• Home
 • »
 • News
 • »
 • off-beat
 • »
 • Viral Video: বিয়েতে বরকে বসিয়ে রেখে ম্যাগি খেতে মগ্ন নতুন বউ! ভাইরাল ভিডিও দেখুন

Viral Video: বিয়েতে বরকে বসিয়ে রেখে ম্যাগি খেতে মগ্ন নতুন বউ! ভাইরাল ভিডিও দেখুন

Viral Video

Viral Video

সেই প্রমাণই পাওয়া গেল সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে (Viral Video)।

 • Share this:

  #নয়াদিল্লি: ভারতীয় বিয়ে মানেই উৎসব। বেশ কয়েকদিন ধরে আত্মীয়-বন্ধুদের নিয়ে একেবারে হই-হুল্লোড়ে মেতে থাকেন সকলেই। ভারতীয় বিয়ের বিভিন্ন রীতিও রয়েছে। বিশেষ করে নতুন বউকে না খেয়ে থাকতে হয় অনেকক্ষণ। তার উপর জীবনের এমন এক দিনে সবচেয়ে সুন্দর করে সাজার একটা চ্যালেঞ্জও থাকে। কিন্তু এ সবের মাঝে সব সময় কি খিদে চেপে রাখা যায়? সেই প্রমাণই পাওয়া গেল সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে (Viral Video)। যেখানে দেখা গিয়েছে, সাজ বন্ধ রেখে, বাইরে বরকে বসিয়ে রেেখ খেতে মগ্ন নতুন বউ। তাও আবার ম্যাগি।

  ইনস্টাগ্রামে মেক-আপ আর্টিস্ট মিস তনু অরোরা এই ভিডিও শেয়ার করেছেন (Viral Video)। ভিডিওটি নিমেষে নজর কেড়েছে সোশ্যাল মিডিয়া ইউজারদের (Viral Video)। সেখানে দেখা গিয়েছে, বিয়ের সাজের সময় নতুন বউ চেয়ারে বসে রয়েছেন। লেহেঙ্গার ব্লাউজ ও নীচে জিন্স পরেই খেতে শুরু করেছেন তিনি। মেক-আপ বন্ধ রেখে ম্যাগি খেতে ব্যস্ত কনে। ভিডিওটিতে শোনা যাচ্ছে, তাঁকে জিজ্ঞেস করা হচ্ছে, কী হয়েছে? কনের জবাব, খিদে পেয়েছে। এর পরই চামচে ম্যাগি তুলে নিয়ে কনের উত্তর, 'বর অপেক্ষা করবে'। অর্থাৎ, বোঝাই যাচ্ছে, বাইরে বর এসে গিয়েছেন বিয়ের আসরে।

  আরও পড়ুন: বিয়ে বলে কথা, বরের সাজ দেখে চোখ কপালে কনের! তুমুল ভাইরাল ভিডিও...

  আরও পড়ুন: একেই বলে এন্ট্রি! বিয়ের আসরে রিক্সায় বসে এলেন বর-বউ, তুমুল ভাইরাল ভিডিও

  কনেকে এর পর জিজ্ঞেস করা হয়, বর কতক্ষণ অপেক্ষা করবে? তিনি বলেন, 'এক আধ ঘণ্টা। দুইও হতে পারে।' সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও পোস্ট হতেই ভাইরাল হয়েছে। নেটিজেনের একাংশ দারুণ প্রশংসা করেছেন কনেকে, অনেকেই আবার রীতি ভাঙা নিয়ে প্রশ্ন তুলেছেন। তবে শাদিওয়ালি ম্যাগি খাওয়া নিয়ে দারুণ নজর কেড়েছে ভিডিওটি। অনেকেই নিজেদের ম্যাগি খাওয়ার নানা অভিজ্ঞতার কথাও শেয়ার করেছেন।

  Published by:Raima Chakraborty
  First published: