Viral: সাত-সাতটা বিয়ের পরই খোলসা হল কনের আসল পরিচয়! Bollywood সিনেমাকেও হার মানাবে এই 'প্লট'...

Last Updated:
Viral: যে কোনও হিন্দি সিনেমার চিত্রনাট্যকেও হার মানাবে এই গল্প। ইনি সাত-সাতবার বিয়ের পিঁড়িতে বসেছেন। তারপর আনন্দে গদগদ নতুন বরকে লুটে বেপাত্তা হয়ে গিয়েছেন বেমালুম।
1/6
 যে কোনও হিন্দি সিনেমার চিত্রনাট্যকেও হার মানাবে এই গল্প। ইনি সাত-সাতবার বিয়ের পিঁড়িতে বসেছেন। তারপর আনন্দে গদগদ নতুন বরকে লুটে বেপাত্তা হয়ে গিয়েছেন বেমালুম। শুনতে ফিল্মের গল্প মনে হলেও। এমনটাই ঘটেছে বাস্তবে। কিন্তু ওই যে কথায় আছে, 'বার বার ঘুঘু তুমি খেয়ে যাও ধান'? শেষমেশ কিন্তু বমাল পুলিশের ফাঁদে ধরা পড়লেন সেই ডাকাতে বউ। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের জব্বলপুরে।
 যে কোনও হিন্দি সিনেমার চিত্রনাট্যকেও হার মানাবে এই গল্প। ইনি সাত-সাতবার বিয়ের পিঁড়িতে বসেছেন। তারপর আনন্দে গদগদ নতুন বরকে লুটে বেপাত্তা হয়ে গিয়েছেন বেমালুম। শুনতে ফিল্মের গল্প মনে হলেও। এমনটাই ঘটেছে বাস্তবে। কিন্তু ওই যে কথায় আছে, 'বার বার ঘুঘু তুমি খেয়ে যাও ধান'? শেষমেশ কিন্তু বমাল পুলিশের ফাঁদে ধরা পড়লেন সেই ডাকাতে বউ। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের জব্বলপুরে।
advertisement
2/6
বছর ২৮ এর উর্মিলা আহারিবারকে দেখলে আর পাঁচজন সাধারণ মেয়ের থেকে বিশেষ কিছু তফাত বোঝার উপায় নেই। বছর আটেক আগে অজয় নামের একজনের সঙ্গে বিয়ে হয় তাঁর। কিন্তু বিয়ের মাত্র কয়েকদিনের মধ্যেই বিধবা হন উর্মিলা। ফেরেন বাবা মায়ের কাছে। সেখানে সেলাইমেশিন চালিয়েই চালাতেন নিজের খরচা। এইভাবে চলতে চলতেই একদিন হঠাৎ বদলে যায় উর্মিলার জীবন।
বছর ২৮ এর উর্মিলা আহারিবারকে দেখলে আর পাঁচজন সাধারণ মেয়ের থেকে বিশেষ কিছু তফাত বোঝার উপায় নেই। বছর আটেক আগে অজয় নামের একজনের সঙ্গে বিয়ে হয় তাঁর। কিন্তু বিয়ের মাত্র কয়েকদিনের মধ্যেই বিধবা হন উর্মিলা। ফেরেন বাবা মায়ের কাছে। সেখানে সেলাইমেশিন চালিয়েই চালাতেন নিজের খরচা। এইভাবে চলতে চলতেই একদিন হঠাৎ বদলে যায় উর্মিলার জীবন।
advertisement
3/6
উর্মিলার আলাপ হয় ভাগচন্দ নামের এক যুবকের সঙ্গে। এরপর একে একে যোগ দেন অর্চনা বর্মন, শ্যাম, অমর সিং প্যাটেল। প্রত্যেকেরই প্রয়োজন ছিল একটা জিনিসের। তা হল টাকা। তাই শুরু হয় ডাকাত দল গড়ে তোলার পরিকল্পনা। উর্মিলাকেই হাতিয়ার করা হয় এই প্ল্যানে।
উর্মিলার আলাপ হয় ভাগচন্দ নামের এক যুবকের সঙ্গে। এরপর একে একে যোগ দেন অর্চনা বর্মন, শ্যাম, অমর সিং প্যাটেল। প্রত্যেকেরই প্রয়োজন ছিল একটা জিনিসের। তা হল টাকা। তাই শুরু হয় ডাকাত দল গড়ে তোলার পরিকল্পনা। উর্মিলাকেই হাতিয়ার করা হয় এই প্ল্যানে।
