একপাশে মা, অন্যপাশে তিন শাশুড়ি; লোকসভায় সঞ্জনার শপথ গ্রহণের ছবি ভাইরাল ! দিলেন আবেগঘন বার্তাও
- Published by:Siddhartha Sarkar
- trending desk
Last Updated:
অনুষ্ঠান শেষে পরিবারকে উৎসর্গ করে সোশ্যাল মিডিয়ায় আবেগপূর্ণ পোস্ট করেন নয়া সাংসদ। সেটাই এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
advertisement
advertisement
শপথ গ্রহণের জন্য রাজস্থান থেকে দিল্লি গিয়েছেন সঞ্জনা। তাঁর সঙ্গে ছিলেন গোটা পরিবার। লোকসভাতেও হাজির ছিলেন তাঁরা। শপথ গ্রহণের সময় সঞ্জনার মা, স্বামী এবং তিন শাশুড়িকে লোকসভায় উপস্থিত থাকতে দেখা গিয়েছে।শপথের পর সোশ্যাল মিডিয়ায় সঞ্জনা জাটভ লেখেন, “পুরো পরিবারের সঙ্গে দিল্লি এসেছি। আমার মা, শাশুড়ি, বড় শাশুড়ি এবং ছোট শাশুড়ি আশীর্বাদ নিয়ে সংসদে প্রবেশ করেছি। তাঁরাই আমাকে সংসদ পর্যন্ত পৌঁছতে সাহায্য করেছেন, আমার সাফল্যে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করেছেন।
advertisement
তাঁদের ভালবাসা, সমর্থন এবং আশীর্বাদই আমার অনুপ্রেরণার উৎস”। এরপর গোটা পরিবারকে নিয়ে দিল্লি ঘুরতে বের হন সাংসদ সঞ্জনা জাটভ। ঐতিহাসিক স্থানগুলো ঘুরে দেখেন। ছবিও তোলেন দেদার। সেইসব পারিবারিক ছবি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে পোস্ট করেছেন তিনি।১৮তম লোকসভা অধিবেশনে শপথ নেওয়ার সময় কংগ্রেস সাংসদ সঞ্জনা বলেন, “ঈশ্বরের নামে শপথ নিচ্ছি, ভারতের সংবিধানের প্রতি সত্যিকারের বিশ্বাস এবং আনুগত্য দেখাব। ভারতের সার্বভৌমত্ব এবং অখণ্ডতা অক্ষুন্ন রাখব। নিজ পদের দায়িত্ব পালন করব”।
advertisement
পাশাপাশি তিনি বলেন, “আমি আমার দায়িত্বের প্রতি নিবেদিত। অঙ্গীকার করছি যে ভরতপুর লোকসভা কেন্দ্রের উন্নয়ন ও জনকল্যাণে কাজ করার যে সুযোগ পেয়েছি সম্পূর্ণ নিষ্ঠা ও সততার সঙ্গে তা পালন করব”।সংসদের বাইরে মা এবং তিন শাশুড়িকে নিয়ে ছবিও তুলেছেন সঞ্জনা জাটভ। সেই ছবিও পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। লোকসভায় সঞ্জনা জাটভের শপথ নেওয়ার ছবির পাশাপাশি সেই ছবিও এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।