বেবি বাম্প ছিল বিরাট, মহিলার পেট থেকে জন্ম নিল 'বাহুবলী'... ভেঙে গেল সব 'রেকর্ড'! চোখ কপালে উঠল চিকিৎসকদেরও

Last Updated:

এতটাই ভারী ছিল যে,  হাসপাতালে জন্ম নেওয়া সবচেয়ে ভারী শিশুর রেকর্ড ভেঙে ফেলেছিল। এমনকি ডাক্তারেরাও তাকে প্রথমবার দেখে অবাক হয়েছিলেন। সোশ্যাল মিডিয়ায় লক্ষ লক্ষ মানুষকে অবাক করে দিয়েছেন এই শিশুর মা।

News18
News18
ওয়াশিংটন: আমেরিকার একটি হাসপাতালে জন্ম নিল বিশ্বের সবথেকে ভারী শিশু। এতটাই ভারী ছিল যে,  হাসপাতালে জন্ম নেওয়া সবচেয়ে ভারী শিশুর রেকর্ড ভেঙে ফেলেছিল। এমনকি ডাক্তারেরাও তাকে প্রথমবার দেখে অবাক হয়েছিলেন। সোশ্যাল মিডিয়ায় লক্ষ লক্ষ মানুষকে অবাক করে দিয়েছেন এই শিশুর মা।
মার্কিন যুক্তরাষ্ট্রের বাসিন্দা শেলবি মার্টিন সম্প্রতি তার নবজাতক শিশুর ছবি প্রকাশ করে ইন্টারনেটে আলোড়ন তুলেছেন। শেলবি জানিয়েছেন, তাঁর ছেলে ক্যাসিয়ান জন্মের সময়েই হাসপাতালের সব রেকর্ড ভেঙে দিয়েছে। সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট শেয়ার করে শেলবি তার গর্ভাবস্থার সময় এবং শিশুর জন্মের পরে তোলা ছবি শেয়ার করেছেন। প্রথম ছবিতে, শেলবি তার হাসপাতালের গাউন পরে দাঁড়িয়ে আছেন। তাঁর অত্যন্ত বড় বেবি বাম্প দেখেই আন্দাজ করা যায় যে শিশুর ওজন কতটা বেশি ছিল।
advertisement
advertisement
জন্মের সময় ক্যাসিয়ানের ওজন ছিল প্রায় ১২ পাউন্ড ১৪ আউন্স (৬ কেজি), যেখানে শিশুদের ওজন সাধারণত ৩ কেজি পর্যন্ত হয়। ক্যাসিয়ানের জন্মে হাসপাতাল কর্মীরা অবাক হয়েছিলেন। হাসপাতাল কর্মীরা দাবি করেছেন, ক্যাসিয়ান গত তিন বছরের মধ্যে সেখানে জন্ম নেওয়া সবচেয়ে ভারী শিশু। শিশুটি তার মায়ের জন্মদিনেই জন্মেছে, যাকে শেলবি তাঁর নিজের জীবনের সবচেয়ে বড় উপহার বলে মনে করেছেন।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
বেবি বাম্প ছিল বিরাট, মহিলার পেট থেকে জন্ম নিল 'বাহুবলী'... ভেঙে গেল সব 'রেকর্ড'! চোখ কপালে উঠল চিকিৎসকদেরও
Next Article
advertisement
SIR Update: কবে বাড়িতে আসবেন বিএলও, কীভাবে জানবেন ভোটার? বাড়িতে না থাকলে কি SIR-এ নাম কাটা যাবে? জবাব দিল কমিশ
কবে বাড়িতে আসবেন বিএলও, কীভাবে জানবেন ভোটার? বাড়িতে না থাকলে কি নাম কাটা যাবে? জেনে নিন
  • এসআইআর নিয়ে আশ্বস্ত করল নির্বাচন কমিশন৷

  • কবে বাড়িতে আসবেন বিএলও?

  • নাম কাটা যাওয়ার ভয় দূর করলেন রাজ্যের সিইও৷

VIEW MORE
advertisement
advertisement