ব্যাঙ্কের স্লিপে টাকার পরিমাণের জায়গায় গ্রাহক যা লিখলেন… দেখে রীতিমতো বেহুঁশ SBI-এর কর্মীরা !

Last Updated:

সম্প্রতি @smartprem19 নামে একটি অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামে পোস্ট করা হয়েছে ওই ভিডিওটি। যেখানে ভুলে ভরা ব্যাঙ্ক ডিপোজিট স্লিপটি দেখানো হয়েছে।

ব্যাঙ্কের স্লিপে টাকার পরিমাণের জায়গায় গ্রাহক যা লিখলেন… (Instagram/smartprem19)
ব্যাঙ্কের স্লিপে টাকার পরিমাণের জায়গায় গ্রাহক যা লিখলেন… (Instagram/smartprem19)
আমাদের দেশে এমন বহু মানুষ রয়েছেন, যাঁদের সামান্য ব্যাঙ্কের কাজও জটিল বলে মনে হয়। আসলে শিক্ষার অভাবের কারণে মানুষ ব্যাঙ্কের ফর্ম পূরণ অথবা ব্যাঙ্কের কাজের প্রক্রিয়া বুঝতে পারেন না ঠিক ভাবে। তবে সেক্ষেত্রে অধিকাংশ সময়েই সাহায্য করে দেন ব্যাঙ্কের কর্মচারীরা।
তবে অজান্তেই গ্রাহকরা ব্যাঙ্কের কাজ করার সময় কিছু ভুল করে থাকেন, যা বেশ আজবই! এই যেমন সম্প্রতি ব্যাঙ্কের ডিপোজিটের স্লিপ ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। আসলে স্লিপে এক মহিলা এক অদ্ভুত ভুল করে ফেলেছেন। যা দেখলে রীতিমতো মাথা ঘুরে যাবে। যদিও এটা একটা ভাইরাল ভিডিও, তাই সেটা সত্য না কি মিথ্যা, তা আমাদের তরফে যাচাই করা হয়নি। এমনকী ভাইরাল হওয়ার জন্য এই ভিডিওটি বানাতেই তিনি এমন ভুল করে থাকতে পারেন বলে মনে করা হচ্ছে।
advertisement
advertisement
সম্প্রতি @smartprem19 নামে একটি অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামে পোস্ট করা হয়েছে ওই ভিডিওটি। যেখানে ভুলে ভরা ব্যাঙ্ক ডিপোজিট স্লিপটি দেখানো হয়েছে। দেখা যাচ্ছে যে, ওই স্লিপটি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার। তারিখে লেখা রয়েছে ১৮ জুন ২০২৪। স্লিপে যে নামটি লেখা রয়েছে, সেটি হল সঙ্গীতা। ফলে মনে করা হচ্ছে, সেটি কোনও মহিলার স্লিপ। এমনকী, অ্যাকাউন্ট নম্বরটিও লেখা আছে স্লিপে। এবার যদি স্লিপটা ভুয়ো হয়, তাহলে অ্যাকাউন্টটাও ভুয়ো।
advertisement

View this post on Instagram

A post shared by Prem Yadav (@smartprem19)

advertisement
এত পর্যন্ত মোটামুটি সবই ঠিক ছিল। কিন্তু যে কলামে টাকার পরিমাণ লিখতে বলা হয়েছে, সেখানে নিজের রাশিচক্র হিসেবে তুলা লিখেছেন ওই গ্রাহক। আসলে মজার বিষয় হল, ওই কলামে হিন্দিতে রাশি লেখা ছিল আর ইংরেজিতে লেখা ছিল অ্যামাউন্ট। কিন্তু রাশি লেখা দেখে ওই মহিলা হয়তো বুঝতে পারেননি যে, টাকার পরিমাণ লিখতে বলা হয়েছিল। বরং তিনি ভেবেছেন সেখানে রাশিচক্রের রাশির কথা লিখতে বলা হয়েছে। এহেন অবস্থা দেখে নিশ্চয়ই হাসি পাচ্ছে। কিন্তু ব্যাঙ্ক কর্মীকে এই স্লিপ দেওয়ার পর তাঁর অবস্থাটা কী হবে, সেটা ভেবেই শিউরে উঠছেন নেটিজেনরা। ভিডিও পোস্ট করে লেখা হয়েছে, ব্যাঙ্ক কর্মীরা নিশ্চয়ই হতবাক!
advertisement
পোস্ট হতে না হতেই ভাইরাল হয়ে গিয়েছে এই ভিডিওটি। ১ লক্ষ ভিউ অতিক্রম করেছে। প্রচুর মানুষ মন্তব্যও করছেন। একজন লিখেছেন, “সঙ্গীতা নাম থেকে কুম্ভ রাশি তৈরি হয়।” আর একজন আবার বলেন, “রাশিটা ভুল রয়েছে।” এমন মন্তব্য অবশ্য অনেকেই করেছেন। এমনকী প্রচুর মানুষ এর থেকে মজাদার মিমও বানিয়ে ফেলেছেন।
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
ব্যাঙ্কের স্লিপে টাকার পরিমাণের জায়গায় গ্রাহক যা লিখলেন… দেখে রীতিমতো বেহুঁশ SBI-এর কর্মীরা !
Next Article
advertisement
Primary Recruitment Case: রাজ্যের মন্ত্রীর হাত ধরেই এসেছে ১২ কোটি টাকা! প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে বিস্ফোরক ইডি! এবার কী হবে চন্দ্রনাথের?
রাজ্যের মন্ত্রীর হাত ধরেই এসেছে ১২ কোটি টাকা! প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে বিস্ফোরক ইডি
  • প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় আরও বিপাকে মন্ত্রী চন্দ্রনাথ সিনহা

  • ইডির দাবি, চন্দ্রনাথ সিনহার মাধ‍্যমেই এই দুর্নীতিতে এসেছে ১২ কোটি ৭২ লক্ষ

  • তাপস-কুন্তল-শান্তনু এই ত্রয়ীর চক্রে জড়িত ছিলেন চন্দ্রনাথ সিনহা, দাবি ইডির

VIEW MORE
advertisement
advertisement