• Home
 • »
 • News
 • »
 • off-beat
 • »
 • Snake Viral Video: 'আদরের' সাপ-কে স্নান করিয়ে, খাইয়ে ভাইরাল যুবক! রইল ভিডিও

Snake Viral Video: 'আদরের' সাপ-কে স্নান করিয়ে, খাইয়ে ভাইরাল যুবক! রইল ভিডিও

সাপের ভাইরাল ভিডিও

সাপের ভাইরাল ভিডিও

যে প্রাণী দেখলে শত হাত দূরে থাকেন সকলে, তাকেই আপন করে নিয়েছেন এই যুবক (Viral Video)!

 • Share this:

  #নয়াদিল্লি: সাপ দেখে ভয় পান না, এমন মানুষ কমই রয়েছেন৷ সাপকে পোষ মানানো তো মুখের কথা নয়৷ তবে ব্যতিক্রমও রয়েছে৷ ঠিক যেমন এই যুবক৷ কারণ তিনি নির্ভয় এই সরীসৃপের (snake) মাথায় জল ঢেলে স্নান করিয়ে দিচ্ছেন এবং তারপর জলও খেতে দিচ্ছেন সাপকে৷ সত্যিই যেন অসম্ভবকে সম্ভব করেছেন তিনি৷ আর এই ভিডিও ছড়িয়ে পড়তেই ভাইরাল হয়েছেন যুবক (Viral Video)৷

  আরও পড়ুন Viral Video: ময়লা ফেলার গাড়িতেই মহানন্দে নবদম্পতির নাচ! পৌঁছলেন বিয়ের মন্ডপে

  কল থেকে বালতিতে জল ভরছেন এক যুবক৷ তার সামনে ফণা তুলে রয়েছে কেউটে৷ তবে তাতে তার কোনও ভয় নেই৷ কারণ তিনি তো সাপ ভালবাসেন৷ সাপের খেয়াল রাখতেই তো এভাবে বালতিতে জল ভরছেন তিনি৷ তারপর জল ঢালছেন সাপের মাথায়৷ সাপটিও কোনও রকম নড়াচড়া করছে না৷ সম্ভবত সেও বুঝতে পারছে তার আদর ও কদর! অধিকাংশ ক্ষেত্রে সাপ দেখলে আঁতকে ওঠেন মানুষজন৷ কারণ সাপের কামড়ে মৃত্যু পর্যন্ত হয়৷ সেই ভয়ে কাঁটা হয়ে থাকেন সকলে৷ তবে এই ঘটনা পুরোপুরি আলাদা৷ যা দেখে নেটিজেনরা তাজ্জব (Viral Video Snake)!

  কোথাকার এই ভিডিও বা যুবকটি কে, তার পরিচয় সঠিক ভাবে জানা যায়নি৷ তবে এখনও যে পশুপ্রেম (Animal Lover) মানুষের মধ্যে রয়েছে তা দেখেই বাহবা দিচ্ছেন সকলে৷ ভয়ঙ্কর রূপের যে সব প্রাণী রয়েছে, তাদের দেখলেই পিটিয়ে মেরে ফেলা বা তাদের উত্যক্ত করার প্রবণতা দেখা যায় প্রায়সই৷ সেখানে এ ঘটনা একেবারেই আলাদা৷ তা দেখেই পশুপ্রেমীরা খুশি হয়েছেন৷

  আরও পড়ুন Viral! বিয়েবাড়িতে বেশি খাওয়ার জন্য যা করা হল অতিথির সঙ্গে...দেখুন

  ভিডিওটি খুবই জনপ্রিয় হয়েছে৷ ভিডিওটি সামনে আসতেই লাইক ও কমেন্টের বন্যা বয়ে গিয়েছে৷ ইতিমধ্যেই ৩৩ লক্ষ লাইক পেয়েছে ভিডিওটি৷ সকেলই প্রায় লিখছেন যে, পশুদের সঙ্গে সঠিক ব্যবহার প্রয়োজন! তবে এই ভিডিওটি গত বছরও সামনে এসেছিল৷ এবং তখনও সমানভাবে জনপ্রিয় হয়৷

  Published by:Pooja Basu
  First published: