Viral Video: সাপকে জড়িয়ে ধরে চুমু দিচ্ছেন তরুণী ! সুপার ভাইরাল ভিডিও
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
Girl cuddles and kisses pet snake in viral video: সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে ৷ যেখানে দেখা গিয়েছে, এক তরুণীকে সাপকে জড়িয়ে ধরে চুমু খেতে !
সাপ পুষবেন কখনও ভেবেছেন ? নিশ্চয় না ৷ তবে পৃথিবীতে এমন অনেকেই রয়েছেন, যারা সাপ বাড়িতে রাখতে ভালোবাসেন ৷ এমন মানুষের সংখ্যা কম হলেও একেবারেই যে নেই, তা কিন্তু নয় ৷ সর্প ভক্ত মানুষদের কথা অনেক সময়েই শোনা যায় ৷ তেমনই একটি সম্প্রতি ভাইরাল হয়েছে (Girl cuddles and kisses pet snake in viral video) ৷
Boidae, Pythonidae এবং Colubridae-এর মতো অনেক প্রজাতির সাপকেই পোষ মানানো সম্ভব হয় ৷ সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে ৷ যেখানে দেখা গিয়েছে, এক তরুণীকে সাপকে জড়িয়ে ধরে চুমু খেতে ! যে ভিডিও দেখে সবারই চক্ষু চড়কগাছ ৷ সাপটি তরুণীর পোষা হলেও এমন সাংঘাতিক ভিডিও দেখে নেটিজেনদের সবারই মনে অনেক ধরনের প্রশ্ন উঠছে ৷
advertisement
advertisement
পৃথিবীতে প্রায় ২৮০০ প্রজাতির সাপ দেখতে পাওয়া যায় ৷ তার মধ্যে অনেক সাপই যেমন বিষধর, আবার বেশ কিছু নয় ৷ সাধারণত কুকুর-বেড়াল বাড়িতে পুষলেও সাপ পোষার কথা খুব কম মানুষই ভাবেন ৷ এই তরুণী কিন্তু ওই অল্প সংখ্যকদের তালিকাতেই পড়েন ৷
advertisement
ছোট্ট ভিডিওটিতে দেখা গিয়েছে তরুণীর ঘাড় বেয়ে সাপটি যাচ্ছে ৷ তার হাতের উপরেই সেটি বিশ্রাম নিচ্ছে ৷ সেলফি ক্যামেরায় তোলা ভিডিওটি এখন তুমুল ভাইরাল !
Location :
First Published :
November 08, 2021 4:36 PM IST