Viral! বিয়েবাড়িতে বেশি খাওয়ার জন্য যা করা হল অতিথির সঙ্গে...দেখুন
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
এই বিষয়টি (Viral News)সামনে আসতেই নেটিজেনদের মধ্যে হৈচৈ পড়ে যায়৷
#লন্ডন: বিয়েবাড়িতে অতিরিক্ত খেলেন অতিথি, দিতে হল বাড়তি টাকা৷ বেশি খাবার ফলে তার থেকে টাকা চেয়ে নিলেন নবদম্পতি! অদ্ভূত শোনালেও, (Viral News)এটাই সত্যি৷ এই ঘটনার বিবরণ তিনি দিয়েছেন একটি আন্তর্জাতিক ওয়েবসাইটে৷ যা দেখে হতবাক সকলেই৷ কারণ বিয়ে বাড়িতে একটার বেশি মিষ্টি হোক বা মাংস, নির্দিষ্ট তো কিছু থাকে না৷ বরং অতিথিদের আপ্যায়ন করাই রীতি৷ তাদের পেট ও মন ভরে খাওয়ানোর চল রয়েছে সর্বত্র৷ আর এখানে কিনা একটু বেশি খাওয়ার জন্য চেয়ে নেওয়া হল টাকা!
advertisement
ঘটনাটি ঘটেছে লন্ডনে৷ বিয়েবাড়িতে (Wedding) সব কিছু সিসিটিভি-তে দেখছিলেন নবদম্পতি৷ তখনই তাদের নজরে পড়ে এক ব্যক্তি, যিনি এক টুকরো কেক বেশি খাচ্ছেন৷ সাধারণত বিদেশের বিয়েতে কেক কাটার রীতি রয়েছে৷ আর তা খেতে দেওয়া হয় অতিথিদের৷ এখানেও তাই হয়েছিল৷ সকলের পাতে পড়েছিল এক টুকরো কেক৷ যার মধ্যে এক অতিথি আরও এক টুকরো বেশি কেক চেয়ে নিয়েছিলেন৷ আর তাতেই ঘটন বিপত্তি৷ যেই তিনি অতিরিক্ত কেকের টুকরোটি নিলেন, তখনই তার কাছে পাঠানো হল একটি হোয়াটসঅ্যাপ মেসেজ! যা দেখে তিনি বুঝেই উঠতে পারলেন না বিষয়টা৷
advertisement

মেসেজে স্পষ্ট লেখা ছিল, আমরা সিসিটিভি-তে দেখলাম যে আপনি দু’টি টুকরো কেক খেলেন৷ আমরা আগেই জানিয়েছিলাম যে যারা যারা কেক খাবেন তাদের দাম দিতে হবে৷ এক একটি টুকরো কেকের জন্য দাম দিতে হবে অতিথিদের, তেমনই ঠিক হয়েছিল৷ তবে আপনি আরও এক টুকরো বেশি (Extra food) কেক খেলেন৷ তার জন্য বারতি টাকাটা দয়া করে দিয়ে দিন৷ এই ঘটনার পরই বোঝা যায় যে প্রতি আমন্ত্রিত অতিথির জন্য কেক থাকলেও, তার দাম চেয়ে নিতেন বিয়ে বাড়ির লোক!
advertisement
এই বিষয়টি সামনে আসতেই নেটিজেনদের মধ্যে হৈচৈ পড়ে যায় (Netizen react) ৷ কারণ এটা সত্যিই খুব অদ্ভূত কাণ্ড৷ কারণ সকলেই বলছেন যে সময় নবদম্পতি একে অপরের সঙ্গে প্রেমে ডুবে থাকা উচিৎ ছিল, সেই সময় তারা বিয়ে বাড়ির সিসিটিভি দেখতে ব্যস্ত ছিলেন! কেউ কেউ তো লিখেছেন যে, অতিথিদের থেকে টাকা চাওয়া খুবই লজ্জাজনক ব্যাপার৷ মানুষকে আমন্ত্রণ করে টাকা চাওয়া আসলে খুবই নীচু মনের পরিচয়৷ বলছেন অনেকে৷
Location :
First Published :
October 03, 2021 7:26 PM IST