Amrit Bharat Station Scheme: অমৃত ভারত স্টেশন স্কিম! ম্যাজিকের মতো বদলে যাচ্ছে দেশের ১২৫৭ স্টেশনের রূপ! আজ কোন কোন স্টেশনে অমৃতের ছোঁয়া? দেখুন তালিকা
- Published by:Sanjukta Sarkar
- Written by:ABIR GHOSHAL
Last Updated:
Amrit Bharat Station Scheme: অমৃত ভারত প্রকল্পে সেজে উঠছে একের পর এক স্টেশন। বদলে যাচ্ছে লুক। বদলে যাচ্ছে পরিষেবা। উন্নতমানের একের পর এক নয়া রেল স্টেশন তাক লাগাচ্ছে দেশজুড়ে। এবার অমৃত ভারত স্টেশন স্কিমের অধীনে উত্তর পূর্বাঞ্চলের জন্য 'পুনঃবিকশিত' হচ্ছে মোট ৫৬'টি রেলওয়ে স্টেশন।
advertisement
এবার উত্তর পূর্ব ভারতের যোগাযোগ ব্যবস্থায় মত একাধিক মহলে নেওয়া হয়েছে যুগান্তকারী সিদ্ধান্ত। রেলওয়ে পরিকাঠামোগুলিকে নতুন রূপ দেওয়ার লক্ষ্যে একটি চমকপ্রদ পদক্ষেপ হিসেবে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদি আজ ৬ অগাস্ট, ২০২৩ তারিখে অমৃত ভারত স্টেশন স্কিমের অধীনে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের ৫৬টি স্টেশনের পুনঃবিকাশের জন্য ভার্চুয়াল ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।
advertisement
advertisement
advertisement
advertisement
১৯৬০ কোটি টাকা এই ৫৬টি স্টেশনের পুনঃবিকাশের জন্য ব্যবহার করা হবে। এর মধ্যে কিছু প্রধান স্টেশন হলো অসমের নারেঙ্গি, জাগীরোড, ডিব্রুগড়, শিবসাগর টাউন; ত্রিপুরার উদয়পুর, ধর্মনগর, কুমারঘাট; পশ্চিমবঙ্গের নিউ আলিপুরদুয়ার, জলপাইগুড়ি রোড, হাসিমারা; বিহারের কিষানগঞ্জ, ঠাকুরগঞ্জ, বারসোই জং, নাগাল্যান্ডের ডিমাপুর এবং মেঘালয়ের মেন্দিপাথার।
advertisement
advertisement