How To Reduce Electric Bill: প্রাণ ভরে, মনের সুখে চালান AC! শুধু মেনে চলুন এই কয়েকটি 'নিয়ম'! একটুও বাড়বে না বিদ্যুতের বিল...
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
How To Reduce Electric Bill: এই গরমেও কয়েকটি কাজ করলে নিয়ন্ত্রণে থাকবে ইলেকট্রিক বিল। কী ভাবে? জানতে চট করে পড়ে ফেলুন প্রতিবেদনটি।
ঝড়-বৃষ্টির পূর্বাভাস থাকলেও এবার যে গরমে ত্রাহি ত্রাহি রব উঠবে বাংলার আবহাওয়ায় তা আগেই জানিয়ে দিয়েছে আবহাওয়া দফতর। রেকর্ড গরম পড়ার পূর্বাভাস দিয়েছে আলিপুর। গরমের জন্য তৈরি হচ্ছে গৃহস্থও। এদিকে ভয় অন্য দিকেও। সেই ভয় পকেট নিয়ে। আগামী কয়েক মাস ধরেতাই রাতে শুতে গেলে এসি চালানো এক প্রকার বাধ্যতামূলক হয়ে পড়বে। কিন্তু সারা রাত এসি চললে তার প্রভাব দেখা যাবে ইলেকট্রিক বিলে।
advertisement
advertisement
advertisement
কোনও AC-র অটো মোড স্বয়ংক্রিয়ভাবে ঘরের তাপমাত্রা অনুযায়ী সেই এয়ার কন্ডিশনারের ফ্যানের গতি এবং তাপমাত্রা সেট করে। কখন কম্প্রেসর ও ফ্যান চালু হবে, কখন বন্ধ হবে, কতক্ষণ তা চলবে, অটো মোড একটা এসি-র ক্ষেত্রে এই সব কিছুই স্বয়ংক্রিয় ভাবে করতে থাকে। তার থেকেও বড় কথা হল AC-র Auto Mode একটা ঘরের মধ্যে ভাল পরিবেশ বজায় রাখতে সাহায্য করে।
advertisement
advertisement
advertisement
advertisement