Viral Video: লাল শাড়ি পরে হৃত্বিক রোশনের ‘ব্যাং ব্যাং’ গানে অদ্ভূত নাচ ‘আন্টি’-র ! বিয়ে বাড়ির ভিডিও ভাইরাল

Last Updated:

Viral Video of Aunty Dancing in a Wedding: নেটিজেনরা অনেকেই কমেন্ট করেন, আন্টিজি কিছু খেয়ে নেন নি তো ? অনেকেই বলেন হয়তো উনি নেশা করেছেন ৷ তাই এরকম নাচ ৷

Photo: Twitter
Photo: Twitter
নয়াদিল্লি: বিয়ের মরশুম এতদিন চলেছে ৷ করোনার আতঙ্ক ভুলে সেজেগুজে অতিথিরা বিয়ে বাড়ি ভালোমতোই এনজয় করছেন ৷ খাওয়া দাওয়া তো আছেই, সঙ্গে নাচ, গান অন্তাক্ষরীর আসর- কোনও কিছুই বাদ ছিল না ৷ পৌষ মাস পড়ে গিয়েছে ৷ এর মধ্যে আর কোনও বিয়ে নেই ৷ বিবাহ অনুষ্ঠান আবার ১৪ জানুয়ারির পরে ৷ তবে এরই মধ্যে বিভিন্ন বিয়ে বাড়ির অনুষ্ঠানের ছবি এবং ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে (Viral Video) ৷ যার মধ্যে দেখা গিয়েছে এক মহিলাকে হৃত্বিক রোশন-ক্যাটরিনা কাইফের সুপারহিট গান ‘ব্যাং ব্যাং’-এ নাচতে (Viral Video of Aunty Dancing in a Wedding) ৷
advertisement
সে নাচ আবার যেমন তেমন নয় ৷ একেবারে মাটিতে বসে পড়ে নাচ ৷ শাড়ি পরে ‘আন্টি’ যে নাচটা নেচেছেন, স্বয়ং হৃত্বিক রোশন দেখলেও চমকে উঠবেন ৷ বয়স্ক ওই মহিলাকে শাড়ি পরে ওরকম নাচতে দেখে প্রত্যেকেই হাততালি দিয়ে তাঁকে উৎসাহ দেন ৷ এই নাচের ভিডিও নেট মাধ্যমে ভাইরাল হতে বেশি সময় লাগেনি ৷
advertisement
নেটিজেনরা অনেকেই কমেন্ট করেন, আন্টিজি কিছু খেয়ে নেন নি তো ? অনেকেই বলেন হয়তো উনি নেশা করেছেন ৷ তাই এরকম নাচ ৷ আর এ ভাবে বিয়েবাড়িতে বয়স্ক কোনও মহিলাকে নাচতে খুব একটা দেখা যায় না ৷ রীতিমতো সবাইকে চমকেই দিয়েছেন আন্টিজি !
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral Video: লাল শাড়ি পরে হৃত্বিক রোশনের ‘ব্যাং ব্যাং’ গানে অদ্ভূত নাচ ‘আন্টি’-র ! বিয়ে বাড়ির ভিডিও ভাইরাল
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement