Pratyusha Banerjee Death Case: শারীরিক-মানসিক হেনস্তা প্রত্যুষাকে, প্রেমিক রাহুলের নির্যাতনেই আত্মহত্যা করেছিলেন 'বালিকা বধূ'! জানাল কোর্ট

Last Updated:

Pratyusha Banerjee Death Case: প্রেমিক রাহুল সিংয়ের কাছে হেনস্তার শিকার হয়েছিলেন বালিকা বধূ অভিনেত্রী৷ সহ্য করতে না পেরেই নাকি আত্মহত্যার সিদ্ধান্ত নেন প্রত্যুষা৷ একথাই স্পষ্ট জানিয়ে দিল মুম্বই আদালত৷

বাঙালি অভিনেত্রী প্রত্যুষা বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু নিয়ে কম জলঘোলা হয়নি৷ প্রেমিক রাহুল সিংয়ের কাছে হেনস্তার শিকার হয়েছিলেন বালিকা বধূ অভিনেত্রী৷ সহ্য করতে না পেরেই নাকি আত্মহত্যার সিদ্ধান্ত নেন প্রত্যুষা৷ একথাই স্পষ্ট জানিয়ে দিল মুম্বই আদালত৷
প্রত্যুষার মৃত্যু মামলায় অভিযুক্ত প্রেমিক রাহুলের মুক্তির আবেদন খারিজ করে দিল আদালত৷ এবং সেই পরিপ্রেক্ষিতেই আদালত স্পষ্ট এও জানিয়ে দিয়েছে, প্রেমিক রাহুল প্রত্যুষাকে শারীরিক ও মানসিক ভাবে হেনস্তা করতেন৷ এমনকি রাহুলের জন্যই আর্থিক হয়রানির শিকার হয়েছিলেন নায়িকা৷ এই প্রতিটি ঘটনাই ধীরে ধীরে মানসিক অবসাদের কারণ হয়ে উঠেছিল প্রত্যুষার৷ তারপরই আত্মহত্যার পথ বেছে নেন তিনি৷ গত ১৪ অগাস্ট রাহুলের মুক্তির আবেদন খারিজ করে দেয় আদালত৷ তারপর আসল কারণ প্রকাশ্যে আসে৷
advertisement
advertisement
সালটা ২০১৬৷ ১ এপ্রিল গলায় ফাঁস লাগিয়ে ফ্ল্যাটে আত্মহত্যা করেছিলেন বাঙালি অভিনেত্রী প্রত্যুষা বন্দ্যোপাধ্যায়৷ অভিনেত্রীর মৃত্যুর খবরে নড়ে গিয়েছিল বিনোদন জগত৷ বছর ২৪-এর অভিনেত্রীর এমন মর্মান্তিক পরিণতি কেউই মেনে নিতে পারেনি৷ তারপর থেকেই আসল দোষীকে খুঁজে বার করার জন্য একাধিক ধারায় প্রেমিক রাহুল সিংয়ের বিরুদ্ধে মামলা দায়ের করেন প্রত্যুষার মা৷ অভিনেত্রীর পরিবার ছাড়াও তাঁর দুই ঘনিষ্ঠ বন্ধু বিকাশ ও কাম্যাও অভিযোগ আনেন৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
Pratyusha Banerjee Death Case: শারীরিক-মানসিক হেনস্তা প্রত্যুষাকে, প্রেমিক রাহুলের নির্যাতনেই আত্মহত্যা করেছিলেন 'বালিকা বধূ'! জানাল কোর্ট
Next Article
advertisement
ছোট্ট প্রতিমা, বর্ধমানের শিল্পীর তৈরি দুর্গা মূর্তি পাড়ি দিল কানাডায়!
ছোট্ট প্রতিমা, বর্ধমানের শিল্পীর তৈরি দুর্গা মূর্তি পাড়ি দিল কানাডায়!
  • বর্ধমানের শিল্পীর তৈরি দুর্গা প্রতিমা পাড়ি জমালো সুদূর কানাডায়। ফাইবার দিয়ে তৈরি ছোট্ট সাবেকি  একচালার দুর্গা প্রতিমা। পৌঁছে যাচ্ছে বিদেশে। এর আগে শিল্পী নরওয়েতে লক্ষ্মী ও সরস্বতী এবং আমেরিকায় শিবের মূর্তি পাঠিয়েছিলেন। এই প্রথম বিদেশে দুর্গা প্রতিমা পাঠালেন তিনি।

VIEW MORE
advertisement
advertisement