advertisement
4/6
বেশি বয়সের অবিবাহিত পুরুষদের চিহ্নিত করতে শুরু করে দলটি। তারপর উর্মিলাকে পাত্রী এবং বাকিদের পাত্রীর আত্মীয় সাজিয়ে হাজির করা হয় সেই পাত্রের বাড়িতে। ধুমধাম করে হয় বিয়ে। এরপরই সুযোগ বুঝে টাকা পয়সা নিয়ে চম্পট দেন বউ অর্থাৎ উর্মিলা। এভাবেই চলছিল ব্যাপারটি।
বেশি বয়সের অবিবাহিত পুরুষদের চিহ্নিত করতে শুরু করে দলটি। তারপর উর্মিলাকে পাত্রী এবং বাকিদের পাত্রীর আত্মীয় সাজিয়ে হাজির করা হয় সেই পাত্রের বাড়িতে। ধুমধাম করে হয় বিয়ে। এরপরই সুযোগ বুঝে টাকা পয়সা নিয়ে চম্পট দেন বউ অর্থাৎ উর্মিলা। এভাবেই চলছিল ব্যাপারটি।
advertisement
5/6
প্রথমে রাজস্থানের এক ব্যক্তিকে বিয়ে করে বিয়ের ৪ মাস পর ২০ হাজার টাকা এবং গয়না নিয়ে ভাগেন উর্মিলা। এরপর মধ্যপ্রদেশের সাগরে দ্বিতীয় বিয়ে করে ১৫ দিনের মধ্যে ২২ হাজার টাকা এবং গয়না, দমেহতে তৃতীয় বিয়ে করে ১৭ হাজার টাকা নিয়ে গা ঢাকা দেন তিনি। চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ বিয়ে সারেন যথাক্রমে রাজস্থানের রাজাখেড়া, ধৌলপুর এবং জয়পুরে।
প্রথমে রাজস্থানের এক ব্যক্তিকে বিয়ে করে বিয়ের ৪ মাস পর ২০ হাজার টাকা এবং গয়না নিয়ে ভাগেন উর্মিলা। এরপর মধ্যপ্রদেশের সাগরে দ্বিতীয় বিয়ে করে ১৫ দিনের মধ্যে ২২ হাজার টাকা এবং গয়না, দমেহতে তৃতীয় বিয়ে করে ১৭ হাজার টাকা নিয়ে গা ঢাকা দেন তিনি। চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ বিয়ে সারেন যথাক্রমে রাজস্থানের রাজাখেড়া, ধৌলপুর এবং জয়পুরে।
advertisement
6/6
সব ঠিক ঠাক চললেও বিপদ ঘটল সপ্তম বিয়েতে। গত ২ ফেব্রুয়ারি জব্বলপুরের ৪১ বছর বয়সি দশরথকে বিয়ে করতে গিয়েই ফাঁদে পড়েন উর্মিলা। বিয়ের কিছু মিনিটের মধ্যেই টাকা এবং গয়না নিয়ে পালান তিনি। কিন্তু পুলিশের হাতে ধরা পড়ে যান সঙ্গী অর্চনা। তাঁর দেওয়া তথ্যের সূত্রেই গোটা ডাকাত দলকে নিজেদের জালে নিতে সক্ষম হয় পুলিশ। তাই সাত বিয়ের পর এখন শ্রীঘরেই ডাকাত বউ 'উর্মিলা'।
সব ঠিক ঠাক চললেও বিপদ ঘটল সপ্তম বিয়েতে। গত ২ ফেব্রুয়ারি জব্বলপুরের ৪১ বছর বয়সি দশরথকে বিয়ে করতে গিয়েই ফাঁদে পড়েন উর্মিলা। বিয়ের কিছু মিনিটের মধ্যেই টাকা এবং গয়না নিয়ে পালান তিনি। কিন্তু পুলিশের হাতে ধরা পড়ে যান সঙ্গী অর্চনা। তাঁর দেওয়া তথ্যের সূত্রেই গোটা ডাকাত দলকে নিজেদের জালে নিতে সক্ষম হয় পুলিশ। তাই সাত বিয়ের পর এখন শ্রীঘরেই ডাকাত বউ 'উর্মিলা'।
advertisement
advertisement
advertisement