ভাইরাল ভিডিও: সারা ভারত উৎসবে মেতেছিল হোলিতে। প্রতিবারের মতো এবারও ধুমধাম করে রঙের উৎসব পালন করতে দেখা গিয়েছে বিভিন্ন প্রান্তের মানুষকে। কিন্তু কিছু মানুষ নানা অদ্ভুত আচরণের কারণেই এবারও লাইমলাইটে এসে পড়েছেন। একই ঘটনা ঘটেছে রাজস্থানের এক দম্পতির সঙ্গে।
ছত্তিশগড়ের সেই ঘটনা মনে পরে? যে ঘটনা একটা সময় সকলকে অবাক করে দিয়েছিল। যেখানে ছত্তিশগড়ের ভিলাইতে, এক দম্পতিকে বাইকে প্রেম করতে দেখা যায়। ভিডিওতে দেখা যায় মহিলা বাইকের ট্যাঙ্কে বসে চালকের মুখোমুখি হয়ে ড্রাইভারকে অর্থাৎ প্রেমিককে জড়িয়ে ধরছিল। এবার একইরকম দৃশ্য দেখা গেল হোলিতেও।
রাজস্থানের রাজধানী জয়পুরে, হোলির দিনে এমনই একটি ভিডিওতে এক দম্পতিকে পাগলের মতো রোম্যান্স করতে দেখা যায় বাইকেই। ভাইরাল ভিডিওতে দেখা যায় অন্য একটি বাইকে বসে কেউ ও দম্পতির ভিডিও রেকর্ড করেছে, যা মুহূর্তে ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়।
ভিলাইয়ের সেই দম্পতির মতো, জয়পুরেও মেয়েটিকে ড্রাইভারের সামনে বসে থাকতে দেখা যায়। দুজনকে মুখোমুখি বসে একে অপরকে আলিঙ্গন করতেও দেখা যায় এই ভিডিওতে। দৃশ্য দেখে মিশ্র প্রতিক্রিয়া চোখে পড়েছে মানুষের মধ্যে। নেটিজেনদের মধ্যে কেউ কেউ মন্তব্য করেছেন এই ধরনের মানুষ হোলির মতো পবিত্র উৎসবকে কলুষিত করছেন।
जयपुर की सड़कों पर प्रेमी जोड़े का सरेराह आशिकी का ये वीडियो हुआ वायरल, पुलिस लेगी क्या एक्शन..?@ashokgehlot51@jaipur_police @8PMnoCM#jaipur #rajastan #viralvideo pic.twitter.com/km71bQ6zNW
— Dr. Ashok Sharma (@ashok_aajtak) March 7, 2023
এই ভিডিওটি নিজের ট্যুইটার অ্যাকাউন্টে পোস্ট করে, অশোক শর্মা নামে এক সাংবাদিক লিখেছেন - "জয়পুরের রাস্তায় প্রেমিক দম্পতির এই ভিডিও ভাইরাল হয়েছে, এবার এর জন্য পুলিশ কী ব্যবস্থা নেবে..?" ভিডিওতে ছেলেটিকে রয়্যাল এনফিল্ড বাইক চালাতে দেখা যাচ্ছে এবং মেয়েটি সামনে বসে তাকে জড়িয়ে ধরে আছেন। তার পাশে আরেকজন বাইকারও রয়েছেন যিনি সম্ভবত এই দম্পতির বন্ধু।
এই ভিডিওটি ৯ হাজারের বেশি ভিউ পেয়েছে এবং অনেকে মন্তব্য করে তাদের প্রতিক্রিয়া জানিয়েছেন। একজন বলেছেন- জয়পুরে এমন দৃশ্য দেখা সত্যিই দুর্ভাগ্যজনক। এই কাজগুলি রাজস্থানী সংস্কৃতিকেও দূষিত করে। এই মানুষগুলো রাজস্থানী হবে বলে মনে হয় না। অনেকে এই দম্পতিদের সমর্থনও করেছেন। একজন বললো- "এতে দোষ কি, এটা হোলি উৎসব, ওরা নিজেদের মতো করে উপভোগ করুক!"
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Viral, Viral Video