Viral Video Of Dancing Thief: দোকানে ডাকাতি করেই দুর্দান্ত নাচ শুরু চোরের! CCTV ফুটেজ ঝড়ের গতিতে ভাইরাল...
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Viral Video: দোকানে ছিনতাইয়ের উদ্দেশ্যে ঢুকেছিল, কিন্তু হঠাৎ নাচতে শুরু করে সে। আর সেই ছবিই ধরা পড়েছে ভাইরাল সিসিটিভি ফুটেজে।
ভাইরাল ভিডিও: উত্তরপ্রদেশের চান্দৌলিতে একটি হার্ডওয়্যারের দোকানে ডাকাতির সিসিটিভি ফুটেজ সামনে এসেছে সোশ্যাল মিডিয়ায়। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও ভাইরাল হওয়ার একটি অদ্ভুত কারণ রয়েছে৷ ফুটেজে একজন চোরকে দেখা যাচ্ছে যে হার্ডওয়্যারের দোকানে ছিনতাইয়ের উদ্দেশ্যে ঢুকেছিল, কিন্তু হঠাৎ নাচতে শুরু করে সে। আর সেই ছবিই ধরা পড়েছে ভাইরাল সিসিটিভি ফুটেজে।
advertisement
পুলিশ ইতিমধ্যেই এই ডাকাতির ঘটনার অভিযোগের ভিত্তিতে এফ আই আর দায়ের করেছে এবং বর্তমানে এই ডান্সিং 'চোর'-এর সন্ধানে রয়েছে।সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, যে হার্ডওয়্যারের দোকানটিতে এই ঘটনা ঘটেছে সেটি চান্দৌলি বাজারে অবস্থিত। আংশু সিং নামক জনৈক ব্যক্তির দোকান। ঘটনাটি ঘটেছে ১৬ এপ্রিল ভোরে। চোর সহজেই দোকানে ঢুকে ক্যাশ কাউন্টারে যা পাওয়া যায় তা নিয়ে যায়। এরপর দোকানে সিসিটিভি ক্যামেরা লাগানো দেখতে পায় সে।
advertisement
ক্যামেরা দেখে মোটেই ভয় পায়নি সে। উল্টে সেটি দেখা মাত্রই নাচতে শুরু করে ওই চোর। ভিডিও দেখে নেটিজেনদের বক্তব্য চোর কি তবে তার লুঠ উদযাপন করছিল? সে প্রশ্নের উত্তর অবশ্য চোর নিজেই বলতে পারে। বর্তমানে তদন্ত চলছে। ভাইরাল হওয়া ভিডিওতে চোরের মুখ কিছুটা দেখা যাচ্ছে কারণ সে মুখে কাপড় বেঁধে রেখেছিল।
advertisement
यूपी में अब चोर चोरी के बाद जश्न मना रहा है चंदौली में @chandaulipolice आपकी कोई ज़िम्मेदारी है क्या ? @adgzonelucknow pic.twitter.com/RTnNJdScEa
— Manoj KAKA (@ManojSinghKAKA) April 18, 2022
জানা গিয়েছে এই ঘটনার পরের দিন সকালে মালিক আংশু সিং দোকানে পৌঁছে দেখেন, শাটার ভাঙা। এরপর দোকানের ভেতরে ঢুকে দেখেন তার ড্রয়ার থেকে নগদ টাকাও নেই। এরপরেই পুরো ঘটনার কারণ খুঁজতে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখতে গিয়ে তিনি এই অদ্ভুত ফুটেজ দেখতে পান। যে ভিডিও অংশে চোরকে আনন্দে নাচতে দেখা যায়। এরপরই খবর দেওয়া হয় চান্দৌলি থানায়। তারাই বর্তমানে বিষয়টি তদন্ত করছে।
Location :
First Published :
April 21, 2022 4:44 PM IST
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral Video Of Dancing Thief: দোকানে ডাকাতি করেই দুর্দান্ত নাচ শুরু চোরের! CCTV ফুটেজ ঝড়ের গতিতে ভাইরাল...