Viral Video: বিশ্বের সব থেকে বড় 'হা'! গোটা বার্গার ঢুকে যাচ্ছে মহিলার মুখে! ভাইরাল ভিডিওতে চমক
- Published by:Piya Banerjee
- news18 bangla
Last Updated:
Viral Video: কারও মুখের 'হা' এত বড় হতে পারে! ভিডিও দেখলে সত্যিই মুখ হা হয়ে যাবে!
নয়া দিল্লি: দাঁত বা গলার ডাক্তারের কাছে বড় বিপদে পড়তে হয়! টর্চ জ্বেলে যেই না হা করতে বলে তখনই সর্বনাশ। আরও বড় করুন, আরও বড়! বাপরে সে হা করতে গিয়ে গলা ব্যথা হয়ে যায়। আবার একটা বড় সাইজের ফুচকা খেতে গেলেও হা এত বড় করতে হয়, যে শেষে ফুচকা ভেঙে একাকার। একটা রসগোল্লাও অনেকে একবারে মুখে নিতে পারেন না। সেখানে এই মহিলাকে দেখলে আমি অবাক হয়ে যাবেন! হা তো যেন বিরাট ব্যাপার। সম্প্রতি সোশ্যাল মাধ্যমে তুমুল ভাইরাল এই ‘হা’! বলা হচ্ছে পৃথিবীর সব থেকে বড় মহিলার ‘হা’ হতে পারে এটি।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় সামান্থা রামসডেল নামের যুক্তরাষ্ট্রের স্ট্যামফোর্ডের এক মহিলা তাঁর সোশ্যাল মিডিয়া অর্থাৎ ইনস্টাগ্রামে এই ভিডিও শেয়ার করেছেন। সেখানে দেখা যাচ্ছে সামান্থার কাণ্ড কারখানা। যেখানে একটা রসগোল্লা মুখে ঢোকাতে অনেকে হিমশিম খান। এই মহিলা আস্ত বার্গার মুখে ঢুকিয়ে ফেলছেন। শুনে বিশ্বাস করার কথা নয়। বার্গারের যা সাইজ তাতে একটা বাইটও অনেক সময় বেশি হয়ে যায়। সেখানে আস্ত বার্গার মুখে নিচ্ছেন! কী করে!
advertisement
advertisement
advertisement
যদিও এই মহিলার ভিডিও দেখলে আর কোনও সন্দেহই থাকে না। দেখা যাচ্ছে পরিবারের সঙ্গে বেড়াতে গিয়েছেন তিনি। সেখানে নানা রকম খাবার খাচ্ছেন মহিলা। আর ভিডিও করছেন। বিরাট হাতে ঢুকে পড়ছে একের পর এক বার্গার, বিশালাকার মোমো। নানা খাবার। যা দেখে সত্যিই হা হওয়ার জো নেটিজেনদের! এই মহিলা প্রায় ২.৫ ইঞ্চি পর্যন্ত তাঁর মুখ খুলতে পারেন। তাঁর নাম ওয়ার্ল্ড গিনেস বুকেও রেকর্ড করা হয়েছে। বহু মানুষ এই ভিডিও দেখে ফেলেছেন। অবাক হবেন আপনিও!
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
May 18, 2023 9:58 PM IST
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral Video: বিশ্বের সব থেকে বড় 'হা'! গোটা বার্গার ঢুকে যাচ্ছে মহিলার মুখে! ভাইরাল ভিডিওতে চমক