সাপের সামনে আয়না ধরলে কী হয়? ফোঁসফোঁসিয়ে নাগিন নিল 'আসল রূপ'! দেখলে ভিরমি খাবেন

Last Updated:

এমন এক ভিডিওতে দাবি করা হচ্ছে, আয়নায় নিজেকে দেখে সাপ তার আসল রূপে চলে এসেছে। সত্যিই সম্ভব? দেখুন ভিডিও।

এমন এক ভিডিওতে দাবি করা হচ্ছে, আয়নায় নিজেকে দেখে সাপ তার আসল রূপে চলে এসেছে।
এমন এক ভিডিওতে দাবি করা হচ্ছে, আয়নায় নিজেকে দেখে সাপ তার আসল রূপে চলে এসেছে।
একটি ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, এক ব্যক্তি একটি কাঁচের আয়না (Mirror) সাপের সামনে ধরে রেখেছেন। ভিডিওতে লেখা, “আয়নায় নিজেকে দেখে সাপ (Snake) আসল রূপে চলে এল!” এই দাবি ঘিরেই শুরু হয়েছে গুজব, কল্পনার ফাঁদ আর হিন্দি সিনেমার প্রভাব।
ভারতে সাপকে ঘিরে বহু গল্প-কাহিনি চালু আছে। বেশিরভাগই ভৌতিক কিংবা পৌরাণিক, যার মধ্যে বাস্তব আর কল্পনা একাকার হয়ে যায়। হিন্দি সিনেমা—বিশেষ করে ‘নাগিন’ ঘরানার—এই কল্পনাকে আরও উস্কে দিয়েছে। এমন এক ভিডিওতে দাবি করা হচ্ছে, আয়নায় নিজেকে দেখে সাপ তার আসল রূপে চলে এসেছে। পিছনে চলছে রীনা রায় অভিনীত ‘নাগিন’ সিনেমার গান “তেরে ইশ্ক কা মুজ্‌পর হুয়া ইয়ে আসর হ্যায়…”। এমনকি সাপটি নিজের ছায়াকে কামড়েও দেয়!
advertisement
advertisement
advertisement
বিজ্ঞান কী বলছে?
সোজাসাপ্টা বললে, “ইচ্ছাধারী নাগ-নাগিন” বলে বাস্তবে কিছুই নেই। এ ধারণা সম্পূর্ণ মিথ। বিজ্ঞান ও প্রাণিবিদ্যা একে নাকচ করে দিয়েছে। সাপের আচরণ নিয়ে নানা ভুল ধারণার মধ্যে এটিও একটা – যে আয়নায় নাকি আসল রূপ প্রকাশ পায়। এটা নিছক ‘ফোকলোর’ বা কিংবদন্তি, কোনও বৈজ্ঞানিক ভিত্তি নেই।
ভিডিওটা ভাইরাল, মজাও কম হয়নি!
advertisement
ভিডিওটি ইনস্টাগ্রামে @salman\_pathan230 নামক একটি অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছে। এখন পর্যন্ত এর ভিউ ১ কোটি ৬ লক্ষ ছাড়িয়েছে। হাজার হাজার মজার কমেন্টও পড়েছে ভিডিওর নিচে।
advertisement
এক জন লিখেছেন, “আসল রূপে চলে এল মানে, আগে কী রীনা রায়ের মত ঘুরে বেড়াচ্ছিল?”
আর একজন লিখেছেন, “তা হলে আগে ও কী রূপে ছিল?”
তৃতীয় জন লিখেছেন, “এইজন্যই বলে—পড়াশোনা খুব দরকার!”
আরেকজন লিখেছেন, “নাগজির সঙ্গে দেখা করতে যেতে হবে, আমি কেমন দেখাচ্ছি একটু আয়নায় দেখে নিই!”
Snake এমন এক ভিডিওতে দাবি করা হচ্ছে, আয়নায় নিজেকে দেখে সাপ তার আসল রূপে চলে এসেছে।
advertisement
এমন এক ভিডিওতে দাবি করা হচ্ছে, আয়নায় নিজেকে দেখে সাপ তার আসল রূপে চলে এসেছে।
এই ভিডিও যেমন মজাদার, তেমনি বিভ্রান্তিকরও। বাস্তবে সাপ আয়নায় নিজের প্রতিচ্ছবি দেখে বিরক্ত হতে পারে, ভাবতে পারে অন্য সাপ সামনে এসেছে। সেটাই কামড়ানোর চেষ্টা হতে পারে—এর সঙ্গে কোনো “রূপান্তর” বা Snake Facts যুক্ত নেই। আয়নার সামনে সাপ নয়, বরং আমরা যেন নিজেদের প্রতিচ্ছবি দেখে বোঝার চেষ্টা করি—আমরা কতটা কুসংস্কারে ভরসা করি, আর কতটা বিজ্ঞানে?
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
সাপের সামনে আয়না ধরলে কী হয়? ফোঁসফোঁসিয়ে নাগিন নিল 'আসল রূপ'! দেখলে ভিরমি খাবেন
Next Article
advertisement
October Horoscope 2025: রাশিফল অক্টোবর ২০২৫: দেখে নিন এই মাস নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
রাশিফল অক্টোবর ২০২৫: দেখে নিন এই মাস নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
  • রাশিফল অক্টোবর ২০২৫

  • দেখে নিন এই মাস কেমন যাবে আপনার ?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement