Big Hilsa Fish: জালে উঠল ৩ কেজির বিরাট ইলিশ! দাম উঠল কত? শুনলেই চক্ষুছানাবড়া

Last Updated:
Big Hilsa Fish: ইলিশ উপচে পড়ছে বাংলার বাজারে। পাতে পাতে তাই ইলিশ আর ইলিশ। টন টন ইলিশ ঢুকছে কলকাতা-ঢাকার বাজারেও। আর তাতেই দিলখুশ দুই বাংলার বাঙালির।
1/8
ইলিশ উপচে পড়ছে বাংলার বাজারে। পাতে পাতে তাই ইলিশ আর ইলিশ। টন টন ইলিশ ঢুকছে কলকাতা-ঢাকার বাজারেও। আর তাতেই দিলখুশ দুই বাংলার বাঙালির। তবে বাজারে যা ইলিশ মাছ পাওয়া যাচ্ছে সবই এক থেকে দেড় বা বড়জোর দু-কিলোর ইলিশ। প্রতীকী ছবি 
ইলিশ উপচে পড়ছে বাংলার বাজারে। পাতে পাতে তাই ইলিশ আর ইলিশ। টন টন ইলিশ ঢুকছে কলকাতা-ঢাকার বাজারেও। আর তাতেই দিলখুশ দুই বাংলার বাঙালির। তবে বাজারে যা ইলিশ মাছ পাওয়া যাচ্ছে সবই এক থেকে দেড় বা বড়জোর দু-কিলোর ইলিশ। প্রতীকী ছবি 
advertisement
2/8
এবার জালে উঠল ৩ কেজির বিশালাকার ইলিশ মাছ। বাংলাদেশের মেঘনা নদীতে পাওয়া গেল বিশালাকার মাছটি।  প্রতীকী ছবি
এবার জালে উঠল ৩ কেজির বিশালাকার ইলিশ মাছ। বাংলাদেশের মেঘনা নদীতে পাওয়া গেল বিশালাকার মাছটি।  প্রতীকী ছবি
advertisement
3/8
বাংলাদেশের সংবাদ সংস্থা সূত্রে জানা গিয়েছে, ভোলার মনপুরায় মেঘনা নদীতে ধরা পড়েছে ৩ কেজি ওজনের রাজা ইলিশ। প্রতীকী ছবি 
বাংলাদেশের সংবাদ সংস্থা সূত্রে জানা গিয়েছে, ভোলার মনপুরায় মেঘনা নদীতে ধরা পড়েছে ৩ কেজি ওজনের রাজা ইলিশ। প্রতীকী ছবি 
advertisement
4/8
শুক্রবার দুপুরে মনপুরার মেঘনা নদীতে স্থানীয় এক মৎস্যজীবী আলমগীর মাঝির জালে ইলিশটি ধরা পড়ে। মাছটি বিক্রি হয়েছে ১৩ হাজার ৩০০ টাকায়। প্রতীকী ছবি 
শুক্রবার দুপুরে মনপুরার মেঘনা নদীতে স্থানীয় এক মৎস্যজীবী আলমগীর মাঝির জালে ইলিশটি ধরা পড়ে। মাছটি বিক্রি হয়েছে ১৩ হাজার ৩০০ টাকায়। প্রতীকী ছবি 
advertisement
5/8
আলমগীর মাঝি জানান, শুক্রবার দুপুরে জাল টানার পর অন্য ইলিশের সঙ্গে ৩ কেজি ওজনের ইলিশটিও ধরা পড়ে। ইলিশটি বিক্রির জন্য রামনেওয়াজ ঘাটে আনার পর আড়তে নিলাম হয়। প্রতীকী ছবি 
আলমগীর মাঝি জানান, শুক্রবার দুপুরে জাল টানার পর অন্য ইলিশের সঙ্গে ৩ কেজি ওজনের ইলিশটিও ধরা পড়ে। ইলিশটি বিক্রির জন্য রামনেওয়াজ ঘাটে আনার পর আড়তে নিলাম হয়। প্রতীকী ছবি 
advertisement
6/8
নিলামের মাধ্যমে ১৩ হাজার ৩০০ টাকা দাম ওঠে। উপজেলা সিপিপির টিম লিডার এরফান উল্লা চৌধুরী অনি মাছটি কিনে নেন। প্রতীকী ছবি 
নিলামের মাধ্যমে ১৩ হাজার ৩০০ টাকা দাম ওঠে। উপজেলা সিপিপির টিম লিডার এরফান উল্লা চৌধুরী অনি মাছটি কিনে নেন। প্রতীকী ছবি 
advertisement
7/8
এ বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা ভিক্টর বাইন জানান, এমনিতে মেঘনায় ইলিশের আকাল। বৃষ্টি পড়তে শুরু করলে এ রকম আরও রাজা ইলিশ-সহ বড় সাইজের ইলিশ জেলেদের জালে ধরা পড়বে। প্রতীকী ছবি
এ বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা ভিক্টর বাইন জানান, এমনিতে মেঘনায় ইলিশের আকাল। বৃষ্টি পড়তে শুরু করলে এ রকম আরও রাজা ইলিশ-সহ বড় সাইজের ইলিশ জেলেদের জালে ধরা পড়বে। প্রতীকী ছবি
advertisement
8/8
স্থানীয় রামনেওয়াজ মাছ ঘাটে বিশাল আকৃতির ইলিশটি বিক্রির জন্য আনার পর সেটিকে একটু চোখের দেখা দেখার জন্য উৎসুক জনতা ভিড় করে আসেন মাছের বাজারে। প্রতীকী ছবি 
স্থানীয় রামনেওয়াজ মাছ ঘাটে বিশাল আকৃতির ইলিশটি বিক্রির জন্য আনার পর সেটিকে একটু চোখের দেখা দেখার জন্য উৎসুক জনতা ভিড় করে আসেন মাছের বাজারে। প্রতীকী ছবি 
advertisement
advertisement
advertisement