Name Astrology: আপনার নামের আদ্যক্ষর কি এই ছয়টির একটি? তাহলে আপনি বিরল গুণের অধিকারী! জানুন কেন...
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Name Astrology: ‘নেম অ্যাস্ট্রোলজি’ পদ্ধতির মাধ্যমে জেনে নেওয়া যায় অনাগত সৌভাগ্য। সতর্ক থাকা যায় অনভিপ্রেত আসন্ন মুহূর্তের জন্যেও।
আপনার আগামী দিন কেমন কাটবে? জীবনে কি আসতে চলেছে কোনও নতুন মোড়? বর্তমান জীবনে দাঁড়িয়ে এইসব প্রশ্নের উত্তর জেনে নিতে সকলেই কমবেশি আগ্রহী এবং উৎসাহী। বিশেষ করে জীবনসঙ্গী অথবা জীবনসঙ্গিনী পাওয়ার ক্ষেত্রে এই কৌতূহলটা প্রবল থাকে। তবে চিন্তা নেই এর জন্যে আলাদা করে জ্যোতিষীর কাছে যেতে হবে না। বাড়ি বসে নিজেই জেনে (Name Astrology) নিতে পারেন জীবনসঙ্গী অথবা জীবনসঙ্গিনীর বিষয়ে।
advertisement
‘নেম অ্যাস্ট্রোলজি’ (Name Astrology) পদ্ধতির মাধ্যমে এইভাবে জেনে নেওয়া যায় অনাগত সৌভাগ্য। সতর্ক থাকা যায় অনভিপ্রেত আসন্ন মুহূর্তের জন্যেও। 'নেম অ্যাস্ট্রোলজি'-বলছে , N থেকে S অক্ষরের কোনও একটি দিয়ে যদি আপনার নাম শুরু হয় তাহলে আপনি অন্যদের তুলনায় অনেক আলাদা। বিরল গুণের অধিকারী আপনি। জেনে নিন কী সেই বৈশিষ্ঠ্য যা আপনাকে আলাদা করে সবার থেকে।
advertisement
N- আপনার নামের ইংরাজি (Name Astrology) বানানের প্রথম অক্ষর যদি N হয়ে থাকে, তা হলে আপনি কিন্তু ব্যাতিক্রমী ভাবনার মানুষ। আপনার চিন্তাগুলি সবসময় ব্যাতিক্রমী, সৃজনশীল ও মৌলিক। আবার মতামতের দিক থেকে আপনি এক প্রবল ইচ্ছাশক্তি সম্পন্ন মানূষ। জীবনযাপনে আপনি নিয়মানুবর্তী (Zodiac Astrology)। তাই আপনার দৈনন্দিন অভিজ্ঞতাগুলিকে আপনি ডায়েরির আকারে লিপিবদ্ধ করে রাখেন। আপনার পক্ষে প্রেমে জড়িয়ে পড়া এমন কিছু বিচিত্র নয়।
advertisement
O- আপনার (Name Astrology) আধ্যাত্ম বিশ্বাস আপনার ইচ্ছাশক্তির মতোই শক্তিশালী। আপনি বিশ্বাস করেন সবকিছুরই একটা সীমাবদ্ধতা, নিয়ম, শৃঙ্খলা থাকা উচিত। আপনি ভাল ভাবে জানেন, নৈতিকতার সব থেকে উচ্চতম স্থানটি কোনটি। আপনি মনের দিক থেকে তা পেতে ভীষণ ভাবে আগ্রহী। আপনি বিশেষ স্পর্শকাতর মানসিকতার মানুষ এবং সব কিছুকে খুব গভীর ভাবে পর্যবেক্ষণ করে থাকেন। ঈর্ষা আপনার চেতনার পক্ষে বিশেষ এক সমস্যা হতে পারে। আপনাকে খুব সতর্ক থাকতে হবে যাতে সন্দেহবাতিক ভাবধারা আপনাকে গ্রাস করতে না পারে।
advertisement
P- প্রথম দেখাতেই লোকেরা আপনাকে দেখে প্রভাবিত হয়ে যায়। কিন্তু আপনি একটা দূরত্ব বজায় রেখে চলতে চান। আপনি খুব বুদ্ধিমান/বুদ্ধিমতি এবং সব ব্যাপারেই একটা বস্তুগত ধারণা আছে। আপনি কিন্তু কান পাতলা স্বভাবের মানুষ (Name Astrology)। তাই আপনাকে সব অবস্থাতেই সংযত থাকতে হবে যাতে আপনি চরম ভাবে উত্তেজিত না হয়ে পড়েন। আপনি যতই উদার হতে পারবেন ততই আপনার পক্ষে ভাল।
advertisement
Q- আপনার ইংরাজি নামের (Name Astrology) বানানের প্রথম অক্ষর যদি Q হয়, তা হলে আপনাকে বলা যেতে পারে আপনি একজন টাকা টানার চুম্বক বা মানি ম্যাগনেট (Zodiac Astrology)। কিন্তু আপনার অস্থিরতা আপনাকে আর্থিক পতনের দিকে নিয়ে যেতে পারে। আপনি জন্ম থেকেই নেতৃত্ব দানের ও অন্যকে ব্যাক্তিগত ভাবে প্রভাবিত করতে পারেন। অথচ আপনাকে প্রভাবিত করা বেশ কঠিন। লোকেরা আপনাকে নিয়ে প্রায়ই মশকরা করে থাকে কারণ তাদের কাছে আপনি কিছুটা রহস্যময় চরিত্রের। আপনিই পারেন আপনার মনের কথা জানাতে আর তা করা উচিত খুব খোলামেলা ভাবে।
advertisement
R- আপনি জন্মগত ভাবে (Zodiac Astrology) সব কিছুকে খুব গভীর ভাবে অনুভব করে থাকেন। আর আপনার আচরনে তা বাইরে প্রকাশ হয়ে পড়ে। কাজ করতে গেলে আপনি সুন্দর ‘ওয়ার্ক এথিকস’ অনুসরণ করে থাকেন এবং যে কোনও কাজ আপনি খুব আগ্রহ ও এনার্জি প্রয়োগ করে সম্পন্ন করে থাকেন। তবে আপনি যা করবেন তা ব্যালেন্স রক্ষা করে করবেন কারণ অন্যরা আপনার প্রাণশক্তির অনেকটাই তাদের দিকে টেনে নেবে। আপনি দয়ালু হৃদয়ের মানুষ।
advertisement
S- আপনার ব্যক্তিত্বের মধ্যে রয়েছে ভীষণ আকর্ষণীয় শক্তি। আপনার উষ্ণ হৃদয়বোধ ও বিনীত ভাব থাকার জন্য আপনি সবাইকে গভীরে টেনে নেন। যার ফলে অন্যদের মধ্যে এক ধরনের নাটকীয় প্রতিক্রিয়া হয়ে থাকে। আপনি প্রতিটি সিদ্ধান্ত সাবধানে বিবেচনা করে নেন। আর আপনার সচেতন হওয়ার প্র্য়োজনও রয়েছে কারণ আপনার ভাবাবেগ সব সময় এক মাত্রায় থাকে না।