বাবা লোকনাথের পুজোয় এই উপকরণ রাখলেই সন্তুষ্ট তিনি, আপনি হবেন সুখী

Last Updated:

বসিরহাটের চাকলায় জন্মগ্রহণ করেছিলেন লোকনাথ ঘোষাল ৷ দিনের দিনের পর দিন কঠিন তপস্যাই তাঁকে লোকনাথ ব্রহ্মচারী করেছিল

#কলকাতা: বাংলার ঘরে ঘরে বাবা লোকনাথের পুজো কম বেশি হয়েই থাকে ৷ পুরাণে বলা আছে বাবা লোকনাথ স্বয়ং শিবের অবতার ৷ অবতার অর্থাৎ তাঁর মধ্যে ভগাবন শিবের উপস্থিতি সর্বক্ষণ রয়েছে ৷ তিনি অত্যন্ত অল্পতেই সন্তুষ্ট ৷ আসমুদ্র হিমাচল পর্যন্ত যাঁর ব্যাপ্তি ৷ মানুষকে ভালবেসে বলেছেন রণে বনে জলে জঙ্গলে যেখানেই বিপদে পড়িবে আমাকে স্মরণ করিও আমি রক্ষা করিব ৷
এই মন্ত্রই যেন বারংবার বুকের মধ্যে আলাদা করে শক্তির সঞ্চার করে সব ভয় থেকে আমাদের যেন সব সময়েই রক্ষা করে ৷ বসিরহাটের চাকলায় জন্মগ্রহণ করেছিলেন লোকনাথ ঘোষাল ৷ দিনের দিনের পর দিন কঠিন তপস্যাই তাঁকে লোকনাথ ব্রহ্মচারী  করেছিল ৷ বাবার ভক্তদেরকে সব সময়ে সৎ পথে চলার পরামর্শ দিয়েছিলেন ৷ জন্মের প্রকৃত অর্থ সবাইকে বুঝিয়েছিলেন ৷ কিছু একটা করে যাওয়ার মুখের ভাষা সব সময়েই যেন মিষ্টি হয় ৷ সেই জন্যই ভক্তদের তিনি মিছরি খেতে দিতেন ৷
advertisement
advertisement
বাবা লোকনাথের পুজোর জন্য কোনও আড়ম্বর লাগেনা ৷ তিনি অত্যন্ত অল্পেই সন্তুষ্ট তাঁর পুজোয় শুধুমাত্র ফুল, ধূপ, চন্দন ও অবশ্যই আমৃত্তি ও মিছরি ৷ বাবা লোকনাথ আমৃত্তি ও মিছরি খুব ভালবাসেন ৷ তাই বাবা লোকনাথের পুজো করুন আমৃত্তি ও মিছরি সহযোগে আপনি ফল পাবেনই পাবেন ৷ পূরণ হবে মনের সব আশা আকাঙ্খা ৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
বাবা লোকনাথের পুজোয় এই উপকরণ রাখলেই সন্তুষ্ট তিনি, আপনি হবেন সুখী
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement