Indian Railways: দেশজুড়ে ৫০৮ ট্রেন স্টেশনের সংস্কারের সূচনা মোদির, 'Amrit Bharat'-এর ছোঁয়ায় বাংলার ৩৭স্টেশন! কোন কোনটি আছে তালিকায়? দেখুন
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
- Written by:Arpita Hazra
Last Updated:
Indian Railways: ২৭ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে মোট ৫০৮ স্টেশনের পুনঃবিকাশ করা হবে এই অমৃত ভারত স্কিমের আওতায়। যার মধ্যে পশ্চিমবঙ্গের ৩৭ স্টেশন করা হবে উন্নীত।
কলকাতা: আজ গোটা দেশে ৫০৮ রেলওয়ে স্টেশনের পুনঃউন্নয়নের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অমৃত ভারত স্টেশন প্রকল্পের অধীনে ২৪,৪৭০ কোটি টাকারও বেশি খরচে স্টেশনগুলি পুনঃবিকাশ করা হবে।
২৭ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে মোট ৫০৮ স্টেশনের পুনঃবিকাশ করা হবে এই অমৃত ভারত স্কিমের আওতায়। যার মধ্যে পশ্চিমবঙ্গের ৩৭ স্টেশন করা হবে উন্নীত।
advertisement
পশ্চিমবঙ্গের ৩৭টি স্টেশনের মধ্যে রয়েছে ব্যারাকপুর স্টেশনের নাম। এছাড়াও তালিকায় পূর্ব রেলের ২৮টি স্টেশন রয়েছে যার মধ্যে শিয়ালদহ মেন লাইনে সাতটি স্টেশন। এই মেন লাইনে সাতটি স্টেশনের মধ্যে রয়েছে ব্যারাকপুর স্টেশন।
advertisement
ব্যারাকপুর স্টেশনের জন্য ২৬.৭ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। আধুনিক এই রেল স্টেশনে চলমান সিঁড়ির পাশাপাশি প্রবেশ এবং বাইরে বেরোনোর আলাদা পথ, যাত্রীদের নিরাপত্তার জন্য অতিরিক্ত ব্যবস্থা, যাত্রীদের বিশ্রামের জন্য আধুনিক ওয়েটিং রুম-সহ আরও সুব্যবস্থা থাকবে যাত্রীদের।
advertisement
Tomorrow, 6th August, is a landmark day for the railways sector. At 11 AM, the foundation stone to redevelop 508 railway stations across India will be laid under the historic Amrit Bharat Station Scheme. At a cost of almost Rs. 25,000 crore, the redevelopment will revolutionize…
— Narendra Modi (@narendramodi) August 5, 2023
advertisement
পিসরুমের পর পিস ট্রেন! অভিনব এই ট্রেনের আবেদন জানালেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল সি ভি আনন্দ বোস। রেলমন্ত্রীর কাছে এই নতুন ট্রেন চালুর আবেদন রাজ্যপালের। তাঁর কথায় বাংলার সবচেয়ে বড় শত্রু হিংসা। প্রথমে জলপাইগুড়ি, পরে দার্জিলিং যাবে এই ট্রেন। এদিন অমৃত ভারত স্টেশন প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে বললেন রাজ্যপাল।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 06, 2023 12:25 PM IST