Realme 14 Series: রঙ বদলানো দুর্দান্ত স্মার্টফোন! Realme 14 Pro সিরিজের বিক্রি শুরু, ফিচার ও দাম দেখে নিন
- Published by:Siddhartha Sarkar
- trending desk
Last Updated:
ভারতের বাজারে এবার চলে এল Realme 14 Pro সিরিজের দুটি মডেলের স্মার্টফোন এবং Realme Buds Wireless 5 ANC। বিক্রি শুরু হয়েছে কলকাতাতেও।
advertisement
advertisement
advertisement
Realme 14 Pro+ 5G-তে রয়েছে 6.83 ইঞ্চির ডিসপ্লে, ফ্ল্যাগশিপ Sony IMX882-এর পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা, নেক্সট জেনারেশন AI ইমেজিংয়ের জন্য MagicGlow ট্রিপল ফ্ল্যাশ এবং Snapdragon 7s Gen 3 চিপসেট। এতে দেওয়া হয়েছে 6,000mAh টাইটান ব্যাটারি, একটি VC কুলিং সিস্টেম এবং বিশেষ বেজেল-লেস কোয়াড-কার্ভড ডিসপ্লে প্যাক।
advertisement
advertisement
advertisement
advertisement
অত্যাধুনিক ফিচারে সাজানো হয়েছে Realme Buds Wireless 5 ANC। এতে রয়েছে ৫০ডিবি হাইব্রিড অ্যাকটিভ নয়েজ ক্যানসেলেশন, এএসি মিউজিক প্লেব্যাক সাপোর্ট এবং ৩৮ ঘণ্টার প্লেব্যাক টাইম। মানে সারাদিন ব্যবহারের উপযোগী। আপাতত মিডনাইট ব্ল্যাক, টোয়াইলাইট পার্পল এবং ডন সিলভার, এই তিন রঙে পাওয়া যাচ্ছে। IP55 ডাস্টপ্রুফ ও ওয়াটারপ্রুফ রেটিংও রয়েছে। দাম 1,799 টাকা। তবে বিশেষ অফারে এটা মিলছে 1,599 টাকায়।
advertisement
advertisement