Viral News: প্রয়োজনের চেয়ে বেশি ভারি বারবেল, বিচারকদের সামনে এগিয়ে এ কী করলেন ওয়েটলিফটার!

Last Updated:

গত কয়েকদিন ধরে এক ওয়েটলিফটারের এমনই এক মজার ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে (Viral News)।

ইন্টারনেটে এখন প্রায়শই মজার মজার নানান ভিডিও দেখতে পাওয়া যায়। এর মধ্যে কিছু ঘটনা একেবারেই আসল। অকস্মাৎ ঘটে যাওয়া ঘটনাগুলোকে সুযোগ বুঝেই রেকর্ড করা হয়। গত কয়েকদিন ধরে এক ওয়েটলিফটারের এমনই এক মজার ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে (Viral News)।
ভিডিওতে দেখা যাচ্ছে একজন বেশ কম ওজনের ওয়েটলিফটার একটি ওয়েটলিফটিং চ্যাম্পিয়নশিপের অনুষ্ঠানে পারফর্ম করছেন। আশপাশে অনেকেই বসে রয়েছেন এবং একটি টেবিলের সামনে কয়েকজন বিচারকও উপস্থিত রয়েছেন। আর এখান থেকেই শুরু হয় বিপত্তি। কেন না, প্রতিযোগিতার জন্য যে বারবেল রাখা হয়েছিল, তা ছিল প্রয়োজনের তুলনায় কিছু বেশি-ই ভারি! তার পর?
advertisement
advertisement
যা আশা করা গিয়েছিল, তা-ই হয়! দমে না গিয়ে সেই সময়ে ওই ওয়েটলিফটার তাঁর বারবেলটি তোলার চেষ্টা করতে থাকেন। এক সময় তুলতে সক্ষমও হন, কিন্তু তার পরেই ঘটে যায় ওয়েটলিফটার বারবেলটি তুলে নিয়ে ভুল করে সোজা এগিয়ে যান বিচারকদের টেবিলের সামনে। সেখানে বিচারকদের উপস্থিতিতেই বারবেলটি তাঁদের সামনে রাখা টেবিলের মাঝখানে রেখে দেন।
advertisement
ঘটনায় হকচকিয়ে গিয়ে উপস্থিত দর্শক ও বিচারকরা। অনেকেই বলছেন, ওয়েটলিফটিংয়ে অনেক সময়ে ওয়েটলিফটারদের প্রয়োজনের তুলনায় অনেক ভারি বারবেল দেওয়া হয়। সেই কারণেই এই বিপত্তি ঘটেছে। ওই ওয়েটলিফটারের ওজনের তুলনায় বারবেলের ওজন কয়েকগুন বেশি থাকায় তিনি ভার সামলাতে না পেরে সামনে এগিয়ে এসেছেন। ভিডিওতে দেখা যাচ্ছে, তিনি উঠে দাঁড়ানোর সঙ্গে সঙ্গেই কিছু কর্মকর্তা "রোক রোক রোক রোক রোক" বলে হিন্দিতে তাঁকে থামানোর জন্য চিৎকার করতে থাকেন। কিন্তু মাত্র কয়েক সেকেন্ডের জন্য ওই ওয়েটলিফটার নিজেকে সামলে রাখতে পারেন, তার পরেই তিনি বেসামাল হয়ে যান।
advertisement
এই ভিডিওটি রবি মিশ্র নামে এক ট্যুইটার ইউজার শেয়ার করেছেন বলে জানা গিয়েছে। তার পর থেকেই ভাইরাল হওয়া শুরু হয়েছে এই ভিডিওটি। অনেকে এই ভিডিও দেখে মজা করলেও বেশিরভাগ সোশ্যাল মিডিয়া ইউজার-ই কিন্তু ওই ওয়েটলিফটারের প্রতি সমবেদনা জানিয়েছেন ৷
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral News: প্রয়োজনের চেয়ে বেশি ভারি বারবেল, বিচারকদের সামনে এগিয়ে এ কী করলেন ওয়েটলিফটার!
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement