হোম /খবর /মালদহ /
পানীয় জলের কল থেকে বেরিয়ে আসছে জীবন্ত প্রাণী! ভয়াবহ ঘটনা মালদহে!

Malda News: পানীয় জলের কল থেকে বেরিয়ে আসছে জীবন্ত প্রাণী! ভয়াবহ ঘটনা মালদহে!

পানীয় জলে কেঁচো, প্রতিবাদে রাস্তায় জ্বলছে আগুন 

পানীয় জলে কেঁচো, প্রতিবাদে রাস্তায় জ্বলছে আগুন 

Malda News: মালদহে এসব কী হচ্ছে? জানলে অবাক হবেন

  • Share this:

মালদহ: পরিশ্রুত পানীয় জলের কল থেকে বেরিয়ে আসছে কেঁচো। জলের সঙ্গেকেঁচো বেরিয়ে আসতেই চক্ষুচড়ক গাছ এলাকাবাসীর। বিষয়টি জানাজানি হতেই এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।আতঙ্কে কারিগরি দফতরের পরিশ্রুত পানীয় জল পান করা বন্ধ করে দিল স্থানীয়রা। ঘটনায় কারিগরি দফতর কর্তৃপক্ষের ভূমিকায় ব্যাপক ক্ষোভ। প্রতিবাদে রাস্তায় নেমে বিক্ষোভ দেখাল সাধারণ মানুষ।

বিক্ষোভকারী মোমেদা খাতুন বলেন, জলের মধ্যে কেঁচো পাওয়া গেছে। সেই জল যদি আমরা পান করতাম তাহলে প্রত্যেকে অসুস্থ হয়ে যেত।মালদহের হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লকের অর্জুনা গ্রামের ঘটনা। গ্রামবাসীরা জলের কল খুলে হঠাৎ দেখতে পায় জলের মধ্যে কেঁচো।ব্যাপক আতঙ্ক ছড়ায় এলাকায়। প্রতিবাদে রাস্তায় নেমে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে এলাকার সাধারণ মানুষ। পিএইচইর জলে কীভাবে কেঁচো তা নিয়ে উঠেছে প্রশ্ন।

আরও পড়ুন:  উঠোনে দিব্যি বড় হচ্ছে এই গাছ! পুলিশ দেখেই গা-ঢাকা! যা ঘটল বর্ধমানে

এলাকাবাসীর অভিযোগ সঠিক ভাবে পরিষ্কার হয় না রিজার্ভার। দীর্ঘদিন ধরে জল দেওয়ার ক্ষেত্রে বেনিয়ম করছে পিএইচই কর্তৃপক্ষ। পিএইচইর জল ব্যবহার করা হচ্ছে চাষের ক্ষেত্রে।মাখনা এবং ধানের জমিতে দেওয়া হচ্ছে জল। কিন্তু তারপরেও চুপ ছিল এলাকাবাসী। এবার জলে কেঁচো পাওয়া যেতেই রীতিমত বিক্ষোভে ফেটে পড়ে তারা।যার জেরে ছড়ায় ব্যাপক চাঞ্চল্য। কর্তৃপক্ষের উদাসীনতা নিয়েও প্রশ্ন চিহ্ন উঠেছে।এলাকাবাসীর আশঙ্কা এই জল যদি এলাকার সকলে পান করতো তবে ভয়াবহ বিপদ ঘটে যেতে পারত। খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে হরিশ্চন্দ্রপুর ২ ব্লক বিডিও বিজয় গিরি।হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লক বিডিও বিজয় গিরি জানান, ঘটনাটি শুনেছি। বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।

হরষিত সিংহ

Published by:Piya Banerjee
First published:

Tags: Malda, Malda News, Water Crisis