Unique Wedding Viral: বরযাত্রীদের মাঝে ওটা কী? বিয়ের রাতে সুপারহিট চমক বর-কনের

Last Updated:
Unique Wedding Viral: বরযাত্রীর শোভাযাত্রায় এই ধরণের দৃশ্য সম্ভবত আগে কখনো দেখেনি কেউই। সবাই তাই হা করে দেখতে থাকে অভিনব এই বিয়ের মিছিল।
1/6
প্রচণ্ড গরমে মানুষ ঘরের বাইরে বেরোতে পারছে না। তারইমধ্যে বিয়ের মরশুম শুরু হয়েছে হুড়মুড়িয়ে। কিন্তু প্যাচপ্যাচে গরমে বিয়ের মজা ভালো করে উপভোগ করাই দায়। এদিকে বিয়ে ঘিরে নাচ, গান, হুল্লোড় কোনও কিছুতেই বাদ পড়তে নারাজ সবাই। বরং কব্জি ডুবিয়ে খাওয়া থেকে মন প্রাণ খুলে নাচ এই নিয়ে মেতে থাকতে চান বরপক্ষ থেকে কনের বাড়ির লোকজন।
প্রচণ্ড গরমে মানুষ ঘরের বাইরে বেরোতে পারছে না। তারইমধ্যে বিয়ের মরশুম শুরু হয়েছে হুড়মুড়িয়ে। কিন্তু প্যাচপ্যাচে গরমে বিয়ের মজা ভালো করে উপভোগ করাই দায়। এদিকে বিয়ে ঘিরে নাচ, গান, হুল্লোড় কোনও কিছুতেই বাদ পড়তে নারাজ সবাই। বরং কব্জি ডুবিয়ে খাওয়া থেকে মন প্রাণ খুলে নাচ এই নিয়ে মেতে থাকতে চান বরপক্ষ থেকে কনের বাড়ির লোকজন।
advertisement
2/6
কিন্তু গরমের ঠেলায় একটু নাচলেই দরদরিয়ে ঘামতে হচ্ছে। যার ফলে মাটি হচ্ছে মেক-আপ থেকে সাজগোজ সব। এমতাবস্থায় কেউ কেউ নিলেন এক অভিনব পন্থা। নতুন উদ্ভাবনী চিন্তা ব্যবহার করে রথ দেখা ও কলা বেচার প্ল্যান করছেন এমন অনেকেই। টেকনিক প্রয়োগ করে বরযাত্রীর শোভাযাত্রার পাশাপাশি রিকশায় কুলার বসিয়ে চলছে নাচ গান হুল্লোড়। যাতে বরযাত্রীর অতিথিদের গরম না লাগে তারই জন্য নেওয়া হয়েছে দুর্দান্ত এই প্ল্যান। ইতিমধ্যেই অভিনব এই দৃশ্যর ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় চূড়ান্ত ভাইরাল হয়ে গিয়েছে।
কিন্তু গরমের ঠেলায় একটু নাচলেই দরদরিয়ে ঘামতে হচ্ছে। যার ফলে মাটি হচ্ছে মেক-আপ থেকে সাজগোজ সব। এমতাবস্থায় কেউ কেউ নিলেন এক অভিনব পন্থা। নতুন উদ্ভাবনী চিন্তা ব্যবহার করে রথ দেখা ও কলা বেচার প্ল্যান করছেন এমন অনেকেই। টেকনিক প্রয়োগ করে বরযাত্রীর শোভাযাত্রার পাশাপাশি রিকশায় কুলার বসিয়ে চলছে নাচ গান হুল্লোড়। যাতে বরযাত্রীর অতিথিদের গরম না লাগে তারই জন্য নেওয়া হয়েছে দুর্দান্ত এই প্ল্যান। ইতিমধ্যেই অভিনব এই দৃশ্যর ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় চূড়ান্ত ভাইরাল হয়ে গিয়েছে।
advertisement
3/6
টেকনিক প্রয়োগ করে বরযাত্রীর শোভাযাত্রার পাশাপাশি রিকশায় কুলার বসিয়ে চলছে নাচ গান হুল্লোড়। যাতে বরযাত্রীর অতিথিদের গরম না লাগে তারই জন্য নেওয়া হয়েছে দুর্দান্ত এই প্ল্যান। ইতিমধ্যেই অভিনব এই দৃশ্যর ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় চূড়ান্ত ভাইরাল হয়ে গিয়েছে।
