেমিক তার প্রাক্তন প্রেমিকার সঙ্গে!