Viral Video: লাল শাড়ি পরে হৃত্বিক রোশনের ‘ব্যাং ব্যাং’ গানে অদ্ভূত নাচ ‘আন্টি’-র ! বিয়ে বাড়ির ভিডিও ভাইরাল

Last Updated:

Viral Video of Aunty Dancing in a Wedding: নেটিজেনরা অনেকেই কমেন্ট করেন, আন্টিজি কিছু খেয়ে নেন নি তো ? অনেকেই বলেন হয়তো উনি নেশা করেছেন ৷ তাই এরকম নাচ ৷

Photo: Twitter
Photo: Twitter
নয়াদিল্লি: বিয়ের মরশুম এতদিন চলেছে ৷ করোনার আতঙ্ক ভুলে সেজেগুজে অতিথিরা বিয়ে বাড়ি ভালোমতোই এনজয় করছেন ৷ খাওয়া দাওয়া তো আছেই, সঙ্গে নাচ, গান অন্তাক্ষরীর আসর- কোনও কিছুই বাদ ছিল না ৷ পৌষ মাস পড়ে গিয়েছে ৷ এর মধ্যে আর কোনও বিয়ে নেই ৷ বিবাহ অনুষ্ঠান আবার ১৪ জানুয়ারির পরে ৷ তবে এরই মধ্যে বিভিন্ন বিয়ে বাড়ির অনুষ্ঠানের ছবি এবং ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে (Viral Video) ৷ যার মধ্যে দেখা গিয়েছে এক মহিলাকে হৃত্বিক রোশন-ক্যাটরিনা কাইফের সুপারহিট গান ‘ব্যাং ব্যাং’-এ নাচতে (Viral Video of Aunty Dancing in a Wedding) ৷
advertisement
সে নাচ আবার যেমন তেমন নয় ৷ একেবারে মাটিতে বসে পড়ে নাচ ৷ শাড়ি পরে ‘আন্টি’ যে নাচটা নেচেছেন, স্বয়ং হৃত্বিক রোশন দেখলেও চমকে উঠবেন ৷ বয়স্ক ওই মহিলাকে শাড়ি পরে ওরকম নাচতে দেখে প্রত্যেকেই হাততালি দিয়ে তাঁকে উৎসাহ দেন ৷ এই নাচের ভিডিও নেট মাধ্যমে ভাইরাল হতে বেশি সময় লাগেনি ৷
advertisement
নেটিজেনরা অনেকেই কমেন্ট করেন, আন্টিজি কিছু খেয়ে নেন নি তো ? অনেকেই বলেন হয়তো উনি নেশা করেছেন ৷ তাই এরকম নাচ ৷ আর এ ভাবে বিয়েবাড়িতে বয়স্ক কোনও মহিলাকে নাচতে খুব একটা দেখা যায় না ৷ রীতিমতো সবাইকে চমকেই দিয়েছেন আন্টিজি !
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral Video: লাল শাড়ি পরে হৃত্বিক রোশনের ‘ব্যাং ব্যাং’ গানে অদ্ভূত নাচ ‘আন্টি’-র ! বিয়ে বাড়ির ভিডিও ভাইরাল
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement