Viral Video: সাপকে জড়িয়ে ধরে চুমু দিচ্ছেন তরুণী ! সুপার ভাইরাল ভিডিও

Last Updated:

Girl cuddles and kisses pet snake in viral video: সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে ৷ যেখানে দেখা গিয়েছে, এক তরুণীকে সাপকে জড়িয়ে ধরে চুমু খেতে !

Photo: Twitter
Photo: Twitter
সাপ পুষবেন কখনও ভেবেছেন ? নিশ্চয় না ৷ তবে পৃথিবীতে এমন অনেকেই রয়েছেন, যারা সাপ বাড়িতে রাখতে ভালোবাসেন ৷ এমন মানুষের সংখ্যা কম হলেও একেবারেই যে নেই, তা কিন্তু নয় ৷ সর্প ভক্ত মানুষদের কথা অনেক সময়েই শোনা যায় ৷ তেমনই একটি সম্প্রতি ভাইরাল হয়েছে (Girl cuddles and kisses pet snake in viral video) ৷
Boidae, Pythonidae এবং Colubridae-এর মতো অনেক প্রজাতির সাপকেই পোষ মানানো সম্ভব হয় ৷ সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে ৷ যেখানে দেখা গিয়েছে, এক তরুণীকে সাপকে জড়িয়ে ধরে চুমু খেতে ! যে ভিডিও দেখে সবারই চক্ষু চড়কগাছ ৷ সাপটি তরুণীর পোষা হলেও এমন সাংঘাতিক ভিডিও দেখে নেটিজেনদের সবারই মনে অনেক ধরনের প্রশ্ন উঠছে ৷
advertisement
advertisement
পৃথিবীতে প্রায় ২৮০০ প্রজাতির সাপ দেখতে পাওয়া যায় ৷ তার মধ্যে অনেক সাপই যেমন বিষধর, আবার বেশ কিছু নয় ৷ সাধারণত কুকুর-বেড়াল বাড়িতে পুষলেও সাপ পোষার কথা খুব কম মানুষই ভাবেন ৷ এই তরুণী কিন্তু ওই অল্প সংখ্যকদের তালিকাতেই পড়েন ৷
advertisement
ছোট্ট ভিডিওটিতে দেখা গিয়েছে তরুণীর ঘাড় বেয়ে সাপটি যাচ্ছে ৷ তার হাতের উপরেই সেটি বিশ্রাম নিচ্ছে ৷ সেলফি ক্যামেরায় তোলা ভিডিওটি এখন তুমুল ভাইরাল !
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral Video: সাপকে জড়িয়ে ধরে চুমু দিচ্ছেন তরুণী ! সুপার ভাইরাল ভিডিও
Next Article
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE