Viral Video: 'ও বউ কোনে গেসো, মূলা কিনা আনছি'! হিরো আলমকেও হার মানাচ্ছে অসমের এই খুদে! তুমুল ভাইরাল গান
- Published by:Piya Banerjee
- news18 bangla
Last Updated:
Viral Video: বয়স খুব বেশি হলে পাঁচ কি ছয়! কিন্তু মুখের ভঙ্গিমা দেখলে অবাক হবেন! সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল অসমের এই খুদে!
কলকাতা: ভাইরাল ভিডিও। এই মজার জিনিসটি আসার পর থেকে বহু কিছু আমাদের সামনে আসে। যার মধ্যে বহু ভিডিও মুহূর্তে মন জয় করে নেয় মানুষের! বর্ধমান কিংবা রানাঘাটের ভাইরাল ভিডিও নেট মাধ্যেমর হাত ধরে পৌঁছে যায় ইউরোপ কিংবা কানাডা! গোটা বিশ্ব চিনে ফেলে ‘বাদাম কাকু’কে! অথবা রাণু মণ্ডল ভাইরাল হন মুহূর্তে! কিংবা খাবার বিক্রেতা নন্দীনী দিদিও হয়ে যান সেলেব! সব ভাইরাল ভিডিওর কৃপায়! এতে বহু মানুষের ভাগ্য বদলেও যায়! যা হয়ত কোনওদিন পাওয়ার কথা ছিল না, তাই সহজেই পেয়ে যান অনেকেই। যেমন ঝুপড়ি বাড়ি থেকে নিজের অন্তত একটা পাকা ছাদ দেওয়া বাড়ি বানাতে পারেন ভুবন বাদ্যকরের মতো ভাইরাল ব্যক্তিত্বরা! এটাই বা কম কী! আবার ভাইরাল ভিডিওর দৌলতে আমরা চিনে ফেলি হিরো আলমের মতো কমেডি ম্যানকেও।
সম্প্রতি অসমের দুই খুদে তুমুল ভাইরাল হয়েছে সোশ্যাল মাধ্যমে। বয়স খুব বেশি হলে পাঁচ কিংবা ছয়! কিন্তু এই খুদেদের আত্মবিশ্বাস দেখলে চমকে যেতে হয়! রোহিত ও আজলিফা নাম তাদের! তারা ফেসবুকে পেজ খুলে গান গায়! তবে মজার হল তাদের গানের লিরিক্স! সব অদ্ভুত বাংলাদেশি টানের ভাষার স্টাইলে লিরিক্সে গান করছে দুই খুদে। রয়েছে অসমের বাংলা ভাষার টানও! তাদের অঙ্গ-ভঙ্গি দেখে হেসে লুটোপাটি যাচ্ছেন নেটিজেনরা! ‘বিয়ান তোমারে ভাল পাই’, ‘ও বউ কোনে গেসো, মূলা কিনা আনসি, আইয়ে দেহো’- এই সব গান গুলি তুমুল ভাইরাল। যদিও তাদের এই পেজ এবং ভিডিও তৈরিতে সাহায্য করছেন আরেক যুবক।
advertisement
advertisement
তবে এই গান গেয়ে এখন সোশ্যাল মিডিয়া কাপাচ্ছে এই দুই খুদে। একের পর এক গান তাদের এখন হিট। এমনকী র্যাপ গানও গাইছে এই দুই খুদে। ইউটিউব চ্যানেল পর্যন্ত খুলে ফেলেছে তারা। তাদের গান শুনে হাসিতে ফেটে পড়ছেন সকলে। অনেকেই বলছেন ‘ এতো দারুণ মজার ভিডিও’! আবার কেউ লিখছেন, ‘হিরু আলমের গান আর কেউ শুনবে না!’ কেউ বলছেন, ‘নতুন ভাইরাল জুটি’! আপাতত সোশ্যাল মাধ্যমে তুমুল ভাইরাল এই দুই খুদে!
Location :
Kolkata,West Bengal
First Published :
September 22, 2023 12:52 AM IST
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral Video: 'ও বউ কোনে গেসো, মূলা কিনা আনছি'! হিরো আলমকেও হার মানাচ্ছে অসমের এই খুদে! তুমুল ভাইরাল গান