Viral: 'সমুদ্রতীরে 'রাক্ষস'...? ক্রমশ এগিয়ে আসছে ওটা কী? ভিডিও শেয়ার হতেই কাঁপছে নেটপাড়া
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Viral Video: এ কী দৃশ্য! সোশ্যাল মিডিয়ায় এক মহিলার শেয়ার করা ভিডিও দেখে চোখ কপালে উঠল নেটিজেনদের।
ভাইরাল ভিডিও: এ কী দৃশ্য! সোশ্যাল মিডিয়ায় এক মহিলার শেয়ার করা ভিডিও দেখে চোখ কপালে উঠল নেটিজেনদের। ভিডিওতে দেখা যায়, সমুদ্রের তীরে দানবের মতো আকৃতির কিছু একটা বিপজ্জনক প্রাণী ক্রমশ এগিয়ে আসছে।
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার হতেই দ্রুত ভাইরাল হয়ে যায় এই ভিডিও। এই ভিডিওটি মানুষকে এতটাই আতঙ্কিত করেছে যে সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা এটিকে ‘রাক্ষস’ বলতেও দ্বিধা করেননি। আসলে ভিডিওটির আসল সত্যতা ছিল অন্য কিছু এবং নেটিজেনরা তা না বোঝার জন্যই ব্যাপকভাবে সাড়া ফেলে দেয় ভিডিওটি।
advertisement
উল্লেখ্য, পানামার বাসিন্দা ৩২ বছর বয়সি ব্রেন্ডা গঞ্জালেজ একদিন সমুদ্রতটে জলের পাশ দিয়ে বিচ বরাবর হাঁটছিলেন। আচমকা তিনি তার ডান দিকে অদ্ভুত কিছু দেখতে পান। তৎক্ষণাৎ ছবি তুলে নেন ব্রেন্ডা। এরপরে ওই দানবীয় দর্শন প্রাণীটির ভিডিও তৈরি করার পর, তিনি সেই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন। মুহূর্তের মধ্যে ভিডিওটি ২৬.৪ মিলিয়ন বার দেখা হয়। আর ঝড়ের গতিতে ভাইরাল হয়ে যায়।
advertisement
বস্তুত এই ভিডিওতে একটি কালো রঙের বস্তু দেখা যায়। লোকে একে বালির উপর শুয়ে থাকা দানবীয় প্রাণী মনে করে আতঙ্কিত হয়ে পড়লেও ব্রিন্দা এই ভিডিওর মাধ্যমে মানুষের মধ্যে ছড়িয়ে পড়তে থাকা ভূল ধারণাটিও উপভোগ করছিলেন।
advertisement
আসলে, ভিডিওতে যাকে দানবের মতো দেখাচ্ছিল সে আসলে দানব ছিল না। ছিল একটি চার বছর বয়সি কুকুর। জানা যায় কুকুরটির নাম লোলিতা। পানামার বাসিন্দা ব্রেন্ডা বলেন, ‘লোলিতা খুবই বুদ্ধিমান কুকুর। তিনি অনেক কৌশল জানেন এবং ভাল আচরণ করেন৷ ব্রেন্ডা বলেন, “প্রাথমিকভাবে ব্রেন্ডা এটিকে একটি মজার ভিডিও হিসেবেই শেয়ার করেন। কিন্তু নেটিজেনরা এটি দেখে ভয় পেতে শুরু করলে তিনিও মজা পেয়ে যান। ব্রেন্ডার কথায়, ‘আমি আমার কুকুরটিকে জলে ভিজতে দেখেছি, কিন্তু এক বন্ধু সেই ছবি দেখে বলেন যে এটি একটি বিপজ্জনক প্রাণীর মতো দেখাচ্ছে।’
advertisement
ভিডিওটি টিকটকে শেয়ার করার সঙ্গে সঙ্গেই ভাইরাল হয়ে যায়:
ব্রেন্ডা এই ভিডিওটি তাঁর টিকটকে শেয়ার করেন। এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ব্রেন্ডার ১৩,২০০ ফলোয়ার রয়েছে। তিনি তার কুকুরের ছুটে যাওয়ার একটি পিছন থেকে ভিডিও তৈরি করে প্রকাশ করেন সোশ্যাল মাধ্যমে।
advertisement
ব্রেন্ডার শেয়ার করা ভিডিওটিতে ৩৫ হাজারের বেশি কমেন্ট এসেছে। এক ব্যবহারকারী ভিডিওটি দেখে বলেন, ‘এই দৃশ্য দেখে আমার হৃদস্পন্দন শুরু হয়েছে।’ অপর একজন ব্যবহারকারী বলেন, ‘এটা দেখার পরে আমার ঘুম আসছে না।’
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
August 06, 2023 5:49 PM IST
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral: 'সমুদ্রতীরে 'রাক্ষস'...? ক্রমশ এগিয়ে আসছে ওটা কী? ভিডিও শেয়ার হতেই কাঁপছে নেটপাড়া

