Viral Video: চলন্ত গাড়ির উপর কালো লোমশ 'দৈত্য'! হাইওয়েতে যা ঘটল, আতঙ্কে শিউরে উঠলেন পথচলতি মানুষ

Last Updated:

Viral Video: কালো বিশালাকার শরীর এবং সাদা শিং-সহ ওই ষাঁড়টিকে এক ব্যক্তি গাড়িতে উঠিয়ে নিয়ে যাচ্ছিলেন। পথচলতি মানুষ এবং অন্য গাড়ির চালকেরা সঙ্গে সঙ্গে বিষয়টি পুলিশকে জানান।

গাড়ির বাঁ দিকে স্টিয়ারিং হাতে চালক, ডানদিকে দৈত্যাকার এক ষাঁড় দাঁড়িয়ে শিং বাগিয়ে। সেই অংশের ছাদ উড়িয়ে দেওয়া হয়েছে গাড়ির উপর থেকে। গাড়ির সামনেও বাঁকানো শিং-এর অলঙ্করণ। হাইওয়ে দিয়ে ছুটছে গাড়ি।এমন দৃশ্য ঘিরেই সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠেছে। কালো বিশালাকার শরীর এবং সাদা শিং-সহ ওই ষাঁড়টিকে এক ব্যক্তি গাড়িতে উঠিয়ে নিয়ে যাচ্ছিলেন। পথচলতি মানুষ এবং অন্য গাড়ির চালকেরা সঙ্গে সঙ্গে বিষয়টি পুলিশকে জানান। বহু চেষ্টার পর পুলিশ অভিযুক্ত ব্যক্তিকে ধরে ফেলে। তাঁকে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।
অবাক করা এই ঘটনাটি ঘটেছে আমেরিকার নেব্রাস্কা অঞ্চলে। এই ঘটনার একটি ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় সকলের কাছে ঘুরছে। ভিডিও-তে দেখা যাচ্ছে কীভাবে ওই ব্যক্তি তাঁর গাড়ি করেই ওই বৃহদাকার ষাঁড়টিকে বহন করে নিয়ে যাচ্ছেন। দূর থেকে দেখলে মনে হতে পারে ষাঁড়টি বিপজ্জনক ভাবে দাঁড়িয়ে রয়েছে। কিন্তু গাড়ির মালিক তাঁর গাড়িটি এমন ভাবে ডিজাইন করেছেন যে ষাঁড়টি আরামে দাঁড়াতে পারে। তার নিরাপত্তার জন্য একটা রেলিংও দেওয়া ছিল।
advertisement
advertisement
সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে যে, যে ব্যক্তি ষাঁড়টিকে বহন করে গাড়ি চালাচ্ছিলেন তাঁর নাম লি মায়ার। তিনি নেব্রাস্কার নেলেগ এলাকার বাসিন্দা। লি নিজের এই পোষ্যের নাম রেখেছেন ‘হাউডি ডুডি’। গত ৩০ অগস্ট, সকাল ১০টার দিকে লি মেয়ার ২৭৫ রুটের পূর্ব দিক দিয়ে গাড়ি চালিয়ে শহরে আসছিলেন। সেখানেই পথচলতি মানুষ এই অদ্ভুত দৃশ্য দেখে নরফোক পুলিশ ডিভিশনে ফোন করে ঘটনাটি জানান।
advertisement
ফোন পেয়ে পুলিশ গাড়ি থামালে ঘটে আর এক বিপত্তি। হাউডি ডুডি বিভ্রান্ত হয়ে পিছনের জানালায় ময়লা ছেটাতে শুরু করে। এরপর ওই গাড়ির চালককে আটক করে পুলিশ। স্থানীয় পুলিশের ক্যাপ্টেন চ্যাড রেইম্যান জানিয়েছেন, চলন্ত গাড়িতে এক চালক একটি ষাঁড় নিয়ে যাচ্ছেন শুনে পুলিশ ভেবেছিল হয়তো বাছুর বা ছোট কোনও জন্তু হবে। কিন্তু তারপর কাণ্ড দেখে তারাও হতবাক। চ্যাড রেইম্যান আরও বলেন, অভিযুক্ত যুবককে আটক করে সতর্ক করে দেওয়া হয়েছে। এর পরে, লি মেয়ার হাউডি ডুডিকে নিয়ে বাড়ি ফিরে যান।
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral Video: চলন্ত গাড়ির উপর কালো লোমশ 'দৈত্য'! হাইওয়েতে যা ঘটল, আতঙ্কে শিউরে উঠলেন পথচলতি মানুষ
Next Article
advertisement
GST Reforms: উত্তরের ভ্রমণে এবারে আরও সস্তা! GST কমায় দার্জিলিংয়ে কতটা কমছে হোটেল ভাড়া? পর্যটক না ব্যবসায়ীদের লাভ? জানুন
উত্তরের ভ্রমণে এবারে আরও সস্তা! GST কমায় দার্জিলিংয়ে কতটা কমছে হোটেল ভাড়া? জানুন
  • নতুন GST নিয়মে ৭,৫০০ টাকার নিচে হোটেল ভাড়ার উপর ১২ শতাংশ থেকে কমে ৫ শতাংশ হবে।

  • পর্যটকদের জন্য নয়া GST নিয়মে খরচ কমবে, পাহাড়ি অঞ্চলে পর্যটকদের ভিড় বাড়বে।

  • হোটেল ও হোমস্টে মালিকদের সিদ্ধান্তের উপর নির্ভর করবে পর্যটকদের সাশ্রয় কতটা হবে।

VIEW MORE
advertisement
advertisement