Nicolas Aujula: একের পর এক ভবিষ্যদ্বাণী মিলিয়ে দিয়ে চমকে দিয়েছেন গোটা বিশ্বকে ! এবার ২০২৫ সাল নিয়ে কী বললেন ৩৮ বছরের এই যুবক?

Last Updated:
Prediction For 2025: ঘোর বিপর্যয় আসতে চলেছে। ২০২৫ সালেই শুরু হবে তৃতীয় বিশ্বযুদ্ধ। ভয়াবহতায় যা প্রথম দুটো বিশ্বযুদ্ধকেও ছাপিয়ে যাবে। এমনই ভবিষ্যদ্বাণী করেছেন Nicolas Aujula।
1/7
ঘোর বিপর্যয় আসতে চলেছে। ২০২৫ সালেই শুরু হবে তৃতীয় বিশ্বযুদ্ধ। ভয়াবহতায় যা প্রথম দুটো বিশ্বযুদ্ধকেও ছাপিয়ে যাবে। এমনই ভবিষ্যদ্বাণী করেছেন নিকোলাস আওজুলা। তিনি বলেছেন, “হিংস্র হয়ে উঠবে গোটা পৃথিবী।” Image courtesy: Nicolas Aujula
ঘোর বিপর্যয় আসতে চলেছে। ২০২৫ সালেই শুরু হবে তৃতীয় বিশ্বযুদ্ধ। ভয়াবহতায় যা প্রথম দুটো বিশ্বযুদ্ধকেও ছাপিয়ে যাবে। এমনই ভবিষ্যদ্বাণী করেছেন নিকোলাস আওজুলা। তিনি বলেছেন, “হিংস্র হয়ে উঠবে গোটা পৃথিবী।” Image courtesy: Nicolas Aujula
advertisement
2/7
Nicolas Aujula লন্ডনের বাসিন্দা। ৩৮ বছর বয়স। তরুণই বলা যায়। আশঙ্কার কথা হল, তিনি আগে যে সব ভবিষ্যদ্বাণী করেছিলেন, প্রায় সবই মিলে গিয়েছে। ২০১৮ সালে করোনা মহামারীর নিখুঁত পূর্বাভাসও দিয়েছিলেন তিনি। ফলে তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে নিকোলাসের ভবিষ্যদ্বাণীতে সিঁদুরে মেঘ দেখছেন অনেকেই। Image courtesy: Nicolas Aujula
Nicolas Aujula লন্ডনের বাসিন্দা। ৩৮ বছর বয়স। তরুণই বলা যায়। আশঙ্কার কথা হল, তিনি আগে যে সব ভবিষ্যদ্বাণী করেছিলেন, প্রায় সবই মিলে গিয়েছে। ২০১৮ সালে করোনা মহামারীর নিখুঁত পূর্বাভাসও দিয়েছিলেন তিনি। ফলে তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে নিকোলাসের ভবিষ্যদ্বাণীতে সিঁদুরে মেঘ দেখছেন অনেকেই। Image courtesy: Nicolas Aujula
advertisement
3/7
দ্য মিরর-কে দেওয়া সাক্ষাৎকারে নিকোলাস বলেছেন, “২০২৫ সালে তৃতীয় বিশ্বযুদ্ধ হবে। নিশ্চিতভাবে হবে।” এর ভয়াবহতায় চমকে যাবে সবাই, বলেছেন নিকোলাস। তাঁর কথায়, “কারও মধ্যে কোনও সহানুভূতি থাকবে না। ধর্ম আর জাতীয়তাবাদের নামে মানুষ একে অপরের গলা কাটবে। রাজনৈতিক হত্যাকান্ড ঘটবে। মন্দ আর হিংস্রতার দখলে চলে যাবে গোটা পৃথিবী।” Image courtesy: Nicolas Aujula
দ্য মিরর-কে দেওয়া সাক্ষাৎকারে নিকোলাস বলেছেন, “২০২৫ সালে তৃতীয় বিশ্বযুদ্ধ হবে। নিশ্চিতভাবে হবে।” এর ভয়াবহতায় চমকে যাবে সবাই, বলেছেন নিকোলাস। তাঁর কথায়, “কারও মধ্যে কোনও সহানুভূতি থাকবে না। ধর্ম আর জাতীয়তাবাদের নামে মানুষ একে অপরের গলা কাটবে। রাজনৈতিক হত্যাকান্ড ঘটবে। মন্দ আর হিংস্রতার দখলে চলে যাবে গোটা পৃথিবী।” Image courtesy: Nicolas Aujula
advertisement
4/7
এই বছরে একাধিক প্রাকৃতিক বিপর্যয়েরও পূর্বাভাস দিয়েছেন নিকোলাস। তিনি মনে করেন, অতিরিক্ত বৃষ্টিপাতের ফলে বিশ্বের বিভিন্ন দেশে ধ্বংসাত্মক বন্যা হবে। লক্ষ লক্ষ ঘরবাড়ি তলিয়ে যাবে। কোটি কোটি মানুষ গৃহহীন হবেন। পাশাপাশি সমুদ্রের জলস্তর বৃদ্ধির ফলে আস্ত শহর তলিয়ে যাওয়ার মতো ঘটনাও ঘটবে। আন্তর্জাতিক রাজনীতিতেও উথালপাথালের ইঙ্গিত দিয়েছেন নিকোলাস। ব্রিটিশ প্রধানমন্ত্রীর পতন এবং লাগামছাড়া মুদ্রাস্ফীতি আসতে চলেছে বলে দাবি তাঁর। Image courtesy: Nicolas Aujula
এই বছরে একাধিক প্রাকৃতিক বিপর্যয়েরও পূর্বাভাস দিয়েছেন নিকোলাস। তিনি মনে করেন, অতিরিক্ত বৃষ্টিপাতের ফলে বিশ্বের বিভিন্ন দেশে ধ্বংসাত্মক বন্যা হবে। লক্ষ লক্ষ ঘরবাড়ি তলিয়ে যাবে। কোটি কোটি মানুষ গৃহহীন হবেন। পাশাপাশি সমুদ্রের জলস্তর বৃদ্ধির ফলে আস্ত শহর তলিয়ে যাওয়ার মতো ঘটনাও ঘটবে। আন্তর্জাতিক রাজনীতিতেও উথালপাথালের ইঙ্গিত দিয়েছেন নিকোলাস। ব্রিটিশ প্রধানমন্ত্রীর পতন এবং লাগামছাড়া মুদ্রাস্ফীতি আসতে চলেছে বলে দাবি তাঁর। Image courtesy: Nicolas Aujula
advertisement
5/7
১৭ বছর বয়সে স্বপ্নে এক ব্যক্তি নিকোলাসকে ভবিষ্যৎ ঘটনা সম্পর্কে জানিয়েছিল, সেখান থেকেই ভবিষ্যদ্বাণী করেন পেশায় হিপনোথেরাপিস্ট নিকোলাস। নিজে মুখেই এ কথা বলেছেন তিনি। এখনও পর্যন্ত ব্ল্যাক লাইভস ম্যাটার আন্দোলন, ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্ট হওয়া, আর্টিফিসিয়াল ইন্টিলিজেন্সের উত্থান, নটরডাম ক্যাথেড্রালের আগুন, কোভিড মহামারি এবং রোবট সেনাবাহিনী তৈরির ভবিষ্যদ্বাণী করেছেন। এবং সব ক’টাই মিলে গিয়েছে। Image courtesy: Nicolas Aujula
১৭ বছর বয়সে স্বপ্নে এক ব্যক্তি নিকোলাসকে ভবিষ্যৎ ঘটনা সম্পর্কে জানিয়েছিল, সেখান থেকেই ভবিষ্যদ্বাণী করেন পেশায় হিপনোথেরাপিস্ট নিকোলাস। নিজে মুখেই এ কথা বলেছেন তিনি। এখনও পর্যন্ত ব্ল্যাক লাইভস ম্যাটার আন্দোলন, ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্ট হওয়া, আর্টিফিসিয়াল ইন্টিলিজেন্সের উত্থান, নটরডাম ক্যাথেড্রালের আগুন, কোভিড মহামারি এবং রোবট সেনাবাহিনী তৈরির ভবিষ্যদ্বাণী করেছেন। এবং সব ক’টাই মিলে গিয়েছে। Image courtesy: Nicolas Aujula
advertisement
6/7
নিকোলাসের দাবি, তিনি কিশোর বয়সেই বুঝতে পেরেছিলেন, তাঁর মধ্যে অতিপ্রাকৃত ক্ষমতা রয়েছে। কয়েকদিন কোমায় ছিলেন। তারপর থেকেই অতীত আর ভবিষ্যৎ দেখতে পান তিনি। নিকোলাস বলেছেন, “আমি দেখেছি, একসময় মিশরের রানী ছিলাম। চিনে দর্জির কাজ করেছি। হিমালয়ে সন্ন্যাসী হয়ে ঘুরতাম। যখন আমি আফ্রিকায় জন্মেছিলাম, তখন ডাইনি ছিলাম। আমার সিংহ জন্মও হয়েছে।” Image courtesy: Nicolas Aujula
নিকোলাসের দাবি, তিনি কিশোর বয়সেই বুঝতে পেরেছিলেন, তাঁর মধ্যে অতিপ্রাকৃত ক্ষমতা রয়েছে। কয়েকদিন কোমায় ছিলেন। তারপর থেকেই অতীত আর ভবিষ্যৎ দেখতে পান তিনি। নিকোলাস বলেছেন, “আমি দেখেছি, একসময় মিশরের রানী ছিলাম। চিনে দর্জির কাজ করেছি। হিমালয়ে সন্ন্যাসী হয়ে ঘুরতাম। যখন আমি আফ্রিকায় জন্মেছিলাম, তখন ডাইনি ছিলাম। আমার সিংহ জন্মও হয়েছে।” Image courtesy: Nicolas Aujula
advertisement
7/7
কিছুটা দার্শনিকতার সুরে তাঁর দাবি, “অনেক ভিন্ন অভিজ্ঞতা আমাকে ভবিষ্যদ্বাণী করার ক্ষমতা দিয়েছে। আমরা জানি মৃত্যুই জীবনের শেষ নয়। কারণ আত্মা কখনও মরে না। আমরা বারবার জন্মাই।” Image courtesy: Nicolas Aujula
কিছুটা দার্শনিকতার সুরে তাঁর দাবি, “অনেক ভিন্ন অভিজ্ঞতা আমাকে ভবিষ্যদ্বাণী করার ক্ষমতা দিয়েছে। আমরা জানি মৃত্যুই জীবনের শেষ নয়। কারণ আত্মা কখনও মরে না। আমরা বারবার জন্মাই।” Image courtesy: Nicolas Aujula
advertisement
advertisement
advertisement