টেকনিক প্রয়োগ করে বরযাত্রীর শোভাযাত্রার পাশাপাশি রিকশায় কুলার বসিয়ে চলছে নাচ গান হুল্লোড়। যাতে বরযাত্রীর অতিথিদের গরম না লাগে তারই জন্য নেওয়া হয়েছে দুর্দান্ত এই প্ল্যান। ইতিমধ্যেই অভিনব এই দৃশ্যর ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় চূড়ান্ত ভাইরাল হয়ে গিয়েছে।
advertisement
4/6
প্রথম এই নজির গড়েছে মধ্যপ্রদেশের আজব এক পরিবার। সেই গল্পই এখন সোশ্যাল মিডিয়ার কল্যাণে ছড়িয়ে পড়েছে গোটা দেশ। এখন মধ্যপ্রদেশের টিকামগড় জেলার একটি বরযাত্রীর মিছিলের ভিডিও সোশ্যাল মিডিয়ায় খুব ভাইরাল হয়ে গিয়েছে। বিয়েতে বরযাত্রীদের সুবিধার্থে রিকশায় বসানো হয়েছে কুলার। যাতে তারা এই প্রচণ্ড গরমে ঘামতে না পারে এবং তারা আরামে শোভাযাত্রা উপভোগ করতে পারেন তারই জন্য নেওয়া হয়েছে দারুণ এই ব্যবস্থা।
প্রথম এই নজির গড়েছে মধ্যপ্রদেশের আজব এক পরিবার। সেই গল্পই এখন সোশ্যাল মিডিয়ার কল্যাণে ছড়িয়ে পড়েছে গোটা দেশ। এখন মধ্যপ্রদেশের টিকামগড় জেলার একটি বরযাত্রীর মিছিলের ভিডিও সোশ্যাল মিডিয়ায় খুব ভাইরাল হয়ে গিয়েছে। বিয়েতে বরযাত্রীদের সুবিধার্থে রিকশায় বসানো হয়েছে কুলার। যাতে তারা এই প্রচণ্ড গরমে ঘামতে না পারে এবং তারা আরামে শোভাযাত্রা উপভোগ করতে পারেন তারই জন্য নেওয়া হয়েছে দারুণ এই ব্যবস্থা।
advertisement
5/6
এখন মধ্যপ্রদেশের টিকামগড় জেলার একটি বরযাত্রীর মিছিলের ভিডিও সোশ্যাল মিডিয়ায় খুব ভাইরাল হয়ে গিয়েছে। বিয়েতে বরযাত্রীদের সুবিধার্থে রিকশায় বসানো হয়েছে কুলার। যাতে তারা এই প্রচণ্ড গরমে ঘামতে না পারে এবং তারা আরামে শোভাযাত্রা উপভোগ করতে পারেন তারই জন্য নেওয়া হয়েছে দারুণ এই ব্যবস্থা।
এখন মধ্যপ্রদেশের টিকামগড় জেলার একটি বরযাত্রীর মিছিলের ভিডিও সোশ্যাল মিডিয়ায় খুব ভাইরাল হয়ে গিয়েছে। বিয়েতে বরযাত্রীদের সুবিধার্থে রিকশায় বসানো হয়েছে কুলার। যাতে তারা এই প্রচণ্ড গরমে ঘামতে না পারে এবং তারা আরামে শোভাযাত্রা উপভোগ করতে পারেন তারই জন্য নেওয়া হয়েছে দারুণ এই ব্যবস্থা।
advertisement
6/6
টিকমগড়ের এই বরযাত্রীর শোভাযাত্রায় বর ও বরযাত্রীদের ব্যান্ড এবং ডিজের সঙ্গে সঙ্গে নাচতে দেখা যায়। আর তাঁদের সঙ্গে সঙ্গে একটি একটি রিকশায় ছুটতে দেখা যায় একটি কুলারকে। বরযাত্রীর শোভাযাত্রায় এই ধরণের দৃশ্য সম্ভবত আগে কখনো দেখেনি কেউই। সবাই তাই হা করে দেখতে থাকে অভিনব এই বিয়ের মিছিল।
টিকমগড়ের এই বরযাত্রীর শোভাযাত্রায় বর ও বরযাত্রীদের ব্যান্ড এবং ডিজের সঙ্গে সঙ্গে নাচতে দেখা যায়। আর তাঁদের সঙ্গে সঙ্গে একটি একটি রিকশায় ছুটতে দেখা যায় একটি কুলারকে। বরযাত্রীর শোভাযাত্রায় এই ধরণের দৃশ্য সম্ভবত আগে কখনো দেখেনি কেউই। সবাই তাই হা করে দেখতে থাকে অভিনব এই বিয়ের মিছিল।
advertisement
advertisement
advertisement