Viral Video: বিয়ের রাতেই শালীর সঙ্গে সঙ্গে জামাইবাবুর কাণ্ড ফাঁস! নিমেষে ভাইরাল ভিডিও

Last Updated:

এমনই এক বিয়ের ভিডিও ভাইরাল (Viral Video) হয়েছে যেখানে খুনসুটি করতে দেখা গিয়েছে শ্যালিকা ও জামাইবাবুকে!

#নয়াদিল্লি: ভারতীয় বিয়ে (Indian Marriage) মানেই তাতে থাকবে হাসি-মজা-আনন্দ৷ সঙ্গে পাত্র ও পাত্রী পক্ষের খুনসুটি৷ কখনও বরের বন্ধুরা নতুন বৌদির সঙ্গে মজা করেন তো কখনও শ্যালিকারা জামাইবাবুর থেকে টাকা চেয়ে আনন্দ করেন৷ এভাবেই তো জমজমাট থাকে ভারতীয় বিয়ে বাড়ি৷ এবার এমনই এক ঘটনার সাক্ষী থাকল সোশ্যাল মিডিয়া (Social Media)৷ প্রয়সই এখন বিয়ের ছোট ছোট ভিডিও উঠে আসে ফেসবুক বা ইনস্টাগ্রামে৷ এই সব মজাদার ভিডিও দেখে মন খুলে হাসেন নেটিজেনরাও৷ আর সেই ভিডিওগুলো ভাইরাল হয়ে যায় দেখতে দেখতে (Viral Video of Indian wedding)৷ এমনই এক বিয়ের ভিডিও ভাইরাল হয়েছে যেখানে খুনসুটি করতে দেখা গিয়েছে শ্যালিকা ও জামাইবাবুকে!
advertisement
বিয়েতে জামাইদের থেকে টাকা চাওয়ার রীতি রয়েছে৷ এবং সেটা করে থাকেন শ্যালিকা বা ননদরা৷ জামাই যখন মেয়েকে বিয়ে করে নিয়ে আসেন তখন মোটা অঙ্কের টাকা দাবি করেন শ্যালিকারা৷ একই সঙ্গে নতুন বউ শ্বশুরবাড়িতে পা রাখার সঙ্গে সঙ্গে দরজা আটকে টাকা চান ননদরাও৷ এবার এভাবেই এক বিয়ে বাড়িতে জামাইবাবুর থেকে টাকা চাইছেন শ্যালিকা৷ প্রধানত জামাইবাবুর জুতো চুরি করা হয় এবং সেই জুতো আদায়ের জন্য টাকা দিতে এক প্রকার বাধ্য হন নতুন জামাই৷ এসব নিয়ে মজা৷ বলিউডের জনপ্রিয় হাম আপকে হ্যায় কৌন ছবিতে দেখা গিয়েছিল নিশা চরিত্রে মাধুরী দিক্ষিতকে৷ এমনই এক ভূমিকায় ছিলেন তিনি৷ সেখানে তাঁর জামাইবাবুর জুতো চুরি করে তার থেকে টাকা চাইছিলেন তিনি৷ আর তার পরিপ্রেক্ষিতে হিট গান ছিল জুতে দো পয়সে লো৷ অর্থাৎ টাকা দিলে তবেই মিলবে জুতো!
advertisement
advertisement
এই বিয়ে বাড়িতেও ঘটল এমন ঘটনা৷ শ্যালিকা জামাইবাবুর কাছে চেয়ে বসলেন টাকা কারণ তার হতে তখন পৌঁছে গিয়েছে প্রিয় জিজাজির জুতো৷ আর সিনেমার মাধুরীর মতো নেচে নেচে তিনিও বলছেন, জুতে দো পয়সে লো! এই ভিডিওটি দেখে নেটিজেনরা খুবই মজা পেয়েছেন৷ প্রচুর ভিউ পেয়েছে ভিডিও এবং সবাই বলছেন যে শালী-জামাইয়ের সম্পর্ক এমন না হলে হয়!
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Viral Video: বিয়ের রাতেই শালীর সঙ্গে সঙ্গে জামাইবাবুর কাণ্ড ফাঁস! নিমেষে ভাইরাল ভিডিও
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ২৯ সেপ্টেম্বর – ৫ অক্টোবর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ২৯ সেপ্টেম্বর – ৫ অক্টোবর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে
  • সাপ্তাহিক রাশিফল ২৯ সেপ্টেম্বর, ২০২৫ – ৫ অক্টোবর, ২০২৫

  • এই সপ্তাহটা কেমন যাবে আপনার?

  • দেখে নিন রাশি মিলিয়ে, জানাচ্ছেন চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement