Weather Update: অস্বস্তিকর আবহাওয়ায় নাজেহাল, মৌসুমী বায়ু হচ্ছে সক্রিয়, সন্ধ্যাবেলা কি হবে

Last Updated:
মঙ্গলবারও সন্ধ্যাবেলায় ফের কলকাতা সহ দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হওয়ার পরিস্থিতি জারি রয়েছে৷ হু হু করে বইবে হাওয়া সঙ্গে স্বল্প সময়ের জন্য স্থায়ী বৃষ্টি হবে৷
1/5
#নয়াদিল্লি. মৌসম ভবন বা আইএমডি জানিয়েছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু সোমবার আন্দামান -নিকোবর দ্বীপপুঞ্জের দিকে এগিয়ে গেছে৷ এরফলে চার মাসের বর্ষাকালের সূচনা হতে চলেছে৷ ইতিমধ্যেই আন্দামান -নিকোবর দ্বীপপুঞ্জের চারপাশে এলাকায় ক্ষোভমণ্ডলের নিচু স্তরে  দক্ষিণ পশ্চিম হাওয়া মজবুত হওয়ার কারণে বৃষ্টি হচ্ছে৷ আইএমডি আগেই জানিয়েছে ১৫ মে থেকে এই অঞ্চলে বৃষ্টি শুরু হবে৷ তাই অনুযায়ি হচ্ছে৷ Photo Courtesy- IMD/Sattelite Image
#নয়াদিল্লি. মৌসম ভবন বা আইএমডি জানিয়েছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু সোমবার আন্দামান -নিকোবর দ্বীপপুঞ্জের দিকে এগিয়ে গেছে৷ এরফলে চার মাসের বর্ষাকালের সূচনা হতে চলেছে৷ ইতিমধ্যেই আন্দামান -নিকোবর দ্বীপপুঞ্জের চারপাশে এলাকায় ক্ষোভমণ্ডলের নিচু স্তরে দক্ষিণ পশ্চিম হাওয়া মজবুত হওয়ার কারণে বৃষ্টি হচ্ছে৷ আইএমডি আগেই জানিয়েছে ১৫ মে থেকে এই অঞ্চলে বৃষ্টি শুরু হবে৷ তাই অনুযায়ি হচ্ছে৷ Photo Courtesy- IMD/Sattelite Image
advertisement
2/5
এদিকে কলকাতা সহ দক্ষিণবঙ্গে প্রায় নিয়মিতই সন্ধ্যার দিকে বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টি হলেও স্বস্তি পাচ্ছেন না কোনও মানুষ৷ সকাল থেকে দাপুটে রোদ উঠছে৷ আর তাপমাত্রার পারদ বাড়ার সঙ্গে সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি শুরু হচ্ছে৷ সোমবার কলকাতায় না হলেও দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হয়েছে৷ Photo-File
এদিকে কলকাতা সহ দক্ষিণবঙ্গে প্রায় নিয়মিতই সন্ধ্যার দিকে বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টি হলেও স্বস্তি পাচ্ছেন না কোনও মানুষ৷ সকাল থেকে দাপুটে রোদ উঠছে৷ আর তাপমাত্রার পারদ বাড়ার সঙ্গে সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি শুরু হচ্ছে৷ সোমবার কলকাতায় না হলেও দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হয়েছে৷ Photo-File
advertisement
3/5
মঙ্গলবারও সন্ধ্যাবেলায় ফের কলকাতা  সহ দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হওয়ার পরিস্থিতি জারি রয়েছে৷ হু হু করে বইবে হাওয়া সঙ্গে স্বল্প সময়ের জন্য স্থায়ী বৃষ্টি হবে৷  Photo-File
মঙ্গলবারও সন্ধ্যাবেলায় ফের কলকাতা সহ দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হওয়ার পরিস্থিতি জারি রয়েছে৷ হু হু করে বইবে হাওয়া সঙ্গে স্বল্প সময়ের জন্য স্থায়ী বৃষ্টি হবে৷ Photo-File
advertisement
4/5
আইএমডি এক বিবৃতিতে জানিয়েছে, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আগামী ২-৩ দিনে দক্ষিণবঙ্গে খাঁড়ির কিছু এলাকায়, পুরো আন্দামান সাগর, আর আন্দামান দ্বীপসমূহ এবং পূর্ব মধ্য বাংলার খাঁড়ির কিছু এলাকায় এগোনর পরিস্থিতি অনুকূল৷ Photo Courtesy- IMD/Sattelite Image
আইএমডি এক বিবৃতিতে জানিয়েছে, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আগামী ২-৩ দিনে দক্ষিণবঙ্গে খাঁড়ির কিছু এলাকায়, পুরো আন্দামান সাগর, আর আন্দামান দ্বীপসমূহ এবং পূর্ব মধ্য বাংলার খাঁড়ির কিছু এলাকায় এগোনর পরিস্থিতি অনুকূল৷ Photo Courtesy- IMD/Sattelite Image
advertisement
5/5
উত্তর ও উত্তর পশ্চিম ভারতে তাপপ্রবাহ চলছে৷ বিভিন্ন শহরে ৪৫ ডিগ্রি সেলসিয়াসের ওপরে রয়েছে৷ এদিকে রবিবার উত্তরপ্রদেশের বান্দাতে সর্বোচ্চ ৪৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল৷  Photo-File
উত্তর ও উত্তর পশ্চিম ভারতে তাপপ্রবাহ চলছে৷ বিভিন্ন শহরে ৪৫ ডিগ্রি সেলসিয়াসের ওপরে রয়েছে৷ এদিকে রবিবার উত্তরপ্রদেশের বান্দাতে সর্বোচ্চ ৪৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল৷ Photo-File
advertisement
advertisement
advertisement