বাবা লোকনাথের পুজোয় এই উপকরণ রাখলেই সন্তুষ্ট তিনি, আপনি হবেন সুখী

Last Updated:

বসিরহাটের চাকলায় জন্মগ্রহণ করেছিলেন লোকনাথ ঘোষাল ৷ দিনের দিনের পর দিন কঠিন তপস্যাই তাঁকে লোকনাথ ব্রহ্মচারী করেছিল

#কলকাতা: বাংলার ঘরে ঘরে বাবা লোকনাথের পুজো কম বেশি হয়েই থাকে ৷ পুরাণে বলা আছে বাবা লোকনাথ স্বয়ং শিবের অবতার ৷ অবতার অর্থাৎ তাঁর মধ্যে ভগাবন শিবের উপস্থিতি সর্বক্ষণ রয়েছে ৷ তিনি অত্যন্ত অল্পতেই সন্তুষ্ট ৷ আসমুদ্র হিমাচল পর্যন্ত যাঁর ব্যাপ্তি ৷ মানুষকে ভালবেসে বলেছেন রণে বনে জলে জঙ্গলে যেখানেই বিপদে পড়িবে আমাকে স্মরণ করিও আমি রক্ষা করিব ৷
এই মন্ত্রই যেন বারংবার বুকের মধ্যে আলাদা করে শক্তির সঞ্চার করে সব ভয় থেকে আমাদের যেন সব সময়েই রক্ষা করে ৷ বসিরহাটের চাকলায় জন্মগ্রহণ করেছিলেন লোকনাথ ঘোষাল ৷ দিনের দিনের পর দিন কঠিন তপস্যাই তাঁকে লোকনাথ ব্রহ্মচারী  করেছিল ৷ বাবার ভক্তদেরকে সব সময়ে সৎ পথে চলার পরামর্শ দিয়েছিলেন ৷ জন্মের প্রকৃত অর্থ সবাইকে বুঝিয়েছিলেন ৷ কিছু একটা করে যাওয়ার মুখের ভাষা সব সময়েই যেন মিষ্টি হয় ৷ সেই জন্যই ভক্তদের তিনি মিছরি খেতে দিতেন ৷
advertisement
advertisement
বাবা লোকনাথের পুজোর জন্য কোনও আড়ম্বর লাগেনা ৷ তিনি অত্যন্ত অল্পেই সন্তুষ্ট তাঁর পুজোয় শুধুমাত্র ফুল, ধূপ, চন্দন ও অবশ্যই আমৃত্তি ও মিছরি ৷ বাবা লোকনাথ আমৃত্তি ও মিছরি খুব ভালবাসেন ৷ তাই বাবা লোকনাথের পুজো করুন আমৃত্তি ও মিছরি সহযোগে আপনি ফল পাবেনই পাবেন ৷ পূরণ হবে মনের সব আশা আকাঙ্খা ৷
advertisement
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
বাবা লোকনাথের পুজোয় এই উপকরণ রাখলেই সন্তুষ্ট তিনি, আপনি হবেন সুখী
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement