মুরগির বাদামি ডিম কি সাদা ডিমের চেয়ে বেশি ভাল? খোলার রঙ আলাদা হয় কেন? না জেনেই ভুল করছেন!
- Published by:Tias Banerjee
Last Updated:
মুরগির সাদা ডিম বনাম বাদামি ডিম: খোসার রঙ কি আদৌ স্বাস্থ্যের উপর প্রভাব ফেলে? সত্যিটা জানলে চমকাবেন।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
পুষ্টিগুণে পার্থক্য আছে কি? USDA (ইউনাইটেড স্টেটস ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার)-এর তথ্য বলছে, সাদা ও বাদামি দুই ধরনের ডিমেই গড়ে প্রায় ৬ গ্রাম প্রোটিন থাকে। এছাড়াও কোলেস্টেরল, ফ্যাট, এবং ভিটামিন B2, B12, D-এর পরিমাণও প্রায় এক। যেটুকু পার্থক্য দেখা যায়, তা আসে মুরগির খাদ্যাভ্যাস ও পরিবেশ থেকে, খোসার রঙ থেকে নয়।
advertisement
advertisement
advertisement
সাদা ডিম বা বাদামি—উভয়ের মধ্যেই প্রায় সমান পুষ্টিগুণ রয়েছে। সঠিক পুষ্টির জন্য খোসার রঙ নয়, খেয়াল রাখুন মুরগির জীবনযাপন, খাদ্য এবং ডিমের মান কেমন ছিল। সুতরাং, বাজারে গিয়ে ডিম কিনতে গিয়ে খোসার রঙ দেখে বিভ্রান্ত হবেন না। বেছে নিন সেই ডিম, যা আপনার স্বাস্থ্য, বাজেট এবং মূল্যবোধের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। কারণ, সুস্থ থাকার চাবিকাঠি খোসার বাইরে নয়—ভেতরে লুকনো।