ভাইয়ের মৃতদেহের সামনে রিলস বানাচ্ছেন দিদি! ভাইরাল ভিডিও, ‘নির্লজ্জতার চূড়ান্ত’, ক্ষুব্ধ নেটিজেনরা

Last Updated:

দিদির কোনও হেলদোল নেই। চোখমুখ শান্ত। সেখানে শোকের লেশমাত্র দেখা যাচ্ছে না। হাতে মোবাইল ধরে ভিডিও বানাচ্ছেন তিনি। এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড করবেন। ভিউজ আসবে। এই চিন্তাতেই যেন মগ্ন।

ভাইয়ের মৃতদেহের সামনে রিলস বানাচ্ছেন দিদি! ভাইরাল ভিডিও (Photo: Social Media)
ভাইয়ের মৃতদেহের সামনে রিলস বানাচ্ছেন দিদি! ভাইরাল ভিডিও (Photo: Social Media)
ভাই মারা গিয়েছে। দেহ পড়ে রয়েছে। কান্নায় ভেঙে পড়েছে গোটা পরিবার। আর সামনে দাঁড়িয়ে রিলস বানাচ্ছেন দিদি। এই ভিডিও-ই এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। ক্ষুব্ধ নেটিজেনরা বলছেন, “নির্লজ্জ।’’
দিদির কোনও হেলদোল নেই। চোখমুখ শান্ত। সেখানে শোকের লেশমাত্র দেখা যাচ্ছে না। হাতে মোবাইল ধরে ভিডিও বানাচ্ছেন তিনি। এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড করবেন। ভিউজ আসবে। এই চিন্তাতেই যেন মগ্ন।
advertisement
advertisement
দেখে শুনে মনে হবে, ভাইয়ের মৃতদেহ তাঁর কাছে ‘কনটেন্ট’ মাত্র, তার বেশি কিছু নয়। তিনি ভিউজের নেশায় মত্ত। নেটিজেনরাও বলছেন এ কথাই। অনেকে প্রশ্ন তুলেছেন, “মানুষ কী এতটাই নিষ্ঠুর হয়ে গিয়েছে?”
ভিডিওতে দেখা যাচ্ছে, একটা ছোট ঘর। দেওয়ালের কুলুঙ্গিতে বাসনকোসন রাখা। তার সামনেই শায়িত একটি মৃতদেহ। সাদা চাদর ঢাকা। এটাই তাঁর ভাই। পাশে আকুল নয়নে কাঁদছেন ঘোমটা দেওয়া এক মহিলা। তিনি বৌদি। ভিডিওতে নিজেই এই সব সম্পর্কের কথা জানিয়েছেন ওই মহিলা।
advertisement
ওই মহিলার পরিচয় জানা যায়নি। কোথাকার ঘটনা তাও স্পষ্ট নয়। তবে ভিডিও দেখে ক্ষভে ফেটে পড়েছেন সোশ্যাল মিডিয়া ইউজাররা। কমেন্ট সেকশনে অনেকেই লিখেছেন, ‘‘নির্লজ্জতার চূড়ান্ত।’’ আবার অনেকের দাবি, ‘‘মানুষ বোধহয় এমনই।’’
এক ইউজার লিখেছেন, ‘‘আপনি দিদি? কেমন দিদি! নিজেকে দিদি বলতে লজ্জা করছে না আপনার?’’ আরেকজন লিখেছেন, ‘‘কটা ভিউজের জন্য এতটা নীচে নামতে পারলেন? আর কী করবেন আপনি?’’
advertisement
advertisement
অনেকে আবার দুষেছেন সমাজকে। তাঁদের দাবি, সমাজ ব্যবস্থাটাই পচে গলে গিয়েছে। এগুলো সেই দুর্গন্ধ। এটাই হয়তো ভবিতব্য। হতাশ হয়ে কেউ কেউ লিখেছেন, “কিছু করার নেই। কোনও পারফিউমেই এই দুর্গন্ধ কাটবে না। আমাদের সহ্য করতে হবে।’’
advertisement
তবে এমন ‘‘নির্লজ্জতা’’ আগেও দেখা গিয়েছে। রাস্তাঘাটে দুর্ঘটনা ঘটলে আহত ব্যক্তিকে সাহায্য করার বদলে মানুষ আগে মোবাইল বের করে। ভিডিও তোলে। সোশ্যাল মিডিয়ায় আপলোড করে। তাঁর কাছে ওটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। বোঝা যায়, মানুষের মূল্যবোধ বদলে গিয়েছে।
কিন্তু ঘরের লোক, নিজের লোক, যাঁদের সঙ্গে রক্তের সম্পর্ক, তাঁদের কিছু হলে মানুষ এতটা নির্বিকার থাকতে পারে? কী করে? ভাইয়ের মৃত্যুতে দিদি রিলস বানাতে পারে? কী করে? এমন সম্পর্কহীন, মনুষ্যত্বহীন দুনিয়ার দিকেই কী এগিয়ে যাচ্ছে মানবসমাজ? প্রশ্ন তুলেছেন এক সোশ্যাল মিডিয়া ইউজার।
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
ভাইয়ের মৃতদেহের সামনে রিলস বানাচ্ছেন দিদি! ভাইরাল ভিডিও, ‘নির্লজ্জতার চূড়ান্ত’, ক্ষুব্ধ নেটিজেনরা
Next Article
advertisement
West Bengal Weather Update: রাতে শীত, দিনে কিছুটা গরম ! কলকাতার তাপমাত্রা ১ ডিগ্রি বাড়ল, জাঁকিয়ে শীত কবে থেকে?
রাতে শীত, দিনে কিছুটা গরম ! কলকাতার তাপমাত্রা ১ ডিগ্রি বাড়ল, জাঁকিয়ে শীত কবে থেকে?
  • রাতে শীত, দিনে কিছুটা গরম

  • আগামী পাঁচ-সাত দিনে রাজ্যে জাঁকিয়ে শীত পড়ার তেমন সম্ভাবনা নেই

  • রাজ্যের কোথাও আপাতত ঘন কুয়াশার সতর্কবার্তা নেই

VIEW MORE
advertisement
advertisement