Green Chili Side Effects: প্রতিদিন পাতে কাঁচালঙ্কা খাওয়ার অভ্যেস নাকি? জানেন কী হতে পারে এর ফল! দেখে নিন...
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Green Chili Side Effects: খাবারে এক কামড় বসিয়েই লঙ্কা খুঁজতে থাকেন এমন মানুষ নেহাতই কম নয়। তাঁরা সকলেই বা অধিকাংশই অবশ্য খাবারের স্বাদ বাড়াতেই লঙ্কা খেতে চান পাতে। কিন্তু জানেন কি এর ফলে কী হতে পারে শরীরে?
ঝালপ্রেমীদের কাছে কাঁচা লঙ্কা একটি প্রিয় নাম। রান্নায় তো বটেই, খাবারের সঙ্গে আলাদা করে কাঁচালঙ্কা খান বাঙালি অবাঙালি অনেকেই। খাবারে এক কামড় বসিয়েই লঙ্কা খুঁজতে থাকেন এমন মানুষ নেহাতই কম নয়। তাঁরা সকলেই বা অধিকাংশই অবশ্য খাবারের স্বাদ বাড়াতেই লঙ্কা (Green Chilli Side Effects) খেতে চান পাতে। কিন্তু জানেন কি এর ফলে কী হতে পারে শরীরে?
advertisement
advertisement
advertisement
advertisement
হার্ট ভালো রাখে : নিয়মিত দুটি করে কাঁচামরিচ খেলে হার্টের কোনও ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে না। কাঁচামরিচে (Green Chilli Side Effects) থাকা বেশকিছু উপকারী উপাদান একদিকে যেমন রক্তে উপস্থিত খারাপ কোলেস্টেরলের মাত্রাকে কমিয়ে ফেলে, তেমনি ট্রাইগ্লিসারাইড যাতে নিয়ন্ত্রণের বাইরে চলে না যায়, সেদিকেও খেয়াল রাখে। শুধু তাই নয়, কোনওভাবেই যাতে ব্লাড ক্লট না হয়, তাও সুনিশ্চিত করে এই সবুজ সবজি। ফলে অ্যাথেরোস্ক্লেরোসিস এবং হার্ট অ্যাটাকের আশঙ্কা যায় কমে।
advertisement
advertisement
রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে : প্রতিদিন অন্তত দু’টি কাঁচালঙ্কা (Green Chilli Side Effects) খেলে কোনও রোগ সহজে কাছে ঘেঁষতে সাহস পাবে না। কারণ এতে রয়েছে প্রচুর ভিটামিন সি, বিটা ক্যারোটিন এবং অ্যান্টিঅক্সিডেন্ট, যা দেহের রোগ প্রতিরোধী ব্যবস্থাকে এতটাই শক্তিশালী করে তোলে যে কোনো রোগ-জীবাণুই শরীরের ক্ষতি করে উঠতে পারে না। ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট শুধু ইমিউনিটি বাড়ায় না, সেই সঙ্গে দৃষ্টিশক্তি ভালো করতে এবং ত্বককে সুন্দর করে তুলতেও সাহায্য করে।
advertisement
advertisement