Viral Video: 'বাবার দোকান উড়ে যেতে দেব না'! ঝড়ের সঙ্গে লড়াই তিন বছরের খুদের! ভাইরাল ভিডিও মন ভরাবে
- Published by:Piya Banerjee
- news18 bangla
Last Updated:
Viral Video: ঝড়কেও ভয় পেল না এই খুদে! দোকান বাঁচাতে দেখুন কী কাণ্ড করল সে!
নয়া দিল্লি: কালবৈশাখীর সময়ে মাঝে মধ্যেই ঝড় বৃষ্টি চলে আসে। অনেক সময় আগাম খবর থাকলেও বোঝা যায় না যে ঝড় কত জোড়ে বইবে। মুহূর্তে লন্ডভন্ড হয়ে যায় সব কিছু। আর এই আচমকা ঝড়ে সব থেকে বেশি ক্ষতি হয় গরীব মানুষের। ক্ষতি হয় রাস্তার ধারের ত্রিপল টানানো দোকানের। একটু একটু করে সঞ্চয় থেকেই ছোট্ট দোকান সাজিয়ে বসেন অনেকে। সম্বল বলতে ওই ছোট্ট দোকানটাই। সম্প্রতি সোশ্যাল মাধ্যমে এমন এক ভিডিও সামনে এসেছে যা আপনাকে ভাবতে বাধ্য করবে।
ভিডিওতে দেখা যাচ্ছে রাস্তার ধারে ত্রিপল টানিয়ে ছোট্ট দোকান সাজিয়েছেন এক ব্যক্তি। সারাদিন সেই দোকানেই থাকে তাঁর গোটা পরিবার। স্ত্রী ও ছোট্ট খুদেকে নিয়ে সংসার। রোজকার মতো সেদিনও দোকান সাজিয়েছিল ওই পরিবার। হঠাৎ করেই তেড়ে ওঠে ঝড়। এলোমেলো করে দিতে থাকে সব কিছু। সঙ্গে সঙ্গে দেখা যায় দোকানের ত্রিপল দড়ি দিয়ে বাঁধতে শুরু করেছেন এক মহিলা। তাঁর সঙ্গে রয়েছে বছর তিনেকের একটি বাচ্চা। এই বাচ্চার কাণ্ডই ভাইরাল হয়েছে সোশ্যাল মাধ্যমে।
advertisement
एक छोटा सा बच्चा अपने पापा के दुकान को आंधियों से बचा रहा है
एक बच्चा अपने बेटे होने की जिम्मेदारी निभा रहा है pic.twitter.com/SIkF8TDxJK
— अजय राज (@Ajayraj___420) May 16, 2023
advertisement
advertisement
যেই ঝড় উঠেছে ওই খুদে সঙ্গে সঙ্গে গিয়ে ত্রিপলের দড়ি টেনে ধরে রেখেছে। কিছুতেই সে উড়ে যেতে দেবে না বাবার দোকান। একটি চেয়ার হাওয়ায় উড়ে যায়। ঝড়কে পাত্তা না দিয়েই ওই খুদে ছুটে গিয়ে কোনওমতে টেনে আনে সেই চেয়ার। মাত্র ৩০ সেকেন্ডের ভিডিও। এটি ট্যুইটারে শেয়ার করেছেন অজয় রাজ নামের এক ব্যক্তি। সেখানেই লেখা, বাবার দোকান উড়ে যেতে দেব না। এই ভিডিও ইতিমধ্যে ৮ লক্ষ মানুষ দেখেছেন। বহু মানুষ শেয়ার করেছেন। সকলের মনে এখন এই খুদের জায়গা! ভিডিও দেখলে আপনিও খুদেকে ভাল না বেসে থাকতে পারবেন না!
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
May 18, 2023 9:16 PM IST
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral Video: 'বাবার দোকান উড়ে যেতে দেব না'! ঝড়ের সঙ্গে লড়াই তিন বছরের খুদের! ভাইরাল ভিডিও মন ভরাবে

