Nykaa IPO Subscription: কী ভাবে Nykaa-র আইপিও স্টেটাস চেক করবেন? জেনে নিন বিশদে

Last Updated:

Nykaa-এর শেয়ারের প্রাইস ব্যান্ড এই মুহূর্তে ভারতীয় মুদ্রায় ১,০৮৫ টাকা থেকে ১,১২৫ টাকায় এসে দাঁড়িয়েছে।

Photo: Nykaa
Photo: Nykaa
#কলকাতা: এই মূহূর্তে ভারতীয় মেক আপ এবং কসমেটিকসের সব চেয়ে বড় অনলাইন শপিং ব্র্যান্ড Nykaa নিয়ে এসেছে আইপিও (IPO) থেকে আয়ের সুযোগ। Nykaa তাদের আইপিও সাবস্ক্রিপশনের (Nykaa IPO Subscription) জন্য ২৮ অক্টোবর থেকে ১ নভেম্বর, ২০২১ তারিখ পর্যন্ত উইন্ডো খোলা রেখেছিল।
Nykaa-এর শেয়ারের প্রাইস ব্যান্ড এই মুহূর্তে ভারতীয় মুদ্রায় ১,০৮৫ টাকা থেকে ১,১২৫ টাকায় এসে দাঁড়িয়েছে।
গত ২৭ অক্টোবর Nykaa বিনিয়োগকারীদের কাছ থেকে মোট ২,৩৯৬ কোটি টাকা সংগ্রহ করেছে।
advertisement
সোমবার, ৮ নভেম্বর Nykaa ইনিসিয়াল পাবলিক অফার বা আইপিও-র জন্য যাবতীয় বরাদ্দের ঘোষণা করবে।
advertisement
আইপিও ২৮ অক্টোবর সাবস্ক্রিপশনের জন্য খোলা হয়েছিল এবং ১ নভেম্বর শেষ হয়েছিল, যার প্রাইস ব্যান্ড ছিল ভারতীয় মুদ্রায় ১,০৮৫ টাকা থেকে ১,১২৫ টাকা। এর মধ্যে রয়েছে ১২টি শেয়ার, যা উচ্চ মূল্যের ব্র্যান্ডের মোট অফার প্রায় ১৩,৫০০ টাকা পর্যন্ত নিয়ে গিয়েছে।
Nykaa-র বর্তমানে দু'টি ব্র্যান্ড রয়েছে, বিউটি এবং ফ্যাশন ই-কমার্স প্ল্যাটফর্ম, যা FSN E-Commerce Ventures-এর অধীনে আসে। এই ভেঞ্চার প্ল্যাটফর্ম থেকে বছরে প্রায় ৫,৩৫২ কোটি সংগ্রহ করতে চায় সংস্থা। তবে নতুন করে শেয়ার ইস্যুর মাধ্যমে প্রায় ৬৩০ কোটি টাকা তোলা হবে বলে Nykaa-র তরফে জানানো হয়ছে।
advertisement
Nykaa গত ২৭ অক্টোবর মূল বিনিয়োগকারীদের কাছ থেকে প্রায় ২,৩৯৬ কোটি টাকা সংগ্রহ করেছে। সিঙ্গাপুর সরকার, গোল্ডম্যান শ্যাক্স (Goldman Sachs), জেপি মরগান (JP Morgan), ফিডেলিটি ইনভেস্টমেন্ট ফান্ড (Fidelity Investment Fund) এবং অন্যান্যরাও এই রাউন্ডে অংশ নিয়েছিল।
স্টক এক্সচেঞ্জ ওয়েবসাইটে Nykaa-র আইপিও বরাদ্দের স্থিতি কী ভাবে পরীক্ষা করা যাবে?
advertisement
প্রথমে BSE ওয়েবসাইট বা NSE ওয়েবসাইটে যেতে হবে
BSE-তে, 'Equity' নির্বাচন করে ড্রপডাউন থেকে 'Nykaa' নির্বাচন করতে হবে
নিজের আবেদন নম্বর এবং PAN লিখতে হবে
'সার্চ'-এ ক্লিক করে শেয়ার বরাদ্দের অপশনে গেলেই বিস্তারিত পাওয়া যাবে
advertisement
এক্ষেত্রে রেজিস্ট্রার ওয়েবসাইটের (Link Intime India) মাধ্যমেও দেখা যেতে পারে,
এখানে রেজিস্ট্রার ওয়েবসাইটে 'Select company' লেখায় ক্লিক করে 'Nykaa'-তে ক্লিক করতে হবে।
কোম্পানি নির্বাচন হয়ে গেলে, PAN বিশদ, আবেদন নম্বর বা ক্লায়েন্ট আইডি লিখতে হবে।
ক্যাপচা লিখে এবং ‘সাবমিটে’ ক্লিক করলে আবেদনের স্থিতি জানা যাবে। এখানেই নিয়োগকারীর সাবস্ক্রাইব করা শেয়ারের সংখ্যা এবং তার বরাদ্দকৃত শেয়ারের সংখ্যা দেখতে পাওয়া যাবে।
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Nykaa IPO Subscription: কী ভাবে Nykaa-র আইপিও স্টেটাস চেক করবেন? জেনে নিন বিশদে
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement