Viral Video: পাশে কড়া চোখে দাঁড়িয়ে শাশুড়ি, রুটি সেঁকতে গিয়ে বউমার যা হাল

Last Updated:

Viral Video: ভিডিওটি লক্ষ লক্ষ ভিউ হয়েছে৷ লাইকও এসেছে পাঁচ লক্ষের মতো৷

Viral Video: Sasuri teaching how make roti
Viral Video: Sasuri teaching how make roti
#কলকাতা: শাশুড়ি -বউমার সম্পর্ক একেবারে সব সম্পর্কের থেকে আলাদা৷ বেশিরভাগ ক্ষেত্রেই ভারতীয় সংস্কৃতিতে মেয়েরা বিয়ের পর স্বামীর বাড়িতে চলে যায় এবং সেখানে শ্বশুর -শাশুড়ির (Sasuri) সঙ্গে ঘর করতে হয়৷ এই সম্পর্কটি রীতিমতো অম্লমধুর৷ তাদের মধ্যে যেরমক ভালবাসা থাকে, ঠিক তেমনিই কেউ একে অপরের বিরুদ্ধে নিজের আধিপত্য দেখার কোনও সুযোগই ছাড়ে না৷ রীতিমতো তু তু ম্যায় ম্যায় হয় এই সম্পর্কে৷ সোশ্যাল মিডিয়াতে তাই শাশুড়ি- বউয়ের (Bou) সম্পর্কের ভিডিও শেয়ার হয়৷ কখনও সেখানে গল্প থাকে ভালবাসার আবার কখনও ঝগড়ার৷
এখন এই শাশুড়ি -বউমা নিয়ে ফের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়৷ সেই ভিডিওতে শাশুড়ির নির্দেশে বউমাকে রুটি করতে দেখা যাচ্ছে৷ ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে শাশুড়ি ও বউমা রান্নাঘরে রয়েছেন৷
advertisement
শাশুড়ি সেখানে নিজের বউমাকে কী করে রুটি করতে হয় তার বিষয়ে নির্দেশ দিচ্ছেন৷ শাশুড়ি একদম ঘরোয়া আন্দাজে কীভাবে করতে হয় তা নিয়ে  নির্দেশ দিচ্ছেন৷ কীভাবে চাটুর ওপর রুটিটা ঘুরিয়ে ঘুরিয়ে দেওয়া হচ্ছে৷ বউমাও বেশ ঠিকভাবেই বেলন দিয়ে টিপে টিপে রুটিটিকে চেপে ধরছে৷ এই অবধি সব ঠিকই ছিল৷ তারপরে সব একেবারে বিগড়ে গেল৷ যা ঘটল নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না৷
advertisement
দেখে নিন সেই শাশুড়ি বউমার ভাইরাল ভিডিও (Viral Video)
advertisement
ইনস্টাগ্রামে এই শাশুড়ি বৌমা ভিডিওটি  perfectly_arranged পেজে শেয়ার করা হয়েছে৷ ভিডিওটি লক্ষ লক্ষ ভিউ হয়েছে৷  লাইকও এসেছে পাঁচ লক্ষের মতো৷ প্রচুর মানুষ এই ভিডিওতে কমেন্টও করেছেন৷ অনেকই এতে মিষ্টি রিঅ্যাকশন দিয়েছে৷ এই ভিডিওতে দেখা যাচ্ছে কী ভাবে রুটি সেঁকতে সেঁকতে আগুনের ওপরেই গোটা রুটিটা দিয়ে দিয়েছেন আর শাশুড়ির মাথায় হাত৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral Video: পাশে কড়া চোখে দাঁড়িয়ে শাশুড়ি, রুটি সেঁকতে গিয়ে বউমার যা হাল
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement