এই গতিময় জীবনে কোনও কিছুই চিরস্থায়ী হয় না। হয় না প্রেম ভালোবাসাও। তাই সম্পর্ক গড়তে ও ভাঙতে এখন তেমন সময় লাগে না। সব বয়সের মানুষকে সম্পর্ক (Relationship) নিয়ে সমস্যায় পড়তে হয়। মানুষের এসব সমস্যা এতটাই বেড়ে গিয়েছে যে এগুলো সমাধানের এগুলো সমাধানের (Divorce And Remarriage) জন্য তৃতীয় ব্যক্তিরও প্রয়োজন পড়ে মাঝে মাঝে। প্রতীকী ছবি।
বর্তমানে এমন অনেকগুলি পোর্টাল রয়েছে যেখানে কেউ তাঁর ব্যক্তিগত সম্পর্ক নিয়ে নিজেদের ভাবনা শেয়ার করতে পারেন। সম্প্রতি এমনই একটি সাইটে এক মহিলাও তাঁর সম্পর্ক নিয়ে তাঁর অভিজ্ঞতা শেয়ার করেছেন। মহিলাটি জানিয়েছেন, তিনি ডিভোর্সি (Divorced)। একজন পুরুষকে ভালোবাসেন (Relationship)। কিন্তু সমস্যা হয়ে দাঁড়িয়েছে তাঁর বছর ১৬র ছেলে। প্রতীকী ছবি।
মহিলা আরও বলেন, 'আমার বিবাহ বিচ্ছেদের (Divorce) পর ৩ বছর কেটে গেছে। এখন আমি একজনকে ভালোবাসি (Relationship)। তিনিও আমার বাচ্চাদের সঙ্গে খুব ভালো ব্যবহার করেন। তাঁর বয়স ৪৪ বছর। আমার মেয়ে তাঁকে অনেক পছন্দ করে। কিন্তু ছেলে সহ্যই করতে পারে না। প্রায়ই আমার ছেলে আমার প্রেমিককে বলে, 'আপনি আমার বাবা নন এবং আমি আপনার কথা শুনতে চাই না।' প্রতীকী ছবি।