Interesting Fact || Beggars: ভবঘুরেদের চুল পড়ে না কেন...? তেলও লাগায় না, শ্যাম্পুও করে না! তবু মাথাভর্তি চুল কী করে! বিরাট রহস্য ফাঁস...
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
Interesting Fact || Beggars and Homeless: চুলে শ্যাম্পু, তেল না দিয়েও থাকবে গোড়া থেকে মজবুত, সুপারহিট ফর্মুলা
advertisement
advertisement
advertisement
অ্যালোপ্যাথি চিকিৎসক বা আধুনিক বিজ্ঞানের চিকিৎসকদের কাছে এই প্রশ্নের উত্তর নেই। কিন্তু আয়ুর্বেদের একটি প্রাচীন গ্রন্থে এর উত্তর লুকিয়ে আছে। সেই বই অনুসারে, যারা তাদের জীবন যাপনের জন্য প্রাকৃতিক সম্পদের উপর নির্ভরশীল, তাঁদের রোগ প্রতিরোধ ক্ষমতা অন্য যে কোনও ব্যক্তি যাঁরা এমনকি প্রোটিন শেকও পান করেন, তাঁদের চেয়ে অনেক বেশি। প্রতীকী ছবি
advertisement
advertisement
আয়ুর্বেদের ব্যাখ্যায় আরও বলা হয়েছে এই ধরণের মানুষ তাঁদের জীবনে জৈবিক ঘড়ি অনুসরণ করেন। সেই ঘড়ি অনুসারে তাঁরা সাধারণত খুব সকালে ঘুম থেকে ওঠেন এবং সন্ধ্যায় ঘুমাতে যান। একই সঙ্গে রোদ থেকে বাঁচতে গাছের ছায়ায় এবং ঠাণ্ডা থেকে বাঁচতে কাঠ জ্বালিয়ে বসে থাকেন এঁরা। এ ছাড়া এই ব্যক্তিরা জীবনে কোনও ধরনের মানসিক চাপ নেন না। প্রতীকী ছবি
advertisement
advertisement
শুধু আয়ুর্বেদেই নয়। এই প্রশ্নের উত্তর কিন্তু লুকিয়ে আছে জ্যোতিষশাস্ত্রেও। এই শাস্ত্র মতে, যে ব্যক্তির রাশিতে শনি উপাদান শক্তিশালী এবং মঙ্গল ও সূর্যের উপাদান মৃত, সেই ব্যক্তি অলস। এই কারণে, তারা তাদের স্বাস্থ্যের যত্ন নেন না। এই কারণে, এই ধরনের মানুষের চুল এবং নখ অন্যদের তুলনায় শক্তিশালী হয়। অনেক সময় আমৃত্যু এমন মানুষের চুল সাদা হয় না। প্রতীকী ছবি
advertisement
advertisement