Viral Video: চাকরির ইন্টারভিউ দিতে বসে ভেংচি কেটে ফেললেন যুবক! তারপর একী হল? তুমুল ভাইরাল ভিডিও
- Published by:Piya Banerjee
- news18 bangla
Last Updated:
Viral video: চাকরির ইন্টারভিউতে এমন কাণ্ড ঘটালেন যুবক, না দেখলে বিশ্বাস হবে না! হু হু করে ভাইরাল ভিডিও
নয়া দিল্লি: চাকরির ইন্টারভিউ মানেই সকলের মনেই একটু হলেও ভয় কাজ করে! সকলেই ইন্টারভিউ ভালভাবে দিতে চান! চাকরি পাওয়ার জন্য অনেকেই আলাদা করে কোর্সও করেন! ঠিক কীভাবে প্রশ্নের উত্তর দিতে হবে সে সব নিয়ে অনেকেই আগে থেকে পড়াশুনো করে তবেই ইন্টারভিউ দিতে বসেন! তাছাড়া আজকাল ওয়াক ইন ইন্টারভিউ মানে একেবারে অফিসে পৌঁছে চাকরির ইন্টারভিউ দিতে হয় না বহু কোম্পানির ক্ষেত্রেই! সবটাই অনলাইন ভিডিও কলের মাধ্যমে চাকরির ইন্টারভিউ নেওয়া হয়! যা সত্যিই বেশ সুবিধেজনক! তবে বাড়িতে বসে ইন্টারভিউ দিলেও তা নিয়ে টেনশন কিন্তু কিছু কম থাকে না! তবে এই যুবকের ক্ষেত্রে বিষয়টা একেবারে আলাদা! সম্প্রতি ভাইরাল হওয়া এই যুবকের ইন্টারভিউ দেখলে না হেসে থাকতে পারবেন না!
সম্প্রতি এক্স হ্যান্ডেলে একটি ভিডিও তুমুল ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে এক যুবক নিজের ল্যাপটপ খুলে অনলাইন চাকরির ইন্টারভিউ দিচ্ছেন! এই সময় ওই যুবককে তাঁর নিজের সম্পর্কে বলতে বলা হয় কোম্পানির তরফ থেকে! সে নিজের সর্ম্পকে বলতে বলতে হঠাৎ করে জিভ বের করে ভেংচি কেটে বসে ক্যামেরার দিকে তাকিয়ে! যুবক ভেবেছিল সে ক্যামেরা অফ রেখে ইন্টারভিউ দিচ্ছে। কিন্তু সেই সময় তাঁর ল্যাপটপের ক্যামেরা অন ছিল। এবং এই ভেংচি কাটা দেখে ফেলেই কোম্পানি কতৃপক্ষ থেকে বলা হয়, “আপনার ক্যামেরা অন আছে!” যা শুনে বেজায় লজ্জায় পড়ে ক্যামেরা অফ করে ইন্টারভিউ থেকে বেরিয়ে যায় ওই যুবক!
advertisement
Job interview gone wrong
I think he won’t get selected pic.twitter.com/lh5yk1CsQm— Godman Chikna (@Madan_Chikna) November 18, 2024
advertisement
Job interview gone wrong
I think he won’t get selected pic.twitter.com/lh5yk1CsQm— Godman Chikna (@Madan_Chikna) November 18, 2024
advertisement
এই ভিডিও সোশ্যাল মাধ্যমে শেয়ার হতেই শুরু হয় হাসির রোল! এক নেটিজেন লেখেন, “আমি এই যুবককে চাকরি দিতে চাই!” আবার কেউ লেখেন, “এমন মজার ছেলে আগে দেখিনি।” আবার কেউ কেউ লেখেন, “যুবককে চাকরি দেওয়াই উচিত নয়!” তবে সমালোচনা নয়, এই ভিডিও দেখে হেসে কুটিকুটি নেটিজেনরা! মুহূর্তে ভাইরাল হয় ভিডিও। কয়েক লক্ষ ভিউ হয়ে যায় এই ভিডিওর! রাতারাতি ফেমাস হয়ে যান ওই যুবক!
Location :
Kolkata,West Bengal
First Published :
November 20, 2024 4:55 PM IST
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral Video: চাকরির ইন্টারভিউ দিতে বসে ভেংচি কেটে ফেললেন যুবক! তারপর একী হল? তুমুল ভাইরাল ভিডিও