ভারতের প্রাণ স্বামী বিবেকানন্দ, সবার স্বামীজি

স্বামী বিবেকানন্দ ৷ সংগৃহীত ছবি ৷

স্বামী বিবেকানন্দ ৷ সংগৃহীত ছবি ৷

এ কোনও সাধারণ মানুষের ঘরে ফেরা নয়, ভারতের প্রাণ যেন ভারতেই ফিরে এসেছে

  • Last Updated :
  • Share this:

    #কলকাতা: ভারতের প্রাণ, মূর্ত মানবতা, যুবসম্প্রদায়ের আদর্শ তিনি ৷ একদিকে ভারতের মুখ বিশ্বের দরবারে প্রকাশ করিয়ে ছিলেন তিনিই ৷ যাঁর সম্বন্ধে স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন 'If you want to know about India study Vivekanada.' তিনি আর কেউ নন আমাদের আমাদের বার প্রিয় স্বামীজি ৷ ভারতকে বিশ্বের দরবারে যিনি প্রথম উপস্থাপন করেছিলেন ৷ ভারতের অস্থিত্ব প্রকাশ করেছিলেন তিনিই ভারতের প্রাণ স্বামী বিবেকানন্দ ৷

    আরও পড়ুন : বাবা লোকনাথের মতাদর্শ মেনে চললেই আপনিই হবেন সবার প্রিয়-ভালবাসার মানুষ

    'My dear brother and sister of America.' এই বাক্য আগে আমেরিকাবাসী সম্বন্ধে কেউই ভাই বা বোন বলে তাঁদের কেউই সম্বোধন করেননি ৷ এর অপার টান, ভালবাসার সম্পর্কর বন্ধন ৷ মানুষের প্রতি মানুষের সম্মানের বহিঃপ্রকাশ ৷ বিশ্বের দরবারে ভারতকে তুলে ধরা ৷ শিক্ষা, নারীকল্যাণ, সমাজ সংস্কার বিবেকানন্দ আমাদের চেতনার অন্যতম নাম ৷ তিনিই প্রথম ভারতবাসীকে অজ্ঞতার অন্ধকার থেকে চেতনার আলোয় নিয়ে গিয়েছেন ৷

    আরও পড়ুন : নখে এই রকম চাঁদ চিহ্ন থাকলে সৌভাগ্য আসবে আপনার জীবনে

    শিকাগো বক্তৃতা সেরে ভারতে ফেরারসময়ে গুণীজনেরা বলেছিলেন এ কোনও সাধারণ মানুষের ঘরে ফেরা নয়, ভারতের প্রাণ যেন ভারতেই ফিরে এসেছে ৷ একবার বিদেশ থেকে ফিরেছিলেন যখন তখনই মার্গারেট নোবেলকে সঙ্গে নিয়ে এসেছিলেন ৷ সেই মার্গারেট নোবেলই পরবর্তী সময়ে ভগিনী নিবেদিতা রূপে সমাজ সংস্কার করেছিলেন ৷ নারীশিক্ষা, সমাজের প্রগতি সব কিছুতেই তিনি স্বামীজির দেখানো পথে অগ্রসর হয়েছিলেন ৷ ১২ জানুয়ারি বিবেকানন্দের শুভ জন্মদিন আমরা পালন করি যুব দিবস হিসেবে ৷

    আরও পড়ুন : বাবা লোকনাথের পুজোয় এই উপকরণ রাখলেই সন্তুষ্ট তিনি, আপনি হবেন সুখী

    যুব সম্প্রদায়ের উপর তাঁর এক আলাদা আস্থা ছিল ৷ তিনি দেশের উন্নতি জন্য যুব সমাজকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছিলেন ৷ এক আদর্শ দেশ স্থাপনে তিনি রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন ৷ তিনি এক সর্বজয়ী মানুষ ৷ তাঁর সঙ্গে সব সময়েই ঠাকুর শ্রীশ্রী রামকৃষ্ণ পরমহংসদেব ও সারদা মায়ের আশীর্বাদ রয়েছে ৷ তাই তিনি কি কখনও পিছিয়ে থাকতে পারেন ৷ তিনি আজকের ভারতের যতখানি উন্নতি, অগ্রগতির প্রধান কারিগর ৷ আমাদের প্রাণ, আমাদের চেতনার ফুল ৷

    First published:

    Tags: Character Building, Devotional India, Future setting, Inspiration, Spiritual India