Viral Wedding Video: ছাদনাতলায় কনেকে দেখেই বেসামাল বর! এমন কাজ করে বসলেন... দুর্বার গতিতে ভাইরাল!

Last Updated:

Viral Wedding Video: নৃত্যরত কনেকে দেখে বর এমন কিছু করে বসেন, যা দেখে সেখানে উপস্থিত আত্মীয়দের মনোযোগ চলে যায় তাঁর দিকে। কী করে ফেলেন বর? দেখুন ভাইরাল ভিডিও

ছাদনাতলায় বরের কীর্তি দেখে তাজ্জব সবাই!
ছাদনাতলায় বরের কীর্তি দেখে তাজ্জব সবাই!
#কলকাতা: চলছে বিয়ের মরশুম। সোশ্যাল মাধ্যমে আজকাল প্রায়ই বর-কনের (Bride Groom Video) মজাদার সব ছবি ও ভিডিও ভাইরাল হয়ে যাচ্ছে প্রায়শই। নেটিজেনরাও এইসব ভিডিও (Viral Wedding Video) খুব উপভোগ করেন। এগুলির মধ্যে অনেক ভিডিও দেখতে এতটাই অসাধারণ, যেগুলো দেখার পর তা শেয়ার করার ধুম পরে যায় নেটিজেনদের মধ্যে। কিছু ভিডিওতে (Viral Video) বর ও কনের মধ্যে ভালো রসায়ন চোখে পরে। আবার কোথায় দেখা যায় তাঁদের মেগা পরিকল্পনা।
advertisement
ভাইরাল এই ভিডিওটিও (Viral Wedding Video) বিয়ের। ভিডিওটি বরমালার আগের মুহূর্তের বিয়ের ছবি। এ সময় কনেকে মঞ্চে প্রবেশ করানো হচ্ছে। এই ভিডিওর (Viral Video) সবচেয়ে বিশেষ বিষয় হল পায়ে হেঁটে নয়, ভাইদের সঙ্গেও নয়, এই বিয়েতে কনে (Bride Groom Video) নাচতে নাচতে মঞ্চে প্রবেশ করেন। সেই সময় বরকে মঞ্চে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। নৃত্যরত কনেকে দেখে বর এমন কিছু করে বসেন, যা দেখে সেখানে উপস্থিত আত্মীয়দের মনোযোগ চলে যায় বরের দিকে।
advertisement
advertisement
ভিডিওতে (Viral Video) প্রথম দেখা যায় বরকে। ক্যামেরায় দেখা যায় কনের প্রবেশের সঙ্গে সঙ্গে বর তার কনেকে দেখে মুগ্ধ হয়ে যান। উত্তেজনায় এক হাতের দুই আঙুল মুখে ঢুকিয়ে জোরে শিস দিয়ে ওঠেন তিনি। রোড রেইডারদের এমন বাঁশি বাজাতে দেখেছেন অনেকেই। বর তার কনের নাচ দেখে উত্তেজনায় শিস দিয়ে ওঠেন। তাঁর এই আবেগে ভেসে যাওয়া দেখে বোঝাই যায় তিনি হবু স্ত্রীকে দেখে বোল্ড আউট হয়ে গিয়েছেন কয়েক মুহূর্তেই।
advertisement
ভিডিওতে (Viral Wedding Video) এর পরে দৃশ্যটি কনের। সেই দৃশ্যে কনেকে তাঁর বন্ধুদের সাথে দুর্দান্ত নাচ করতে দেখা যায়। এর পরে, বরও তার কনের কাছে পৌঁছে যান এবং কনের (Bride Groom Video) হাত ধরে নাচতে শুরু করে দেন তিনিও। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হচ্ছে। ভিডিওটিকে নেটিজেনরা প্রচুর লাইক ও শেয়ারও করছেন। এই যুগলের রসায়নকে নেটদুনিয়ার মানুষ ভীষণভাবে পছন্দ করেছে বলেই মনে হচ্ছে তাঁদের মজাদার সব কমেন্ট দেখে।
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral Wedding Video: ছাদনাতলায় কনেকে দেখেই বেসামাল বর! এমন কাজ করে বসলেন... দুর্বার গতিতে ভাইরাল!
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement