Viral Video: বরফের কার্পেট পাতা... এ যেন ঠিক 'স্বর্গ'!। ভারতীয় রেল শেয়ার করল 'নৈস্বর্গিক দৃশ্য'! কোথায়? দেখে পাগল নেটপাড়া!

Last Updated:

Viral Video: শীতকালে যেমন একদিকে হাড়কাঁপুনী আর পারদপতনে নাজেহাল হাল হয় মানুষের। তেমন আবার এই শীতকালেই কিছু কিছু জায়গার সৌন্দর্য যেন বেড়ে যায় কয়েক গুণ।

তুষারপাতে ভাইরাল রেলওয়ে স্টেশন
তুষারপাতে ভাইরাল রেলওয়ে স্টেশন
#ভাইরাল ভিডিও: শীতকালে যেমন একদিকে হাড়কাঁপুনী আর পারদপতনে নাজেহাল হাল হয় মানুষের। তেমন আবার এই শীতকালেই কিছু কিছু জায়গার সৌন্দর্য যেন বেড়ে যায় কয়েক গুণ। আর সেই তালিকায় এই দেশের মধ্যে প্রথম সারিতে ভূস্বর্গ কাশ্মীর।
লাগাতার তুষারপাতে যেন আরও আরও সুন্দর হয়ে ওঠে পৃথিবীর এই স্বর্গ। সম্প্রতি ভারতীয় রেল জম্মু ও কাশ্মীরের তুষার বিছানো স্টেশনগুলির নৈস্বর্গিক কিছু ছবি শেয়ার করেছে। শুধু তাই নয়, কাশ্মীরের তুষারাবৃত উপত্যকার মধ্য দিয়ে ট্রেন চলে যাওয়ার ‘সুন্দর’ একটি দৃশ্যের ভিডিও ট্যুইটারের শেয়ার করেছে রেল মন্ত্রক। ভিডিওতে ট্রেনটিকে জম্মু ও কাশ্মীরের ‘হামরে’ স্টেশনের মধ্য দিয়ে যেতে দেখা যাচ্ছে।
advertisement
advertisement
কাশ্মীরকে বলা হয় পৃথিবীর স্বর্গ। বিশেষ করে শীতকালে তুষারপাত কাশ্মীরের সৌন্দর্য বাড়িয়ে দেয় আরও। কাশ্মীরে দেখার মতো অনেক পর্যটন স্থান রয়েছে। এর মধ্যে শ্রীনগর, গুলমার্গ, পাহেলগাম, বুদগাম প্রভৃতি উল্লেখযোগ্য। বিপুল সংখ্যক পর্যটক তুষারপাত উপভোগ করতে কাশ্মীরে যান। পর্যটকদের পছন্দের কথা মাথায় রেখেই টানা ভারী তুষারপাতের মধ্যেও তৎপরতা অব্যাহত রেখেছে রেলপথ মন্ত্রণালয়। গণমাধ্যমে ভাইরাল হওয়া এই ভিডিও থেকে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
advertisement
ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে ট্রেনটি বরফের চাদরে ঢাকা সুন্দর সমতলভূমির মধ্য দিয়ে যাচ্ছে। প্রসঙ্গত, কাশ্মীরে শীতকালে প্রবল তুষারপাত হয়। এর ফলে গোটা উপত্যকাটি বরফের চাদরে ঢেকে যায়। আর তাতেই আরও আকর্ষণীয় হয়ে ওঠে পর্যটকদের কাছে।
advertisement
ঘন তুষারপাতের মধ্যে রেল পরিচালন ও পরিষেবা চালু রাখা কিন্তু সহজ নয়। তা সত্ত্বেও ভারতীয় রেলের প্রচেষ্টা প্রশংসনীয়। তীব্র ঠান্ডার মধ্যেও যখন পর্যটকরা উপত্যকায় বেড়াতে আসছেন তাঁরা রেল পরিষেবা ব্যবহার করতে যাতে উৎসাহিত হন তার চেষ্টা চালিয়ে যাচ্ছে ভারতীয় রেল। ভাইরাল এই ভিডিওতে বানিহাল থেকে বডগামের মধ্যে 'হামরে' স্টেশন দিয়ে ট্রেন যাচ্ছে। এই স্টেশনটি পুরোপুরি বরফে ঢাকা। এই দৃশ্য খুবই সুন্দর।
advertisement
ছবিতে দেখা যাচ্ছে, সর্বত্র বরফের কার্পেট বিছানো যেন। আর তার মধ্যে দিয়েই একটি যাত্রীবাহী ট্রেন জম্মু ও কাশ্মীরের বরফে ঢাকা বারামুল্লা-বানিহাল অংশ দিয়ে যাচ্ছে। এর পাশাপাশি রেলমন্ত্রী অশ্বানি বৈষ্ণবও ট্যুইটারে বরফে ঢাকা শ্রীনগর রেলওয়ে স্টেশনের ছবি শেয়ার করেছিলেন। সুন্দর বরফে ঢাকা পাহাড় দেখে প্রত্যয়ী হয়েছেন রেলমন্ত্রী অশ্বনী বৈষ্ণব।
advertisement
টুইটারে একের পর এক বরফে ঢাকা শ্রীনগর রেলস্টেশনের বেশ কিছু ছবি শেয়ার করেছেন তিনি। এর আগে, রেল প্রতিমন্ত্রী দর্শনা জারদোশও বরফে ঢাকা শ্রীনগর রেলওয়ে স্টেশনের ছবি শেয়ার করেছিলেন। ভারতীয় রেলওয়েকে বিশ্বের বৃহত্তম রেল নেটওয়ার্ক হিসাবে বিবেচনা করা হয়। রেলওয়ে তার নেটওয়ার্ক তৈরি করেছে সমতল, পাহাড়, পর্বত, জলের নিচে সর্বত্র।
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral Video: বরফের কার্পেট পাতা... এ যেন ঠিক 'স্বর্গ'!। ভারতীয় রেল শেয়ার করল 'নৈস্বর্গিক দৃশ্য'! কোথায়? দেখে পাগল নেটপাড়া!
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement